স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩৮ পিএম
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

স্টেডিয়ামে ভারতের পতাকা না রাখার যে ব্যাখ্যা দিল পিসিবি

লাহোরের স্টেডিয়ামে নেই ভারতের পতাকা । ছবি: সংগৃহীত
লাহোরের স্টেডিয়ামে নেই ভারতের পতাকা । ছবি: সংগৃহীত

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ উপলক্ষে করাচির ন্যাশনাল স্টেডিয়ামে অংশগ্রহণকারী দলগুলোর পতাকা টানানো হলেও সেখানে ভারতের পতাকা অনুপস্থিত থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক ছড়িয়ে পড়েছে। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দ্রুতই এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে জানিয়েছে যে, শুধুমাত্র পাকিস্তানে খেলা দলগুলোর পতাকাই স্টেডিয়ামে উত্তোলন করা হয়েছে।

পিসিবির এক কর্মকর্তা আইএএনএস-কে জানিয়েছেন, ‘আপনারা জানেন, ভারত পাকিস্তানে খেলতে আসছে না। তারা দুবাইতে তাদের ম্যাচ খেলবে। করাচি, রাওয়ালপিন্ডি ও লাহোরের স্টেডিয়ামগুলোতে শুধুমাত্র সেইসব দেশের পতাকা উত্তোলন করা হয়েছে, যারা এখানে ম্যাচ খেলবে।"

তিনি আরও জানান, ‘শুধু ভারত নয়, বাংলাদেশ দলও এখনো পাকিস্তানে পৌঁছায়নি এবং তারা প্রথম ম্যাচ খেলবে দুবাইতে ভারতের বিপক্ষে। তাই তাদের পতাকাও স্টেডিয়ামে তোলা হয়নি। অন্যদিকে, যেসব দল পাকিস্তানে খেলতে এসেছে, তাদের পতাকা সেখানে উত্তোলন করা হয়েছে।’

একটি ভিডিওতে দেখা যায়, করাচির ন্যাশনাল স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী দলের পতাকা শোভা পাচ্ছে, তবে ভারতীয় পতাকা নেই। ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব না হলেও এটি দ্রুত ভাইরাল হয়ে যায় এবং ক্রিকেট ভক্তদের মধ্যে আলোচনা সৃষ্টি করে।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য হাইব্রিড মডেল গ্রহণ করেছে, যেখানে ভারত তাদের সব ম্যাচ খেলবে দুবাইতে। অন্যদিকে, পাকিস্তানের করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডি শহরে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে সব দলের অধিনায়কদের ছবি ও পতাকা সম্বলিত ব্যানারও টানানো হয়েছে।

২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয়ী পাকিস্তান এবার স্বাগতিক দেশ হিসেবে প্রথমবারের মতো আইসিসির কোনো বড় টুর্নামেন্ট আয়োজন করছে। ১৯৯৬ সালের বিশ্বকাপের পর এটাই হবে পাকিস্তানে অনুষ্ঠিত প্রথম আইসিসি ইভেন্ট, যা দেশটির ক্রিকেট ভক্তদের জন্য বিশেষ এক উপলক্ষ।

পিসিবির ব্যাখ্যার পরও বিতর্ক পুরোপুরি থামেনি, তবে কর্তৃপক্ষ বলছে, ‘আয়োজন সফল করাই এখন আমাদের মূল লক্ষ্য।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা চায় না : মুশফিকুর রহমান

সিলেটে যানজট মোকাবিলায় এনসিপির ২৭ প্রস্তাবনা

একমাস পর খুলছে বাকৃবি, সেশনজটের শঙ্কা

মানুষের কাছে জাগপার বার্তা পৌঁছে দিতে হবে : রাশেদ প্রধান 

গাজীপুরে রাতের আঁধারে সড়কে ঝরল ৩ প্রাণ

তোফায়েল আহমেদের মৃত্যুর গুঞ্জন

আ. লীগের সহসম্পাদক ব্যারিস্টার হাবিব গ্রেপ্তার

এক টাকারও অভিযোগ দিতে পারলে রাজনীতি থেকে ইস্তফা দিব : সারজিস

ঢাকা মহানগর আদালতে পরিচ্ছনতা অভিযান

উপস্বাস্থ্যকেন্দ্রে নারীসহ ফার্মাসিস্ট আটক

১০

৮ দিন পর খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার

১১

চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে ডেকে নিয়ে মারধর

১২

মাউন্ট-সেশকোর গোলে ম্যানইউর স্বস্তির জয়

১৩

সাবেক ছাত্রলীগ নেতা শিবু প্রসাদ গ্রেপ্তার

১৪

‘শহিদুল আলম ও গাজার পাশে আছি-থাকব’

১৫

রেবতী মহাজন বাড়ির বিজয়া সম্মিলনী

১৬

জামায়াত ধর্মের জন্য ক্ষতিকর : আমিনুল হক

১৭

এভারেস্ট বেজ ক‍্যাম্প সামিট ৮ বাংলাদেশির

১৮

তারেক রহমানের ৩১ দফায় দেশের উন্নয়নের কর্মপরিকল্পনা : আবু বকর সিদ্দিক

১৯

মানবাধিকার কর্মীদের আটকের ঘটনা কলঙ্কজনক অধ্যায় : মুহিউদ্দীন রাব্বানী

২০
X