স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫, ০২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএলে না খেললেও আত্মবিশ্বাসী থাকবে শান্ত, আশাবাদী সালাউদ্দিন

শান্তর মধ্যে আত্মবিশ্বাসের ঘাটতি হবে না বলে মনে করেন সালাউদ্দিন। ছবি : সংগৃহীত
শান্তর মধ্যে আত্মবিশ্বাসের ঘাটতি হবে না বলে মনে করেন সালাউদ্দিন। ছবি : সংগৃহীত

বিপিএলে উপেক্ষিত থাকলেও জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর আত্মবিশ্বাসে কোনো চিড় ধরবে না—এমনটাই মনে করেন বাংলাদেশের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তার মতে, টি-টোয়েন্টিতে খেলার সুযোগ না পেলেও ওয়ানডে ফরম্যাটে তিনি পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে নামবেন আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে।

বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন দলের সদস্য হয়েও একাদশে জায়গা পাচ্ছেন না শান্ত। এবারের আসরে পাঁচ ম্যাচ খেলেও ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেননি তিনি। তার স্কোর: ০, ৯, ৪, ৪১ ও ২। এমন পারফরম্যান্সের পর দল থেকে বাদ পড়েন এবং আর একাদশে ফেরা হয়নি।

ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবালও দুঃখ প্রকাশ করেছেন শান্তকে সুযোগ দিতে না পারায়। ‘আমি স্বীকার করছি, ওর মতো একজনকে যথাযথ সুযোগ দিতে না পারাটা দুর্ভাগ্যজনক। আমাদের দলের কম্বিনেশন মিলানো কঠিন হয়ে যাচ্ছিল। তাই শান্তকে একাদশে নেওয়া সম্ভব হয়নি,’ বলেন তামিম।

বিপিএলে নিয়মিত না খেলায় শান্তর আত্মবিশ্বাস কমতে পারে—এমন আলোচনা উঠলেও সালাউদ্দিন মনে করেন, ফরম্যাটের পার্থক্যের কারণে সেটা হবে না। ‘বিপিএল টি-টোয়েন্টি ফরম্যাট, আর চ্যাম্পিয়ন্স ট্রফি ৫০ ওভারের টুর্নামেন্ট। এখানে ব্যর্থ হলেও ওয়ানডেতে সেটার প্রভাব পড়বে না। খেলোয়াড়দের আত্মবিশ্বাস তাদের মানসিকতার ওপর নির্ভর করে। কেউ যদি ভাবেন ‘আমি পারব’, তাহলে তিনি পারবেনই।’

তিনি আরও বলেন, ‘শান্ত কিন্তু বসে নেই। নিয়মিত অনুশীলন করছে, নিজেকে প্রস্তুত করছে। আত্মবিশ্বাস ফিরে পেতে ম্যাচ খেলাই একমাত্র উপায় নয়।’

সালাউদ্দিনের মতে, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর ভবিষ্যৎ নিয়ে অযথা চাপ সৃষ্টি করা ঠিক নয়। অনেকেই মনে করছেন, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিই হতে পারে তাদের শেষ বড় টুর্নামেন্ট, তবে সালাউদ্দিনের মতে সিদ্ধান্তটা খেলোয়াড়দের ওপরই ছেড়ে দেওয়া উচিত। ‘এখনকার ক্রীড়াবিদরা দীর্ঘদিন ফিটনেস ধরে রাখতে পারেন। তাদের খেলা পারফরম্যান্সের ওপর নির্ভর করা উচিত, বয়সের ওপর নয়। যদি তারা মনে করে আরও দুই বছর খেলতে পারবে, তাহলে সেটাই হওয়া উচিত।’

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশ দলকে মানসিকভাবে প্রস্তুত রাখাই তার প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন সালাউদ্দিন। এখন দেখার বিষয়, বেঞ্চে বসে থাকা শান্ত আসন্ন মেগা-টুর্নামেন্টে নিজের সামর্থ্যের কতটা প্রমাণ করতে পারেন!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীতি-আদর্শের পরিবর্তন করতে পারলেই শান্তি আসবে : ফয়জুল করীম

সেভিয়ার মাঠে বিধ্বস্ত বার্সা

আন্তঃশিক্ষা প্রতিষ্ঠান বিতর্কে চ্যাম্পিয়ন কাঞ্চন একাডেমি

একই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু

বিএনপিতে যোগ দিলেন ৫ শতাধিক সনাতন ধর্মাবলম্বী

মায়ের মৃত্যুর শোক শেষ না হতেই ডেঙ্গুতে ছেলের মৃত্যু

রাত ১টার মধ্যে ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা

শিক্ষক দিবসে ক্যানসারে নিভল ‘জালাল স্যারের’ প্রাণ

জিম্মিদের মুক্তি নিয়ে ইসরায়েলকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বার্তা

সুপ্রিম কোর্টে ভোট ডাকাতি : আবু সাইদ সাগর কারাগারে 

১০

শেষ ম্যাচে আফগানদের ১৪৩ রানে থামাল বাংলাদেশ

১১

ইসলামকে যথাযথভাবে ও পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে : জামায়াত আমির

১২

মুলা-বেগুন মার্কা নির্বাচন কমিশনের রুচিবোধের প্রকাশ : সারজিস

১৩

রাষ্ট্রের উন্নয়নে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে : শিমুল বিশ্বাস 

১৪

নির্বাচনের দিন গণভোট চায় বিএনপি-এনসিপি, জামায়াত চায় আগে

১৫

সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত

১৬

তারেক রহমানের পক্ষ থেকে কৃষকদের মাঝে সার বিতরণ

১৭

চার জেলায় বন্যার আশঙ্কা

১৮

মির্জা গালিবের হার্ভার্ডে নিয়োগ নিয়ে যা জানা গেল

১৯

কর্ণফুলী টানেলে বাস দুর্ঘটনা, চিকিৎসাধীন একজনের মৃত্যু

২০
X