স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫০ পিএম
অনলাইন সংস্করণ

বৃষ্টির কারণে পরিত্যক্ত পাকিস্তান-বাংলাদেশ ম্যাচ

রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের অবস্থা। ছবি : সংগৃহীত
রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের অবস্থা। ছবি : সংগৃহীত

বৃষ্টির করুণ পরিণতি—পাকিস্তান ও বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ অভিযান শেষ হলো এক অপ্রত্যাশিত নোটে। রাওয়ালপিন্ডিতে নির্ধারিত দুই দলের ম্যাচটি এক বলও না গড়িয়ে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। এই ম্যাচের ফলাফলের ওপর গ্রুপ ‘এ’-এর সেমিফাইনাল নির্ধারণের কোনো প্রভাব না থাকলেও, দুই দলই অন্তত একটি করে পয়েন্ট অর্জন করলো।

দুপুরের পর থেকেই রাওয়ালপিন্ডিতে মেঘাচ্ছন্ন আকাশ এবং বৃষ্টির উপস্থিতি টের পাওয়া যাচ্ছিল। মাঠ পুরোপুরি ঢেকে রাখা হলেও, বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটার দিকে ম্যাচ অফিসিয়ালরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন—বৃষ্টির কারণে খেলা সম্ভব নয়। এমনকি মাঠ শুকানোর কাজেরও কোনো সুযোগ ছিল না, কারণ বৃষ্টি থামার নামই নিচ্ছিল না।

এই ম্যাচের মধ্য দিয়ে পাকিস্তান ও বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি যাত্রা শেষ হলো হতাশাজনকভাবে। টুর্নামেন্টের শুরু থেকেই দুই দল ছন্দ খুঁজে পেতে ব্যর্থ হয়েছিল। বিশেষ করে পাকিস্তান, যারা হাই-প্রোফাইল দল হলেও নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারেনি। পাকিস্তানের সহকারী কোচ আজহার মাহমুদ স্বীকার করেছেন, ‘আমরা টুর্নামেন্টে ভালো খেলতে পারিনি। চোট-আঘাত ও টিম কম্বিনেশন নিয়ে বারবার পরিবর্তন করায় দল ছন্দ হারিয়েছে।’

অন্যদিকে, বাংলাদেশের জন্যও এই আসরটি ছিল হতাশার। দলটি ব্যাটিং-বোলিংয়ে ধারাবাহিকতা দেখাতে পারেনি, ফলে কোনো ম্যাচেই কাঙ্ক্ষিত ফলাফল আসেনি। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় অন্তত এক পয়েন্ট পাওয়া গেলেও, এটি তাদের সামগ্রিক পারফরম্যান্সের কোনো সান্ত্বনা দিতে পারছে না।

এদিকে, গ্রুপ ‘এ’ থেকে সেমিফাইনালে উঠেছে ভারত ও নিউজিল্যান্ড। পরবর্তী ম্যাচে অস্ট্রেলিয়া ও আফগানিস্তান মুখোমুখি হবে লাহোরে। তবে পাকিস্তান ও বাংলাদেশের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা এখানেই শেষ।

এই পরিণতি দুই দলের ভবিষ্যৎ পরিকল্পনার জন্য বড় প্রশ্ন তুলবে, বিশেষ করে পাকিস্তান দলের জন্য, যেখানে নেতৃত্ব ও কৌশলগত সিদ্ধান্ত নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। অন্যদিকে, বাংলাদেশকেও নিজেদের শক্তি ও দুর্বলতাগুলো বিশ্লেষণ করে সামনের প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিন কার্ডধারীদের জন্য নতুন কড়া সতর্কতা যুক্তরাষ্ট্রের

ভারত-পাকিস্তান উত্তেজনায় অবস্থান স্পষ্ট করলে চীন

সীমিত পরিসরে ইলিশ বেচাকেনা শুরু

ধান শুকানোকে কেন্দ্র করে ভাইকে খুন

ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান বিলাওয়াল ভুট্টোর

‘নিজেরাই ফ্যাসিস্ট হয়ে উঠছি কিনা, খেয়াল রাখতে হবে’

সাবেক এমপি শেখ সুজাতের ওপর হামলা

পাগলিটা মা হয়েছে, বাবা হয়নি কেউ

৩৬৩ জনকে নিয়োগ দেবে ইসলামিক ফাউন্ডেশন

বগুড়ায় সাংবাদিককে বেধড়ক মারধর

১০

সবার আগে বাংলাদেশ, এটিই হবে আমাদের একমাত্র লক্ষ্য : তারেক রহমান 

১১

ইসরায়েলে দাবানল নিয়ন্ত্রণে ফায়ারফাইটারদের লড়াই, দেখুন ছবিতে

১২

জ্বলছে ইসরায়েল, সহায়তার প্রস্তাব ফিলিস্তিনি কর্তৃপক্ষের

১৩

লেবাননে ইসরায়েলের ড্রোন হামলা

১৪

ভারতে পাকিস্তানি শিল্পীদের এখন আর খুঁজে পাওয়া যাবে না

১৫

নারীদের কাজ নিয়ে যে প্রতিশ্রুতি দিলেন জামায়াত আমির

১৬

হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

১৭

নুসরাতের কঠিন জবাব 

১৮

‘ভারতের সাত রাজ্য দখল’ নিয়ে ফজলুর রহমানের মন্তব্যে সরকার একমত না

১৯

চলমান উত্তেজনা নিয়ে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ভারত-পাকিস্তানের আলাপ

২০
X