স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫, ০৬:৩৮ পিএম
আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ০৬:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

হৃদয়কে আবার শাস্তি দেওয়ার সিদ্ধান্তকে হাস্যকর বললেন তামিম

হৃদয় ইস্যু নিয়ে মুখ খুললেন তামিম। ছবি : সংগৃহীত
হৃদয় ইস্যু নিয়ে মুখ খুললেন তামিম। ছবি : সংগৃহীত

তাওহীদ হৃদয়ের ওপর শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে বিতর্ক যেন শেষেই হচ্ছে না। এবারের বিতর্কে সরব হয়েছেন হার্ট অ্যাটাকের আগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক থাকা তামিম ইকবালসহ আরও কয়েকজন সিনিয়র ক্রিকেটার।

শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে মিরপুর একাডেমি ভবনে ক্রিকেটারদের মধ্যে দীর্ঘ সময় আলোচনা হয়। আলোচনার নেতৃত্বে ছিলেন তামিম ইকবাল। এরপর ক্রিকেটারদের একটি প্রতিনিধি দল বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন বোর্ডের দুই পরিচালক—ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম ও আম্পায়ার্স ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তামিম বলেন, ‘প্রথম কথা হলো তাওহীদ হৃদয়ের ইস্যুটা। ওর সঙ্গে মাঠে একটা ইনসিডেন্ট হয়, তারপর ওকে দু’ম্যাচের জন্য সাসপেন্ড করা হয়। তখন কেউই কিছু বলেনি—আম্পায়ার আর ম্যাচ রেফারির সিদ্ধান্ত মেনে নিয়েছি। হ্যাঁ, মনে হয়েছে কঠোর সিদ্ধান্ত, কিন্তু সবাই চুপ ছিলাম।"

তিনি আরও যোগ করেন,

‘পরে দেখি শাস্তি দুই ম্যাচ থেকে এক ম্যাচে নামিয়ে আনা হলো, তখনো কেউ কিছু বলেনি। তারপর হৃদয় একটা ম্যাচ না খেলে দুই ম্যাচ খেলেছে—যেটা বোঝায় ও তার শাস্তি ভোগ করেছে। কিন্তু কাল শুনলাম, তাকে আবার নিষিদ্ধ করা হয়েছে! এটা কোন নিয়মে সম্ভব? একজন খেলোয়াড় যিনি সাসপেন্ড হয়ে খেলার অনুমতি পেয়েছেন, তাকে আবার শাস্তি দেওয়া কি যুক্তিসঙ্গত?’

তামিম পুরো ঘটনাটিকে "হাস্যকর" বলে অভিহিত করেন এবং বলেন, ‘এটা আমাদের জন্য চিন্তার বিষয় ছিল। আমরা বিষয়টা বোর্ড সভাপতিকে জানিয়েছি। বলেছি, এটা কোনোভাবে হয় না। শাস্তি যদি দুই ম্যাচই হতো, সেটা আমরা মেনে নিতাম। কিন্তু খেলিয়ে আবার শাস্তি দেওয়া? আমরা অনুরোধ করেছি দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য, যেহেতু কালকেই খেলা।’

এই প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘মোহামেডান (হৃদয় যে ক্লাবে খেলে) থেকে চাপ ছিল কিনা সেটা গুরুত্বপূর্ণ না—প্রশ্ন হলো, বিসিবি তাকে খেলতে দিয়েছে। যদি তাই হয়, তাহলে আবার একই ঘটনায় কিভাবে শাস্তি দেওয়া হয়? আমরা আমাদের দিকটা পরিষ্কারভাবে বোঝাতে চেষ্টা করেছি। এখন তারা বোর্ডের সিদ্ধান্ত জানাবে।’

তামিম জানান, সাম্প্রতিক কয়েক মাসের নানা ঘটনার পুঞ্জিভূত হতাশা থেকেই ক্রিকেটাররা এক হয়েছেন এবং সবাই মিলে সভাপতির সঙ্গে আলোচনায় বসেছেন। তাদের চাওয়া, নিয়মের স্বচ্ছতা এবং সিদ্ধান্তে একরূপতা নিশ্চিত হোক।

সবশেষে তামিম আশাবাদ ব্যক্ত করেন, খুব শিগগিরই বোর্ড এ বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত জানাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাদের কাছে ক্ষমা চাইলেন শ্রদ্ধা কাপুর!

বেড়িবাঁধের পাশে পড়ে ছিল বৃদ্ধের মরদেহ

স্বামী-স্ত্রী মিলে যাত্রী, সিগারেট খাইয়ে ইজিবাইক ছিনতাই

সাংবাদিকের কাছে চাঁদা দাবি, সন্ত্রাসী জনির বিরুদ্ধে মামলা 

সব সময় হাত-পা কেন ঘামে, কঠিন কোনো রোগের লক্ষণ নয় তো ?

ত্রিভুজ প্রেমের বলি ডা. আমিরুল

সেই আলী হুসেনকে ঢাবি থেকে বহিষ্কার

জাবি ছাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ায় ২৮ বাস আটক

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

অভিষেকের সঙ্গে প্রেম, বাগদান নিয়ে কারিশমার স্বীকারোক্তি

১০

সন্ধ্যার মধ্যে ঝড়বৃষ্টির আভাস

১১

ভোটের আগে তদবিরের পাহাড়

১২

সঞ্জয় লীলার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

১৩

মালয়েশিয়ায় নারীসহ ৩৯৬ বাংলাদেশি আটক

১৪

শরতের আকাশজুড়ে সাদা মেঘের ভেলা

১৫

বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত নিযুক্ত হতে যাওয়া কে এই ব্রেন্ট

১৬

আ.লীগ নেতাকর্মীদের নিয়ে সভা, সিপিপির সেই উপপরিচালককে বদলি

১৭

ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল ট্রাক, নিহত ২

১৮

রুমায় কেএনএর প্রশিক্ষণ ঘাঁটিতে সেনাবাহিনীর অভিযান, অস্ত্র উদ্ধার

১৯

৩ মাসের শিশুকে নদীতে ফেলে দিয়ে বাসায় আসেন মা

২০
X