১৪ আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবসে দেশের ক্রিকেটের বড় বড় অর্জন নিয়ে বানানো ভিডিও উৎসর্গ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে পিসিবির বানানো সেই ভিডিওতে ছিল না সাবেক অধিনায়ক ইমরান খানের ১৯৯২ সালের ওয়ানডে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার দৃশ্যটি। এরপরই দেশের সাবেক এবং বর্তমান ক্রিকেটারদের প্রতিবাদের মুখে স্বাধীনতা দিবসের ভিডিওতে পরিবর্তন এনে নতুন ভিডিওতে ঠাঁই পেয়েছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান।
বুধবার (১৬ আগস্ট) রাতে নিজেদের অফিশিয়াল টুইটারে প্রায় ১৩ মিনিটের নতুন ভিডিও আপলোড করে পিসিবি। সেখানে ইমরান খানের নেতৃত্বে ১৯৯২ বিশ্বকাপ জয়ের মুহূর্তগুলো তুলে ধরা হয়েছে।
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের অধিনায়ক ইমরান খানের নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। অথচ পাকিস্তানের সেই জাতীয় বীরকে বাদ দিয়ে আগের ভিডিও তৈরি করেছিল পিসিবি। পিসিবির বানানো ভিডিওতে ইমরান খান কেন ছিল না তা স্পষ্ট। রাজনৈতিক কারণেই দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ককে বাদ দিয়েছিল দেশটির ক্রিকেট বোর্ড। আর তা করে দেশজুড়ে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় পিসিবিকে।
পিসিবির ঘটনায় ক্ষুব্ধ হয়ে টুইটারে ক্ষোভ প্রকাশ করে টুইট করেন পাকিস্তান কিংবদন্তি ওয়াসিম আকরাম। এমনকি পিসিবিকে ক্ষমা চেয়ে ভিডিওটি সরিয়ে নিতে বলেছিলেন সাবেক এই পেসার।
দেশের সাবেক ও বর্তমান ক্রিকেটারদের সমালোচনায় দারুণ কাজ হয়েছে। পিসিবি বৃহস্পতিবার (১৭ আগস্ট) আগের ভিডিও টুইটার থেকে সরিয়ে ফেলে নতুন ভিডিও আপলোড করেছে। ২ মিনিট ৩৫ সেকেন্ডের নতুন ভিডিওতে ১৯৯২ বিশ্বকাপ ফাইনালে ইমরান খানের ব্যাটিংয়ের পাশাপাশি ম্যাচ শেষের উদ্যাপনও বিশ্বকাপ শিরোপা হাতে নেওয়ার মুহূর্ত ভিডিও ক্লিপে যোগ করা হয়েছে।
ইমরান খানকে বাদ দিয়ে কেনো আগের ভিডিও আপলোড করা হয়েছিল, সেই ব্যাখ্যাও দিয়েছে পিসিবি। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পিসিবি পোস্ট করেছে, ‘২০২৩ বিশ্বকাপের জন্য প্রচারণামূলক কার্যক্রম শুরু করেছে পিসিবি। তারই অংশ হিসেবে ১৪ আগস্ট ভিডিওটি আপলোড করা হয়েছিল। ভিডিওটি সংক্ষিপ্ত হওয়ার কারণে দেশের অনেক গুরুত্বপূর্ণ মুহূর্ত বাদ পড়ে গিয়েছিল। তবে পূর্ণাঙ্গ ভিডিওতে আগের ভুলগুলো সংশোধন করেছে পিসিবি।’
ভিডিওটি শুরু হয় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি দিয়ে। এ ছাড়া পাকিস্তানের টেস্ট অভিষেক, টেস্টে ফজল মেহমুদের ১২ উইকেট, হানিফ মোহাম্মদের ৩৩৭ রানের ইনিংস, জহির আব্বাসের ডাবল সেঞ্চুরি, ১৯৮৬ এশিয়া কাপে জাভেদ মিয়াঁদাদের বিখ্যাত ছক্কা, ১৯৯২ সালে ইমরান খানের নেতৃত্বে পাকিস্তানের ওয়ানডে বিশ্বকাপ জয়, ২০০০ সালের প্রথম এশিয়া কাপ জয়, ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়, ২০১২ এশিয়া কাপ ও ২০১৭ সালের প্রথম চ্যাম্পিয়নস ট্রফি জয়ের মুহূর্তগুলো স্থান পেয়েছে পিসিবির ভিডিওতে।
মন্তব্য করুন