স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫, ০৯:২২ পিএম
অনলাইন সংস্করণ

টাকা নেই? দল কেন?—বিপিএল নিয়ে মালানের প্রশ্ন

ডেভিড মালান । ছবি : সংগৃহীত
ডেভিড মালান । ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) জমজমাট লড়াইয়ের পাশাপাশি বিতর্কেও পিছিয়ে নেই। মাঠের খেলার উত্তাপ ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে খেলোয়াড়দের পারিশ্রমিক ইস্যু। গতকাল রংপুর রাইডার্সের বিপক্ষে দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা বকেয়া পারিশ্রমিক না পেয়ে মাঠে নামতে অস্বীকৃতি জানান। একই সমস্যায় আগেও অনুশীলন বর্জন করতে দেখা গেছে রাজশাহীর ক্রিকেটারদের।

এই সংকট নিরসনে সহজ এবং বাস্তবসম্মত এক পরামর্শ দিয়েছেন ফরচুন বরিশালের ইংলিশ তারকা ডেভিড মালান। খুলনা টাইগার্সের বিপক্ষে ৩৭ বলে ৬৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচসেরা হওয়ার পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘কারও যদি টাকা না থাকে, তবে দল নেওয়ার দরকার কী? এটা খুবই সহজ সমাধান।’

বিপিএলের পারিশ্রমিক সংকট নিয়ে বলতে গিয়ে মালান মনে করিয়ে দেন যে, একটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট সফলভাবে পরিচালনার জন্য কিছু মৌলিক শর্ত ঠিক রাখা প্রয়োজন। তার ভাষায়, ‘আমাদের কাজ মাঠে খেলা, আর সংশ্লিষ্টদের কাজ আমাদের পারিশ্রমিক নিশ্চিত করা। এতগুলো লিগের উদ্দেশ্যই তো এটুকু নিশ্চিত করা। আশা করি, ভবিষ্যতে এমন সমস্যার পুনরাবৃত্তি হবে না।’

এই ইস্যুতে বরিশালের বিদেশি ক্রিকেটারদের তেমন কোনো অসন্তোষ নেই জানিয়ে মালান বলেন, ‘এখন পর্যন্ত সব ঠিক আছে, ভবিষ্যতেও ভালো থাকবে বলে আশা করি।’

অন্যদিকে, খুলনা টাইগার্সের অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান উইলিয়াম বসিস্টো সংবাদ সম্মেলনে পারিশ্রমিক ইস্যুতে হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, ‘একজন খেলোয়াড় হিসেবে আমার কাজ পারফর্ম করা, কিন্তু মালিকদের দায়িত্ব তাদের চুক্তি অনুযায়ী খেলোয়াড়দের সময়মতো পারিশ্রমিক পরিশোধ করা। এটি যখন হয় না, তখন হতাশাজনক লাগে।’ তবে খুলনার ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন বসিস্টো, ‘আমাদের পারিশ্রমিক নিয়ে কোনো সমস্যা হয়নি, খুলনা এই বিষয়ে ভালোভাবেই কাজ করছে।’

বিপিএলে পারিশ্রমিক ইস্যু নতুন কিছু নয়। এর আগেও বেশ কয়েকবার এমন সমস্যা হয়েছে, যেখানে দলগুলোর অব্যবস্থাপনা প্রশ্নের মুখে পড়েছে। চট্টগ্রাম পর্বে দুর্বার রাজশাহী হোটেল বিল পরিশোধ করতে না পারায় বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।

বিপিএলের মতো একটি বড় আসরে নিয়মিত পারিশ্রমিক সংকট উঠে আসা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ফ্র্যাঞ্চাইজিদের জন্য অশনি সংকেত। মালানের মতো বিদেশি তারকারা যখন এই ইস্যুতে খোলাখুলি মতামত দেন, তখন বোঝাই যায়, সমস্যাটি কতটা গভীর।

বিপিএলের জনপ্রিয়তা ও গ্ল্যামারের আড়ালে খেলোয়াড়দের পারিশ্রমিক ইস্যু বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ডেভিড ম্যালানের মতো তারকারা যখন বলেন ‘টাকা না থাকলে দল নেওয়া উচিত নয়,’ তখন বিষয়টি গভীর চিন্তার দাবি রাখে। সময় এসেছে বিপিএলের আয়োজকদের এই সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদগাহ মাঠ নিয়ে সংঘর্ষ, আহত ১০

যুক্তরাষ্ট্রে তুষারঝড় ও তীব্র ঠান্ডায় ১৪ জনের মৃত্যু

বিশ্বকাপ বয়কট ইস্যুতে পাকিস্তানের ফলপ্রসূ বৈঠক, যা জানা গেল

একই আর্টিস্ট ও কম বাজেটে সিনেমা হবে না : অনন্ত জলিল

রাজনৈতিক দলগুলো অনেক বেশি সচেতন : ইসি সানাউল্লাহ

দেশের সব হাসপাতালকে জরুরি নির্দেশনা

একটি গোষ্ঠী নির্বাচন বাধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে : তারেক রহমান

স্বাস্থ্য খাতে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা ইশরাকের

জঞ্জাল সরিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই : মঞ্জু

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ওপর হামলা শিষ্টাচারের লঙ্ঘন : জামায়াত

১০

অবশেষে মুখ খুললেন আমিনুল ইসলাম বুলবুল

১১

হেনস্তার শিকার হয়ে থানায় গেলেন মিমি চক্রবর্তী

১২

দায়িত্বগ্রহণের চার মাসে ২২৫টি কাজ ও উদ্যোগ গ্রহণ ডাকসুর

১৩

নির্বাচিত হলে মাদক চাঁদাবাজ অস্ত্রবাজদের প্রতিহত করা হবে : মিন্টু

১৪

ময়মনসিংহে একই পথসভায় বিএনপি-জামায়াতসহ বহুদল 

১৫

কূটনৈতিক টানাপড়েনে জাপান থেকে শেষ পান্ডাজোড়া ফিরিয়ে নিচ্ছে চীন

১৬

নির্বাচনের আগে বিএনপির ২১ নেতাকে দুঃসংবাদ

১৭

মোটরসাইকেল রেস করতে গিয়ে প্রাণ গেল কলেজ ছাত্রের

১৮

এলাকার উন্নয়নে ধানের শীষে ভোট দিন : মিন্টু

১৯

একই ক্লাবের ১৭ জন গ্রেপ্তার

২০
X