স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫, ০৯:২২ পিএম
অনলাইন সংস্করণ

টাকা নেই? দল কেন?—বিপিএল নিয়ে মালানের প্রশ্ন

ডেভিড মালান । ছবি : সংগৃহীত
ডেভিড মালান । ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) জমজমাট লড়াইয়ের পাশাপাশি বিতর্কেও পিছিয়ে নেই। মাঠের খেলার উত্তাপ ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে খেলোয়াড়দের পারিশ্রমিক ইস্যু। গতকাল রংপুর রাইডার্সের বিপক্ষে দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা বকেয়া পারিশ্রমিক না পেয়ে মাঠে নামতে অস্বীকৃতি জানান। একই সমস্যায় আগেও অনুশীলন বর্জন করতে দেখা গেছে রাজশাহীর ক্রিকেটারদের।

এই সংকট নিরসনে সহজ এবং বাস্তবসম্মত এক পরামর্শ দিয়েছেন ফরচুন বরিশালের ইংলিশ তারকা ডেভিড মালান। খুলনা টাইগার্সের বিপক্ষে ৩৭ বলে ৬৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচসেরা হওয়ার পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘কারও যদি টাকা না থাকে, তবে দল নেওয়ার দরকার কী? এটা খুবই সহজ সমাধান।’

বিপিএলের পারিশ্রমিক সংকট নিয়ে বলতে গিয়ে মালান মনে করিয়ে দেন যে, একটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট সফলভাবে পরিচালনার জন্য কিছু মৌলিক শর্ত ঠিক রাখা প্রয়োজন। তার ভাষায়, ‘আমাদের কাজ মাঠে খেলা, আর সংশ্লিষ্টদের কাজ আমাদের পারিশ্রমিক নিশ্চিত করা। এতগুলো লিগের উদ্দেশ্যই তো এটুকু নিশ্চিত করা। আশা করি, ভবিষ্যতে এমন সমস্যার পুনরাবৃত্তি হবে না।’

এই ইস্যুতে বরিশালের বিদেশি ক্রিকেটারদের তেমন কোনো অসন্তোষ নেই জানিয়ে মালান বলেন, ‘এখন পর্যন্ত সব ঠিক আছে, ভবিষ্যতেও ভালো থাকবে বলে আশা করি।’

অন্যদিকে, খুলনা টাইগার্সের অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান উইলিয়াম বসিস্টো সংবাদ সম্মেলনে পারিশ্রমিক ইস্যুতে হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, ‘একজন খেলোয়াড় হিসেবে আমার কাজ পারফর্ম করা, কিন্তু মালিকদের দায়িত্ব তাদের চুক্তি অনুযায়ী খেলোয়াড়দের সময়মতো পারিশ্রমিক পরিশোধ করা। এটি যখন হয় না, তখন হতাশাজনক লাগে।’ তবে খুলনার ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন বসিস্টো, ‘আমাদের পারিশ্রমিক নিয়ে কোনো সমস্যা হয়নি, খুলনা এই বিষয়ে ভালোভাবেই কাজ করছে।’

বিপিএলে পারিশ্রমিক ইস্যু নতুন কিছু নয়। এর আগেও বেশ কয়েকবার এমন সমস্যা হয়েছে, যেখানে দলগুলোর অব্যবস্থাপনা প্রশ্নের মুখে পড়েছে। চট্টগ্রাম পর্বে দুর্বার রাজশাহী হোটেল বিল পরিশোধ করতে না পারায় বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।

বিপিএলের মতো একটি বড় আসরে নিয়মিত পারিশ্রমিক সংকট উঠে আসা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ফ্র্যাঞ্চাইজিদের জন্য অশনি সংকেত। মালানের মতো বিদেশি তারকারা যখন এই ইস্যুতে খোলাখুলি মতামত দেন, তখন বোঝাই যায়, সমস্যাটি কতটা গভীর।

বিপিএলের জনপ্রিয়তা ও গ্ল্যামারের আড়ালে খেলোয়াড়দের পারিশ্রমিক ইস্যু বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ডেভিড ম্যালানের মতো তারকারা যখন বলেন ‘টাকা না থাকলে দল নেওয়া উচিত নয়,’ তখন বিষয়টি গভীর চিন্তার দাবি রাখে। সময় এসেছে বিপিএলের আয়োজকদের এই সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খেলার সময় পাগলা কুকুরের আক্রমণ, শিশুসহ আহত ১৬

৭৫ বছর বয়সে ডিগ্রি পাস, প্রশংসায় ভাসছেন সাদেক আলী

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ৫৬ সেকেন্ডের মিছিল 

শখের বড়শিতে ২০ কেজির কোরাল

এসএসসি পরীক্ষার্থীর ছুরিকাঘাতে রিকশাচালক নিহত

কয়লা তৈরির কারখানায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

চ্যাম্পিয়ন্স লিগে থ্রিলারের ছোঁয়া, বার্সা-ইন্টার ম্যাচে ৬ গোলের উৎসব!

শতাধিক ভুয়া পেজে ‘অশ্লীল বিজ্ঞাপন’, বিব্রত ডা. জাহাঙ্গীর

স্বাস্থ্য পরামর্শ / বয়স বেশি হলে ডাউন শিশু জন্মদানের শঙ্কা বাড়ে

ব্যাংকক থেকে আজ দেশে ফিরছেন সালাহউদ্দিন আহমেদ

১০

প্রকৌশলীদের উন্নয়ন ও সংস্কার নিয়ে আইইবি’র মতবিনিময় সভা 

১১

সৈয়দপুরে শাটল বাস সার্ভিস চালু করল বিমান

১২

প্রকৌশলীদের অধিকার আদায়ে সারাদেশে শিক্ষার্থীদের বিক্ষোভ

১৩

সার্জেন্ট হেলালের সাহসিকতায় ২ ছিনতাইকারী আটক

১৪

শ্রমিকদের অধিকার আদায়ের ‘মহান মে দিবস’ আজ

১৫

নোবিপ্রবির পুকুরে ছাত্র-ছাত্রীদের গোসলের ছবি ভাইরাল, প্রশাসনের সতর্কতা

১৬

রাজধানী থেকে পুরনো যানবাহন সরাতে অ্যাকশনে নামছে বিআরটিএ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর ইউএনওকে বদলি

১৮

ববি প্রশাসনকে ‘মৃত’ ঘোষণা করে গায়েবানা জানাজা

১৯

স্কুলের ১৮টি গাছ কাটলেন প্রধান শিক্ষক

২০
X