স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫, ০৬:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ক্রিকেটারদের ফর্মে ফেরাতে বিসিসিআইয়ের কড়া পদক্ষেপ, না মানলে শাস্তি

ভারতীয় দল নিয়ে কড়া হতে চলছে বিসিসিআই। ছবি : সংগৃহীত
ভারতীয় দল নিয়ে কড়া হতে চলছে বিসিসিআই। ছবি : সংগৃহীত

সম্প্রতি ভারতীয় ক্রিকেট দলের বাজে পারফরম্যান্স, বিশেষত বর্ডার-গাভাস্কার ট্রফিতে ১-৩ ব্যবধানে পরাজয় এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ০-৩ হোয়াইটওয়াশের পর ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) প্রকাশিত ১০ দফা নীতিমালা সেই পদক্ষেপের প্রমাণ। ক্রিকেট বিশ্বের মধ্যে বেশ আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে এই ১০ দফা।

এর মধ্যে উল্লেখযোগ্য হলো ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ বাধ্যতামূলক করা, ট্যুরে পরিবারের উপস্থিতি সীমিত রাখা এবং সিরিজ চলাকালে ব্যক্তিগত বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা। বিসিসিআই জানিয়েছে, এই পদক্ষেপগুলো ‘শৃঙ্খলা, ঐক্য এবং ইতিবাচক দলীয় পরিবেশ গড়ে তোলার জন্য।’

নীতিমালায় স্পষ্ট বলা হয়েছে, ঘরোয়া ম্যাচে অংশগ্রহণ ছাড়া কোনো খেলোয়াড় জাতীয় দলে জায়গা পাবেন না। এমনকি বিসিসিআই-এর কেন্দ্রীয় চুক্তির আওতায় থাকার জন্যও ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। বিরাট কোহলি এবং রোহিত শর্মার মতো খেলোয়াড়দের রঞ্জি ট্রফিকে উপেক্ষা করার সমালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিদেশ সফরে পরিবারের সঙ্গে থাকার জন্য খেলোয়াড়দের মাত্র দুই সপ্তাহের সময় দেওয়া হবে। এছাড়া ব্যক্তিগত ম্যানেজার, শেফ বা নিরাপত্তাকর্মী নেওয়ার ক্ষেত্রেও বিসিসিআই-এর অনুমোদন আবশ্যক।

সিরিজ চলাকালে ব্যক্তিগত বিজ্ঞাপন চিত্রায়ণে অংশগ্রহণ পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। বিসিসিআই জানিয়েছে, এই নিষেধাজ্ঞা খেলোয়াড়দের মনোযোগ ধরে রাখতে এবং দলীয় দায়িত্ব পালনে সহায়তা করবে। পাশাপাশি, খেলোয়াড়রা দলের সঙ্গে একত্রে ভ্রমণ করতে বাধ্য থাকবেন।

বিসিসিআই কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, এই নীতিমালা লঙ্ঘন করলে খেলোয়াড়দের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো আইপিএল-এ অংশগ্রহণ নিষিদ্ধ করা এবং কেন্দ্রীয় চুক্তির ম্যাচ ফি কর্তন করা।

‘সব ধরনের ব্যতিক্রম আগেই নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগারকার এবং প্রধান কোচ গৌতম গম্ভীরের অনুমোদন সাপেক্ষে হতে হবে। অন্যথায় নিয়ম লঙ্ঘন করলে বিসিসিআই প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে বাধ্য হবে,’ নীতিমালায় উল্লেখ করা হয়েছে।

এই পদক্ষেপ ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শৃঙ্খলা এবং দায়িত্বশীলতার এই বার্তা শুধু খেলোয়াড়দের নয়, পুরো ক্রিকেট ব্যবস্থাকে আরও সুসংগঠিত করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকসেবন করে মাতলামি করায় যুবকের কারাদণ্ড

আমাদের কেউ আলাদা করতে পারবে না: সুনীতা আহুজা 

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম নিয়ে পরবর্তী আপিল শুনানি ৪ নভেম্বর 

শহিদের সঙ্গে প্রেম-বিচ্ছেদের কারণ জানালেন কারিনা

গাজায় তীব্র রূপ ধারণ করেছে দুর্ভিক্ষ, অনাহারে মৃত্যু ৩১৩ জনের

রাজধানীতে লরির ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল সিএনজি, নিহত ১

টিয়া পাখি নিয়ে ভিডিও করে বিপাকে শিক্ষিকা 

গ্রিন কার্ডের আবেদনে আসছে বড় পরিবর্তন

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

গাজাবাসীর জন্য রোজা থাকছেন বিশ্বের ১৫০ আলেম

১০

ডেনমার্ক দূতাবাসে চাকরির সুযোগ

১১

সকালে উঠেই কোন ভুলের কারণে বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি 

১২

গাজা সিটির নতুন এলাকায় ট্যাংক নিয়ে ঢুকেছে ইসরায়েলিরা

১৩

বেড়েছে স্বর্ণের দাম, আজ ভরিতে বিক্রি হচ্ছে কত টাকায়

১৪

বাংলাদেশ-পাকিস্তানের ঘনিষ্ঠতায় কতটা অস্বস্তিতে ভারত?

১৫

সারা দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬৬২

১৬

নির্মাণাধীন নভোথিয়েটার ও বিটাক দখলে নিলেন ববি শিক্ষার্থীরা

১৭

আইভরি কোস্ট  / প্রেসিডেন্ট পদে দাঁড়াতে চান ৬০ জন

১৮

রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি

১৯

গাজায় অবিলম্বে নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘের

২০
X