স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩৮ পিএম
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

স্টেডিয়ামে ভারতের পতাকা না রাখার যে ব্যাখ্যা দিল পিসিবি

লাহোরের স্টেডিয়ামে নেই ভারতের পতাকা । ছবি: সংগৃহীত
লাহোরের স্টেডিয়ামে নেই ভারতের পতাকা । ছবি: সংগৃহীত

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ উপলক্ষে করাচির ন্যাশনাল স্টেডিয়ামে অংশগ্রহণকারী দলগুলোর পতাকা টানানো হলেও সেখানে ভারতের পতাকা অনুপস্থিত থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক ছড়িয়ে পড়েছে। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দ্রুতই এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে জানিয়েছে যে, শুধুমাত্র পাকিস্তানে খেলা দলগুলোর পতাকাই স্টেডিয়ামে উত্তোলন করা হয়েছে।

পিসিবির এক কর্মকর্তা আইএএনএস-কে জানিয়েছেন, ‘আপনারা জানেন, ভারত পাকিস্তানে খেলতে আসছে না। তারা দুবাইতে তাদের ম্যাচ খেলবে। করাচি, রাওয়ালপিন্ডি ও লাহোরের স্টেডিয়ামগুলোতে শুধুমাত্র সেইসব দেশের পতাকা উত্তোলন করা হয়েছে, যারা এখানে ম্যাচ খেলবে।"

তিনি আরও জানান, ‘শুধু ভারত নয়, বাংলাদেশ দলও এখনো পাকিস্তানে পৌঁছায়নি এবং তারা প্রথম ম্যাচ খেলবে দুবাইতে ভারতের বিপক্ষে। তাই তাদের পতাকাও স্টেডিয়ামে তোলা হয়নি। অন্যদিকে, যেসব দল পাকিস্তানে খেলতে এসেছে, তাদের পতাকা সেখানে উত্তোলন করা হয়েছে।’

একটি ভিডিওতে দেখা যায়, করাচির ন্যাশনাল স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী দলের পতাকা শোভা পাচ্ছে, তবে ভারতীয় পতাকা নেই। ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব না হলেও এটি দ্রুত ভাইরাল হয়ে যায় এবং ক্রিকেট ভক্তদের মধ্যে আলোচনা সৃষ্টি করে।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য হাইব্রিড মডেল গ্রহণ করেছে, যেখানে ভারত তাদের সব ম্যাচ খেলবে দুবাইতে। অন্যদিকে, পাকিস্তানের করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডি শহরে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে সব দলের অধিনায়কদের ছবি ও পতাকা সম্বলিত ব্যানারও টানানো হয়েছে।

২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয়ী পাকিস্তান এবার স্বাগতিক দেশ হিসেবে প্রথমবারের মতো আইসিসির কোনো বড় টুর্নামেন্ট আয়োজন করছে। ১৯৯৬ সালের বিশ্বকাপের পর এটাই হবে পাকিস্তানে অনুষ্ঠিত প্রথম আইসিসি ইভেন্ট, যা দেশটির ক্রিকেট ভক্তদের জন্য বিশেষ এক উপলক্ষ।

পিসিবির ব্যাখ্যার পরও বিতর্ক পুরোপুরি থামেনি, তবে কর্তৃপক্ষ বলছে, ‘আয়োজন সফল করাই এখন আমাদের মূল লক্ষ্য।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১০, আহত সাড়ে চারশোর বেশি

তারেক রহমানের জন্মদিনে রক্তস্পন্দনের ব্যতিক্রমী উদ্যোগ

শুক্রবারও কমলো স্বর্ণের দাম

ডেজার আলোচনা সভা ও স্মরণিকা উন্মোচন

এনসিপির নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম 

ঢাকায় ভূমিকম্পে নিহত রাফির দাফন হবে বগুড়ায় 

শতাধিক ছিন্নমূল মানুষকে এক বেলা পেট পুরে খাওয়ালেন তরুণরা

ট্রেনে অগ্নিসংযোগ, যুবলীগ কর্মী গ্রেপ্তার

শরীয়তপুরকে হিংসা-সন্ত্রাসমুক্ত করতে পাঠিয়েছেন তারেক রহমান : নুরুদ্দিন আহাম্মেদ অপু

পুরান ঢাকায় নিহত ৩ জনের পরিচয় জানা গেল

১০

ভূমিকম্পে রাবির হলে ফাটল, শিক্ষার্থীদের স্থানান্তরের সিদ্ধান্ত

১১

ভূমিকম্প থেকে রক্ষায় সরকারের এখনই জরুরি ভিত্তিতে করণীয় ঠিক করা উচিত : ডা. জাহিদ

১২

২০ বর্গাচাষির ধান কেটে দিল বিএনপির নেতাকর্মীরা

১৩

পতাকা বৈঠকের পর বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

১৪

এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে নিচে পড়ল প্রাইভেটকার, মামলা হয়নি এখনো

১৫

গারোদের ওয়ানগালা উৎসব শুরু

১৬

শিক্ষকরা দলবাজি করতে গিয়ে শিক্ষার পরিবেশ নষ্ট করেছেন : অ্যাটর্নি জেনারেল

১৭

অযত্নে ‘অসুস্থ’ কোটি টাকার রেসকিউ বোট

১৮

হত্যাসহ ১২ মামলার আসামি আ.লীগ নেতা গ্রেপ্তার

১৯

নরসিংদীতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫

২০
X