স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ০১:৩৭ পিএম
আপডেট : ১২ জুলাই ২০২৫, ০২:০৩ পিএম
অনলাইন সংস্করণ

টেস্ট ক্রিকেটে ডিউক বল নিয়ে কেন এত বিতর্ক?

দু’দলের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এই বল। ছবি : সংগৃহীত
দু’দলের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এই বল। ছবি : সংগৃহীত

ভারত-ইংল্যান্ডের চলমান টেস্ট সিরিজে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি সবচেয়ে বড় আলোচনার জন্ম দিয়েছে বলের মান। ডিউকস ব্র্যান্ডের এই বল নিয়ে দুই দলের খেলোয়াড়রাই বারবার অভিযোগ তুলছেন, বল খুব দ্রুত নরম হয়ে যাচ্ছে এবং আকার হারিয়ে ফেলছে। এমনকি গতকাল (১১ জুলাই) বল নিয়ে আম্পায়ার শরফদৌল্লার সঙ্গে রীতিমতো তর্ক শুরু করে দেন ভারতীয় অধিনায়ক গিল।

টেস্টের মতো দীর্ঘ ফরম্যাটে বলের স্থায়িত্ব এবং সিমের ধার সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু এই সিরিজে দেখা যাচ্ছে, মাত্র কয়েক ওভার পরই বলের গুণমান ধরে রাখা যাচ্ছে না। ফলস্বরূপ, আম্পায়ারদের কাছে বারবার বল বদলের দাবি উঠছে। মাঠের আম্পায়াররা ‘গেজ টেস্ট’ বা বিশেষ রিং ব্যবহার করে বলের আকার যাচাই করেন। যদি বল সেই মানদণ্ডে না পাস করে, তখন সেটি বদলানো হয়।

ভারতের টেস্ট অধিনায়ক শুভমান গিল জানিয়েছেন, ‘এই পরিস্থিতিতে বোলারদের জন্য কাজটা খুব কঠিন। উইকেটের চেয়ে বলের অবস্থা বেশি সমস্যার। বল দ্রুত নরম হয়ে যাচ্ছে, আকার হারাচ্ছে। এতে উইকেট পাওয়া অনেক কঠিন হয়ে যায়।’

ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকসও একই সুরে কথা বলেছেন, ‘যখন কোনো দল ইংল্যান্ড সফরে আসে, প্রায়ই এমন সমস্যার মুখোমুখি হতে হয়। বল দ্রুত নরম হয়ে যাচ্ছে, আকার হারাচ্ছে। এটা আদর্শ নয়, কিন্তু আমাদের মেনে নিতে হয়।’

ভারতের সহ-অধিনায়ক ঋষভ পান্ত বলেন, ‘এই সিরিজে বলের আকার খুব দ্রুত বিকৃত হচ্ছে। প্রতিটি বলের আচরণ আলাদা হয়ে যাচ্ছে। বল নরম হলে তেমন সুইং বা বাউন্স থাকে না, কিন্তু হঠাৎ বল বদলালে আবার আচরণ বদলে যায়। ব্যাটারদের জন্যও এটি বড় চ্যালেঞ্জ।’

ডিউকস বলের নির্মাতা দিলীপ জাগজোদিয়া এ বিষয়ে বলেছেন, ‘সবাই বলের দোষ দিচ্ছে। কেউ রান না করলে পিচের দোষ, কেউ উইকেট না পেলে বলের দোষ। বল তো পাথর নয়, এটি সময়ের সঙ্গে ক্ষয় হবে। তবে বর্তমান খেলায় শক্তিশালী ব্যাট এবং খেলোয়াড়দের ফিটনেসের কারণে বলের ক্ষয় দ্রুত হচ্ছে।’

তিনি আরও যুক্ত করেন, ‘সম্ভব হলে ৬০-৭০ ওভারের মধ্যে নতুন বল নেওয়ার নিয়ম বিবেচনা করা উচিত।’

বল বিতর্কের কারণে খেলার গতি ব্যাহত হচ্ছে এবং ম্যাচের মোমেন্টাম বদলে যাচ্ছে। এই অস্বস্তিকর পরিস্থিতি মাঠের নাটকীয়তায় নতুন মাত্রা যোগ করেছে, যা ক্রিকেটপ্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেমন আছেন ইমরান খান, সাক্ষাতের পর জানালেন বোন উজমা

মোদিকে ধন্যবাদ জানাল বিএনপি

৮ কুকুরছানা হত্যায় মামলা প্রস্তুতি, বাসভবন ছাড়লেন অভিযুক্ত কর্মকর্তা

নারায়ণগঞ্জ-৫ / মাসুদুজ্জামানের ক্যানভাসে জনতার প্রত্যাশা

শিক্ষকদের কর্মবিরতি স্থগিত, বার্ষিক পরীক্ষা চলবে বুধবার

নরসিংদীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে হত্যা

টিউলিপের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না পাওয়ার দাবি ‘সম্পূর্ণ অসত্য’: দুদক

জুলাই গণ-অভ্যুত্থানের ১০৬ মামলায় চার্জশিট দিল পুলিশ

খালেদা জিয়াকে দেখে এসে যা বললেন জামায়াত আমির

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ছিনতাই

১০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডিভাইডারের গ্রিল ভেঙে ঝুঁকি নিয়ে পারাপার

১১

৮ কুকুরছানাকে হত্যা, ইউএনও কার্যালয়ের সামনে দাঁড়িয়ে মা কুকুর

১২

অন্তঃসত্ত্বা নারীসহ ৬ ভারতীয় নাগরিকের জামিন

১৩

খালেদা জিয়া ভারতের চোখে চোখ রেখে কথা বলা শিখিয়েছেন : রাশেদ

১৪

২১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন সভাপতি

১৫

নতুন বেতন কমিশন বাস্তবায়ন নিয়ে কর্মসূচি ঘোষণা

১৬

‘যারা দেশ ছেড়ে পালিয়েছে, তারা দেশপ্রেমিক হতে পারে না’

১৭

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঢাকা উত্তর ছাত্রদলের দোয়ার আয়োজন

১৮

জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি আলী হোসাইন, মহাসচিব মোস্তাফিজুর

১৯

সাতক্ষীরায় শিক্ষকদের কর্মবিরতি, সংঘর্ষের ছবি নেওয়ায় শিক্ষার্থীদের মারমুখী আচরণ

২০
X