স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩৮ পিএম
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

স্টেডিয়ামে ভারতের পতাকা না রাখার যে ব্যাখ্যা দিল পিসিবি

লাহোরের স্টেডিয়ামে নেই ভারতের পতাকা । ছবি: সংগৃহীত
লাহোরের স্টেডিয়ামে নেই ভারতের পতাকা । ছবি: সংগৃহীত

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ উপলক্ষে করাচির ন্যাশনাল স্টেডিয়ামে অংশগ্রহণকারী দলগুলোর পতাকা টানানো হলেও সেখানে ভারতের পতাকা অনুপস্থিত থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক ছড়িয়ে পড়েছে। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দ্রুতই এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে জানিয়েছে যে, শুধুমাত্র পাকিস্তানে খেলা দলগুলোর পতাকাই স্টেডিয়ামে উত্তোলন করা হয়েছে।

পিসিবির এক কর্মকর্তা আইএএনএস-কে জানিয়েছেন, ‘আপনারা জানেন, ভারত পাকিস্তানে খেলতে আসছে না। তারা দুবাইতে তাদের ম্যাচ খেলবে। করাচি, রাওয়ালপিন্ডি ও লাহোরের স্টেডিয়ামগুলোতে শুধুমাত্র সেইসব দেশের পতাকা উত্তোলন করা হয়েছে, যারা এখানে ম্যাচ খেলবে।"

তিনি আরও জানান, ‘শুধু ভারত নয়, বাংলাদেশ দলও এখনো পাকিস্তানে পৌঁছায়নি এবং তারা প্রথম ম্যাচ খেলবে দুবাইতে ভারতের বিপক্ষে। তাই তাদের পতাকাও স্টেডিয়ামে তোলা হয়নি। অন্যদিকে, যেসব দল পাকিস্তানে খেলতে এসেছে, তাদের পতাকা সেখানে উত্তোলন করা হয়েছে।’

একটি ভিডিওতে দেখা যায়, করাচির ন্যাশনাল স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী দলের পতাকা শোভা পাচ্ছে, তবে ভারতীয় পতাকা নেই। ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব না হলেও এটি দ্রুত ভাইরাল হয়ে যায় এবং ক্রিকেট ভক্তদের মধ্যে আলোচনা সৃষ্টি করে।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য হাইব্রিড মডেল গ্রহণ করেছে, যেখানে ভারত তাদের সব ম্যাচ খেলবে দুবাইতে। অন্যদিকে, পাকিস্তানের করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডি শহরে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে সব দলের অধিনায়কদের ছবি ও পতাকা সম্বলিত ব্যানারও টানানো হয়েছে।

২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয়ী পাকিস্তান এবার স্বাগতিক দেশ হিসেবে প্রথমবারের মতো আইসিসির কোনো বড় টুর্নামেন্ট আয়োজন করছে। ১৯৯৬ সালের বিশ্বকাপের পর এটাই হবে পাকিস্তানে অনুষ্ঠিত প্রথম আইসিসি ইভেন্ট, যা দেশটির ক্রিকেট ভক্তদের জন্য বিশেষ এক উপলক্ষ।

পিসিবির ব্যাখ্যার পরও বিতর্ক পুরোপুরি থামেনি, তবে কর্তৃপক্ষ বলছে, ‘আয়োজন সফল করাই এখন আমাদের মূল লক্ষ্য।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘন কুয়াশায় পৃথক স্থানে দুর্ঘটনার কবলে ৭ অটোরিকশা

ভারতেই খেলতে হবে বাংলাদেশকে, এমন দাবি ভিত্তিহীন: বিসিবি

হাড় কাঁপানো শীতে রুনা খানের উত্তাপ

জকসু নির্বাচনে ১১ কেন্দ্রের ফল প্রকাশ, কোন পদে কে এগিয়ে

বিপিএল থেকে বাদ পড়ে পাল্টা ‘যুক্তি’ ভারতীয় উপস্থাপিকার

বাধ্যতামূলক হচ্ছে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল : এনবিআর চেয়ারম্যান

দেশের প্রথম ‘সনি হোম থিয়েটার এক্সপেরিয়েন্স সেন্টার’ চালু করল সনি-স্মার্ট

বাংলাদেশিরা এখন যুক্তরাষ্ট্রে নির্দিষ্ট ৩ বিমানবন্দর দিয়ে ঢুকতে পারবেন

২০২৬ সালের এসএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ

কীভাবে শরীর নিজে থেকেই ডিটক্স হয় জেনে নিন

১০

ভোট হচ্ছে জনগণের মৌলিক অধিকার : জিলানী

১১

দেশের বাইরে পড়াশোনার জন্য ফেসবুক যেভাবে ব্যবহার করবেন

১২

মাঘের আগেই ‘হাড় কাঁপানো শীত’, শৈত্যপ্রবাহ নিয়ে নতুন পূর্বাভাস

১৩

শীতকালে বাংলাদেশের ভ্রমণের জন্য ৫ সেরা জায়গা

১৪

বিসিবির মেইলের জবাব দিল আইসিসি, যা আছে সেই মেইলে

১৫

কুয়াশা পড়লে ঠান্ডা বাড়ে নাকি কমে?

১৬

২৩ বছর পর ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন তারেক রহমান

১৭

এবার গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

১৮

ডিসেম্বরে সর্বাধিক রেমিট্যান্স এলো যেসব দেশ থেকে

১৯

মন ভালো রাখতে বিজ্ঞানসম্মত ৯ উপায়

২০
X