স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ১০:২৮ পিএম
অনলাইন সংস্করণ

জয়ের পরও শান্তর মুখে হতাশা

ট্রফি হাতে শান্ত ও ক্রেইগ আরভিন। ছবি : সংগৃহীত
ট্রফি হাতে শান্ত ও ক্রেইগ আরভিন। ছবি : সংগৃহীত

চট্টগ্রামে ইনিংস ব্যবধানে জিতে সিরিজে সমতা—দেখতে যতটা দারুণ, বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কিন্তু সন্তুষ্ট নন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুখে হাসি ছিল, তবে কণ্ঠে ছিল আত্মসমালোচনার সুর। তার কথায় পরিষ্কার, একটি ম্যাচ জিতে সব ভুল ধুয়ে যায় না। বরং এই জয়টাই মনে করিয়ে দিচ্ছে, পুরো সিরিজটাই জেতা সম্ভব ছিল।

‘আমি আসলে খুব বেশি খুশি না,’ সরাসরি বললেন শান্ত। ‘এই সিরিজটা আমাদের জেতা উচিত ছিল। আমরা প্রথম ম্যাচে একদমই ভালো খেলিনি। কামব্যাকটা হয়েছে, কিন্তু প্রথম ম্যাচের ব্যর্থতা ভুলে যাওয়া যাবে না।’

তবে হতাশার ভেতরেও শান্তর চোখে ছিল কিছু প্রাপ্তির ঝলক। বিশেষভাবে প্রশংসা করলেন ওপেনার সাদমান ইসলাম ও এনামুল হক বিজয়ের, যারা অনেকদিন পর জাতীয় দলে ফিরে দলকে ভালো শুরু এনে দেন। তাইজুল ইসলামের স্পিন জাদু এবং প্রথম ইনিংসে তানজিম সাকিবের দায়িত্বশীল ব্যাটিং নিয়েও উচ্ছ্বাস ঝরেছে অধিনায়কের কণ্ঠে।

‘সাকিবের ব্যাটিংটা আজকে অনেক ভালো লেগেছে,’ বললেন শান্ত। ‘তাইজুল ভাই অতীতে অনেক বল ফেস করেছেন, এবারও দেখিয়েছেন ব্যাট হাতে অবদান রাখা যায়। আর স্পিন কোচ সোহেল স্যারের অবদান অনেক।’

মিরাজের পারফরম্যান্স নিয়েও প্রশংসা করেছেন শান্ত। তবে তাকে আরও ওপরে ব্যাট করানো নিয়ে প্রশ্ন উঠলে শান্ত বলেন, ‘ওর বোলিংই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ৪-৫ নম্বরে খেলাটা চ্যালেঞ্জিং, তাই ৬-৭ এ যেভাবে খেলছে, সেটাই দলের জন্য সেরা।’

শেষ দিকে লোয়ার অর্ডারের ব্যাটিং ও স্পিনারদের ধারাবাহিক পারফরম্যান্সেও তৃপ্ত শান্ত, কিন্তু ব্যাটিং ইউনিট নিয়ে রয়ে গেছে হতাশা। ‘স্কোরবোর্ডে সবাই যদি ৪০-৪০ করে আর কেউ ১০০ না করে, সেটা দলের জন্য ভালো না। মুশফিক ভাই বা আমি রান করিনি, সেটার চেয়ে বড় বিষয় হলো কেউ বড় ইনিংস খেলতে পারেনি। ভবিষ্যতে চাইবো কেউ যেন ১৫০ বা ২০০ করে।’

সিরিজের পরই সামনে শ্রীলঙ্কা সফর। শান্তর চোখ এখন সেখানেই। ‘শ্রীলঙ্কায় উইকেট ভালো থাকে। চাইবো টপ অর্ডার বড় ইনিংস খেলুক। লম্বা ইনিংস খেলতে হবে, শুধু ৪০-৫০ নয়।’

জয়ের পরও শান্তর কণ্ঠে এই আত্মসমালোচনা হয়তো প্রমাণ করে, বাংলাদেশ টেস্ট দল শুধু জিততেই চায় না—ধীরে ধীরে গড়তে চাইছে এক ‘মান’ যার সঙ্গে মিলবে ধারাবাহিকতা, দৃঢ়তা আর গভীরতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ থেকে দেশের ইতিহাসের সর্বোচ্চ দামে স্বর্ণ বিক্রি শুরু

গলতে গলতে পুরোপুরি বরফশূন্য হয়ে পড়ছে ভেনেজুয়েলা

অপরাধী গ্রেপ্তার না হওয়ায় রহুল কবির রিজভীর ক্ষোভ

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

কূটনৈতিক সাংবাদিকতা পররাষ্ট্রনীতিকে শক্তিশালী করছে : পররাষ্ট্র সচিব

রাষ্ট্র গভীর সংকটে, উদ্ধার করতে পারে একমাত্র বিএনপি : ঢাকা-১০ আসনের প্রার্থী

ফয়সালের দেশের বাইরে চলে যাওয়ার তথ্যের বিষয়ে যা বলছে পুলিশ

দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জোনায়েদ সাকির

জকসু নির্বাচন সামনে রেখে উচ্চপর্যায়ের সভা ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

কোটি মানুষের সংবর্ধনায় তারেক রহমানকে বরণ করা হবে : ইশরাক

১০

তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে যুবদলের ‘স্বাগত মিছিল’

১১

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর / লাগেজ হ্যান্ডলিংয়ের স্বচ্ছতায় কর্মীদের শরীরে ক্যামেরা

১২

ঢাকা-১৬ আসনে মনোনয়ন ফরম নিলেন এনপিপির প্রার্থী সুমন

১৩

সংবাদমাধ্যমে হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

১৪

দীপু দাসের লাশকে ঝুলিয়ে পোড়ানোর ঘটনা আতঙ্ক তৈরি করেছে : সাইফুল হক

১৫

এথিকাল মাইগ্রেশনে সার্বিয়ায় ১১ কর্মী পাঠালো এশিয়া কন্টিনেন্টাল

১৬

একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে : যুবদলের সভাপতি

১৭

ফয়সাল ও সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার লেনদেন

১৮

যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলার কোনো বিকল্প নেই : মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

১৯

অস্ত্রের লাইসেন্স নবায়ন করতে গিয়ে গ্রেপ্তার সাবেক মেয়র

২০
X