স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫, ১২:০৩ পিএম
অনলাইন সংস্করণ

রোহিত-কোহলিদের সফরে পরিবারের উপস্থিতি সীমিত করছে বিসিসিআই

পরিবারের সঙ্গে কাটানোর সময় কমছে বিরাট-রোহিতদের। ছবি : সংগৃহীত
পরিবারের সঙ্গে কাটানোর সময় কমছে বিরাট-রোহিতদের। ছবি : সংগৃহীত

সাধারণত ভারতীয় ক্রিকেটারদের দেশের বাইরে সফরের সময় বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় পরিবারের সদস্যরা তাদের সঙ্গে যোগ দেয়। তাইতো রোহিত-কোহলিদের বাইরের সফরে দেখা যায় ঋতিকা-আনুষ্কাদের। তবে দেশের বাইরের সফরে সেই সুবিধা আর থাকছে না ভারতীয় ক্রিকেটারদের।

পরিবারের সঙ্গে কাটানোর সময়সীমা কঠোরভাবে নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। পাশাপাশি, প্র্যাকটিস ও ম্যাচে যাতায়াতে দলীয় বাস ব্যবহারের নিয়মকেও বাধ্যতামূলক করা হয়েছে।

৪৫ দিনের বেশি দীর্ঘ সফরে খেলোয়াড়রা তাদের সঙ্গী ও সন্তানদের সঙ্গে সর্বোচ্চ ১৪ দিন কাটাতে পারবেন। তবে সফরের প্রথম দুই সপ্তাহ পরিবারের সদস্যরা দলে যোগ দিতে পারবেন না। সংক্ষিপ্ত সফরে এই সময়সীমা হবে এক সপ্তাহ।

কোভিড-১৯ মহামারির সময় মানসিক স্বাস্থ্যের বিষয়টি বিবেচনা করে খেলোয়াড়দের পরিবারকে দলের বায়ো-বাবলের অংশ করার সুযোগ দেওয়া হয়েছিল। তবে এবার পুরনো কঠোর নিয়মেই ফিরে যাচ্ছে বিসিসিআই।

শনিবার মুম্বাইয়ে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা, প্রধান কোচ গৌতম গম্ভীর এবং নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকার বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হন। সেখানে তাদের নতুন নিয়মগুলো জানানো হয়।

নতুন নিয়ম অনুযায়ী, সব খেলোয়াড়কেই দলীয় বাসে যাতায়াত করতে হবে। সাম্প্রতিক সময়ে কিছু খেলোয়াড় এই নিয়ম ভঙ্গ করায় বিসিসিআই কড়া পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

পরিবারের থাকা-খাওয়ার খরচ বিসিসিআই বহন করলেও তাদের যাতায়াতের খরচ খেলোয়াড়দের নিজস্ব। তবে নতুন নিয়মে থাকা ও সময়সীমার শর্ত মেনে চলতে হবে।

খেলোয়াড়দের পরিবারের সঙ্গে সফরে থাকা নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে। আইপিএলে চেন্নাই সুপার কিংস পরিবারকে সঙ্গে রাখার সুবিধা কাজে লাগিয়ে সাফল্য পেয়েছে। অন্যদিকে, ব্রাজিল ফুটবল দল ২০১৯ সালের কোপা আমেরিকা জিতেছিল পরিবারের উপস্থিতি নিষিদ্ধ করার পর। তবে অস্ট্রেলিয়ার সাঁতারুদের মতো উদাহরণও রয়েছে, যারা ২০১২ সালের অলিম্পিকে একই নিষেধাজ্ঞার কারণে হতাশা প্রকাশ করেছিলেন।

ভারতীয় ক্রিকেটেও এই প্রশ্নের নির্দিষ্ট উত্তর নেই। ২০১৮ সালে তখনকার অধিনায়ক বিরাট কোহলি পরিবার নিয়ে সফরের নিয়ম শিথিল করার আবেদন করেছিলেন। বর্তমান কোচ গৌতম গম্ভীর সেই সময়ে বলেছিলেন, ‘খেলোয়াড়দের চাহিদা ভিন্ন। কেউ পুরো সফরে পরিবার চায়, কেউ সামান্য সময় চায়। তবে সিদ্ধান্তটি ভারতীয় ক্রিকেটের স্বার্থেই হওয়া উচিত।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগ নেতা দীপ্তেন মজুমদার গ্রেপ্তার

জিএমপিতে নতুন কমিশনার, ৬ জেলার এসপি বদলি

আত্মসমর্পণের পর জামিন পেলেন মেহজাবীন

সুস্থ থাকতে একদিনে কত কাপ চা পান করা উচিত? যা বলছেন বিশেষজ্ঞ

বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না কেন

ইসরায়েলকে যেভাবে বোকা বানায় ইরান

যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে যৌথ মহড়ায় ফিলিপাইন, চীনের কড়া প্রতিক্রিয়া

আ.লীগের ডাকা ‘লকডাউনে’ গণপরিবহন চলবে কি না, জানাল শ্রমিক ফেডারেশন

বিইউএফটিতে ন্যাশনাল টেক্সটাইল ম্যানেজমেন্ট ফেয়ার-২০২৫ অনুষ্ঠিত

পেট্রল বোমাসহ দুই যুবক গ্রেপ্তার

১০

কাদের জন্য ডিম খাওয়া বিপজ্জনক? জেনে নিন

১১

বিইউএফটি জাতীয় কুইজ প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

১২

প্রবীণ আব্দুল গণি জমাদ্দার দম্পতির পাশে দাঁড়ালেন তারেক রহমান

১৩

‘১০০ বছরেও যে গ্রামে ঢোকেনি পুলিশ’

১৪

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে ডিসি-এসপিসহ নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগের দাবি জামায়াতের

১৫

যে ২ ব্যক্তির জন্য আল্লাহর রহমত নিশ্চিত

১৬

জেন-জি বিক্ষোভে উত্তাল আরেক দেশ, একাধিক শহরে বিক্ষোভ

১৭

জেলের জালে ধরা পড়ল ২ মণের পাখি মাছ

১৮

২০২৬ সালে কয়দিন ছুটি পাবেন ব্যাংকাররা, দেখুন তালিকা

১৯

বাংলাদেশের অর্থনীতি পুনরুজ্জীবিত হচ্ছে : অর্থ উপদেষ্টা

২০
X