স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫, ১২:০৩ পিএম
অনলাইন সংস্করণ

রোহিত-কোহলিদের সফরে পরিবারের উপস্থিতি সীমিত করছে বিসিসিআই

পরিবারের সঙ্গে কাটানোর সময় কমছে বিরাট-রোহিতদের। ছবি : সংগৃহীত
পরিবারের সঙ্গে কাটানোর সময় কমছে বিরাট-রোহিতদের। ছবি : সংগৃহীত

সাধারণত ভারতীয় ক্রিকেটারদের দেশের বাইরে সফরের সময় বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় পরিবারের সদস্যরা তাদের সঙ্গে যোগ দেয়। তাইতো রোহিত-কোহলিদের বাইরের সফরে দেখা যায় ঋতিকা-আনুষ্কাদের। তবে দেশের বাইরের সফরে সেই সুবিধা আর থাকছে না ভারতীয় ক্রিকেটারদের।

পরিবারের সঙ্গে কাটানোর সময়সীমা কঠোরভাবে নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। পাশাপাশি, প্র্যাকটিস ও ম্যাচে যাতায়াতে দলীয় বাস ব্যবহারের নিয়মকেও বাধ্যতামূলক করা হয়েছে।

৪৫ দিনের বেশি দীর্ঘ সফরে খেলোয়াড়রা তাদের সঙ্গী ও সন্তানদের সঙ্গে সর্বোচ্চ ১৪ দিন কাটাতে পারবেন। তবে সফরের প্রথম দুই সপ্তাহ পরিবারের সদস্যরা দলে যোগ দিতে পারবেন না। সংক্ষিপ্ত সফরে এই সময়সীমা হবে এক সপ্তাহ।

কোভিড-১৯ মহামারির সময় মানসিক স্বাস্থ্যের বিষয়টি বিবেচনা করে খেলোয়াড়দের পরিবারকে দলের বায়ো-বাবলের অংশ করার সুযোগ দেওয়া হয়েছিল। তবে এবার পুরনো কঠোর নিয়মেই ফিরে যাচ্ছে বিসিসিআই।

শনিবার মুম্বাইয়ে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা, প্রধান কোচ গৌতম গম্ভীর এবং নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকার বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হন। সেখানে তাদের নতুন নিয়মগুলো জানানো হয়।

নতুন নিয়ম অনুযায়ী, সব খেলোয়াড়কেই দলীয় বাসে যাতায়াত করতে হবে। সাম্প্রতিক সময়ে কিছু খেলোয়াড় এই নিয়ম ভঙ্গ করায় বিসিসিআই কড়া পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

পরিবারের থাকা-খাওয়ার খরচ বিসিসিআই বহন করলেও তাদের যাতায়াতের খরচ খেলোয়াড়দের নিজস্ব। তবে নতুন নিয়মে থাকা ও সময়সীমার শর্ত মেনে চলতে হবে।

খেলোয়াড়দের পরিবারের সঙ্গে সফরে থাকা নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে। আইপিএলে চেন্নাই সুপার কিংস পরিবারকে সঙ্গে রাখার সুবিধা কাজে লাগিয়ে সাফল্য পেয়েছে। অন্যদিকে, ব্রাজিল ফুটবল দল ২০১৯ সালের কোপা আমেরিকা জিতেছিল পরিবারের উপস্থিতি নিষিদ্ধ করার পর। তবে অস্ট্রেলিয়ার সাঁতারুদের মতো উদাহরণও রয়েছে, যারা ২০১২ সালের অলিম্পিকে একই নিষেধাজ্ঞার কারণে হতাশা প্রকাশ করেছিলেন।

ভারতীয় ক্রিকেটেও এই প্রশ্নের নির্দিষ্ট উত্তর নেই। ২০১৮ সালে তখনকার অধিনায়ক বিরাট কোহলি পরিবার নিয়ে সফরের নিয়ম শিথিল করার আবেদন করেছিলেন। বর্তমান কোচ গৌতম গম্ভীর সেই সময়ে বলেছিলেন, ‘খেলোয়াড়দের চাহিদা ভিন্ন। কেউ পুরো সফরে পরিবার চায়, কেউ সামান্য সময় চায়। তবে সিদ্ধান্তটি ভারতীয় ক্রিকেটের স্বার্থেই হওয়া উচিত।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে নির্বাচনী আচরণবিধি তদারকিতে ৪২ ম্যাজিস্ট্রেট নিয়োগ

কারাগারে আত্মহত্যা করেছেন ‘উদ্ভাবক’ মিজান : পুলিশ

নির্বাচন বানচালের জন্যই হাদির ওপর গুলি করা হয়েছে : সমমনা জোট

খালেদা জিয়ার সুস্থতা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : মাসুদুজ্জামান

শিল্প সরোবরের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বর্ণিল আয়োজন

নির্বাচনে না দাঁড়ানোর সিদ্ধান্ত জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের

হাদির ওপর গুলিবর্ষণকারীর পরিচয় শনাক্তের দাবি জুলকারনাইনের

ওসমান হাদিকে নিয়ে সুখবর দিলেন তাসনিম জারা

গুলিবিদ্ধ হাদির খোঁজ-খবর নিলেন ডা. জুবাইদা রহমান

এই হামলা বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত : প্রধান উপদেষ্টা

১০

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে ছাত্র-জনতার বিক্ষোভ

১১

হাদির পরিবারের সদস্যদের পাশে ডা. জুবাইদা রহমান

১২

‘হাদির অস্ত্রোপচারের সময় দুবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়’

১৩

ওসমান হাদির ভাইয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় ‘শালিসকে’ কেন্দ্র করে গুলিবিদ্ধ যুবক

১৫

নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে : প্রগতিশীল ইসলামী জোট

১৬

নিলামের পর ঢাকা ক্যাপিটালসের বড় চমক

১৭

তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর

১৮

সাবেক রাষ্ট্রপতির মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৯

ওসমান হাদির শারীরিক অবস্থা আশঙ্কাজনক : স্বাস্থ্যের ডিজি

২০
X