শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১ আশ্বিন ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫০ পিএম
অনলাইন সংস্করণ

বৃষ্টির কারণে পরিত্যক্ত পাকিস্তান-বাংলাদেশ ম্যাচ

রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের অবস্থা। ছবি : সংগৃহীত
রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের অবস্থা। ছবি : সংগৃহীত

বৃষ্টির করুণ পরিণতি—পাকিস্তান ও বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ অভিযান শেষ হলো এক অপ্রত্যাশিত নোটে। রাওয়ালপিন্ডিতে নির্ধারিত দুই দলের ম্যাচটি এক বলও না গড়িয়ে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। এই ম্যাচের ফলাফলের ওপর গ্রুপ ‘এ’-এর সেমিফাইনাল নির্ধারণের কোনো প্রভাব না থাকলেও, দুই দলই অন্তত একটি করে পয়েন্ট অর্জন করলো।

দুপুরের পর থেকেই রাওয়ালপিন্ডিতে মেঘাচ্ছন্ন আকাশ এবং বৃষ্টির উপস্থিতি টের পাওয়া যাচ্ছিল। মাঠ পুরোপুরি ঢেকে রাখা হলেও, বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটার দিকে ম্যাচ অফিসিয়ালরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন—বৃষ্টির কারণে খেলা সম্ভব নয়। এমনকি মাঠ শুকানোর কাজেরও কোনো সুযোগ ছিল না, কারণ বৃষ্টি থামার নামই নিচ্ছিল না।

এই ম্যাচের মধ্য দিয়ে পাকিস্তান ও বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি যাত্রা শেষ হলো হতাশাজনকভাবে। টুর্নামেন্টের শুরু থেকেই দুই দল ছন্দ খুঁজে পেতে ব্যর্থ হয়েছিল। বিশেষ করে পাকিস্তান, যারা হাই-প্রোফাইল দল হলেও নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারেনি। পাকিস্তানের সহকারী কোচ আজহার মাহমুদ স্বীকার করেছেন, ‘আমরা টুর্নামেন্টে ভালো খেলতে পারিনি। চোট-আঘাত ও টিম কম্বিনেশন নিয়ে বারবার পরিবর্তন করায় দল ছন্দ হারিয়েছে।’

অন্যদিকে, বাংলাদেশের জন্যও এই আসরটি ছিল হতাশার। দলটি ব্যাটিং-বোলিংয়ে ধারাবাহিকতা দেখাতে পারেনি, ফলে কোনো ম্যাচেই কাঙ্ক্ষিত ফলাফল আসেনি। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় অন্তত এক পয়েন্ট পাওয়া গেলেও, এটি তাদের সামগ্রিক পারফরম্যান্সের কোনো সান্ত্বনা দিতে পারছে না।

এদিকে, গ্রুপ ‘এ’ থেকে সেমিফাইনালে উঠেছে ভারত ও নিউজিল্যান্ড। পরবর্তী ম্যাচে অস্ট্রেলিয়া ও আফগানিস্তান মুখোমুখি হবে লাহোরে। তবে পাকিস্তান ও বাংলাদেশের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা এখানেই শেষ।

এই পরিণতি দুই দলের ভবিষ্যৎ পরিকল্পনার জন্য বড় প্রশ্ন তুলবে, বিশেষ করে পাকিস্তান দলের জন্য, যেখানে নেতৃত্ব ও কৌশলগত সিদ্ধান্ত নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। অন্যদিকে, বাংলাদেশকেও নিজেদের শক্তি ও দুর্বলতাগুলো বিশ্লেষণ করে সামনের প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের ফাইনালের স্বপ্ন গুঁড়িয়ে দিল পাকিস্তান

বাসাপ্রতি ১০০ টাকার বেশি বর্জ্য চার্জ নেওয়া যাবে না : ডিএসসিসির প্রশাসক

গাজীপুরে ঝুট গুদামে ভয়াবহ আগুন

ছাত্রীদের ‘আপত্তিকর’ প্রস্তাব দেওয়া সেই অধ্যক্ষকে ওএসডি

যুক্তরাষ্ট্রের ৬ কোম্পানির ওপর চীনের বড় পদক্ষেপ

একদিনে ৭০ নতুন কমিটি দিল ছাত্রদল, ৩টি বিলুপ্ত

শুরুতেই হোঁচট খেয়ে চাপে বাংলাদেশ

উচ্চতর কমিটির সাদাপাথর পরিদর্শন, সিলেটে পর্যটন নিয়ে মহাপরিকল্পনা

রাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ স্থগিত, ক্লাসে ফেরার ঘোষণা জাতীয়তাবাদী শিক্ষকদের

হাইকোর্টে রিট করলেন ১৭ বিয়ে করা সেই বন কর্মকর্তা

১০

সরানো হলো রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহীকে 

১১

ব্যালট পেপার ইস্যুর জবাব দিল ডাকসু নির্বাচন কমিশন

১২

রায়পুরায় কৃষক দলের নতুন কমিটি গঠন

১৩

নীলক্ষেতে ব্যালট ছাপার অভিযোগ তদন্ত করছে কমিশন

১৪

‘হেই থাক্কাইকা বাজারে আইতারি না, ঘরবৈঠক আমি’

১৫

ফার্মাসিস্ট দিবস উপলক্ষে আইএইচটিতে র‍্যালি ও আলোচনা সভা

১৬

ইউএনডিপি প্রতিনিধিদের সঙ্গে প্রধান বিচারপতির বরিশাল আদালত পরিদর্শন

১৭

শজিমেক ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা

১৮

ছাত্রদল নেতা ইমরান মিথুনের মানবিক উদ্যোগ

১৯

অশান্তির আগুন নেভাতে হাতপাখার বাতাস লাগবে : চরমোনাই পীর

২০
X