স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ মে ২০২৫, ০৯:২২ পিএম
অনলাইন সংস্করণ

নেতৃত্বে মেহেদী, স্কোয়াডেই নেই মিরাজ—বিসিবির ব্যাখ্যায় চমক

মেহেদী হাসান মিরাজ (বাঁয়ে) ও শেখ মেহেদী (ডানে)। ছবি : সংগৃহীত
মেহেদী হাসান মিরাজ (বাঁয়ে) ও শেখ মেহেদী (ডানে)। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি সিরিজের জন্য লিটন দাসকে অধিনায়ক করা হবে—এই গুঞ্জন আগে থেকেই ছিল। অধিনায়ক হিসেবে যেখানে লিটন দাসের নাম অনুমিতই ছিল, তবে সহ-অধিনায়ক হিসেবে শেখ মেহেদী হাসানকে বেছে নেওয়ার সিদ্ধান্ত বিস্ময়ের জন্ম দিয়েছে ক্রিকেট মহলে। কারণ, ঘরোয়া ক্রিকেটে কখনো নেতৃত্বের অভিজ্ঞতা না থাকা এই অলরাউন্ডারকে হঠাৎ এমন গুরুদায়িত্বে আনা হয়েছে—যা বিসিবির ভবিষ্যৎ পরিকল্পনারই ইঙ্গিত দিচ্ছে।

আর এই পুরো প্রেক্ষাপটেই সবচেয়ে বড় প্রশ্ন—মেহেদী যখন দলে জায়গা পান, সেখানে নিয়মিত পারফর্মার মেহেদী হাসান মিরাজ কেন স্কোয়াডেই নেই?

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যাখ্যায় উঠে এসেছে, এই সিদ্ধান্ত এক সিরিজের জন্য পরীক্ষামূলক। বোর্ড একাধিক ক্রিকেটারকে নেতৃত্বের সম্ভাব্যতা যাচাই করে দেখতে চায়। শেখ মেহেদীকে বেছে নেওয়ার পেছনে তার ধারাবাহিক পারফরম্যান্স ও পরিস্থিতি অনুধাবনের ক্ষমতাকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। নির্বাচকদের মতে, বর্তমান স্কোয়াডে অভিজ্ঞতা কম, আর শেখ মেহেদী এই সংস্করণে স্বাভাবিক পছন্দ হিসেবেই উঠে এসেছেন।

অন্যদিকে, মিরাজকে না রাখার পেছনে বোর্ডের যুক্তি—চার ওভারের স্পেলে কার্যকারিতা বিবেচনায় মেহেদী এখন বেশি উপযোগী। তবে এটা স্থায়ী নয় বলেও ইঙ্গিত মিলেছে, কারণ মিরাজ টেস্ট ও ওয়ানডেতে দলের গুরুত্বপূর্ণ অংশ এবং ভবিষ্যতে টি-টোয়েন্টিতেও ফিরে আসার সুযোগ রয়েছে।

নেতৃত্বের লড়াইয়ে মিরাজ পিছিয়ে থাকার আরেকটি কারণ—স্কোয়াডেই না থাকা। তাসকিন আহমেদের ইনজুরি ও বিশ্রামের চাহিদা, অন্যদিকে সম্ভাব্য কোনো নেতৃত্ব উপযুক্ত নামের অনুপস্থিতি লিটনকে স্বাভাবিকভাবেই অধিনায়কত্বে পৌঁছে দিয়েছে। বোর্ড মনে করছে, টেকনিক্যাল দিক দিয়ে মজবুত ক্রিকেটারদের নেতৃত্ব দেওয়ার দক্ষতাও বেশি হয়, আর লিটনের মধ্যে সেই সম্ভাবনা আছে।

লিটন তিন নম্বরে ব্যাট করবেন—এই সিদ্ধান্তও নেওয়া হয়েছে তার অধিনায়কত্বের ভার সামলানো সহজ করতে। বোর্ডের বিশ্বাস, নিজেকে ব্যাট হাতে মেলে ধরতে পারলেই নেতৃত্বেও ধারাবাহিক হবেন তিনি।

এদিকে, টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে অধিনায়কত্বে বড় কোনো পরিবর্তন আসছে না বলেই আভাস মিলেছে। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে নেতৃত্বের নাম ঘোষণা করা হবে বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুবিনের মৃত্যুর রহস্য ঘিরে ধোঁয়াশা, সরকারের কাছে যে আবেদন জানালেন পাপন

পূজার ডিউটি শেষে বাড়ি ফেরার পথে ভিডিপি সদস্য খুন

আবারও ম্যানইউর ভরাডুবি

ভারতে থালাপতি বিজয়ের সমাবেশে বহু হতাহতের শঙ্কা

সেই বৃদ্ধের চুল-দাড়ি কাটার ঘটনায় মামলা

নির্বাচনী সংলাপ শুরু হচ্ছে রোববার

চট্টগ্রামে লোহার ডিপোতে বিস্ফোরণ, দগ্ধ ৮

টানা ৩ দফা বেড়ে কমলো স্বর্ণের দাম

রাষ্ট্র পরিচালনায় জামায়াত আমিরের ৩ প্রতিশ্রুতি

বিস্কুটে ছোট ছোট ছিদ্র থাকে কেন? অবাক করা কারণ জেনে নিন

১০

দুই জেলার নামে হচ্ছে নতুন বিভাগ, বাড়ছে উপজেলার সংখ্যাও

১১

বিসিবি নির্বাচনে মনোনয়ন নিলেন ৬০ প্রার্থী

১২

ঝাড়ু হাতে নিজেই রাস্তা পরিষ্কারে নামলেন ডিসি সারোয়ার

১৩

বিএনপি গণতন্ত্র ও মানুষের স্বার্থ রক্ষায় কাজ করে : মহসীন হোসাইন

১৪

এমসিসিআইর অনুষ্ঠানে পরামর্শক কমিটির সদস্য / ‘বিদ্বেষ’ থেকে এনবিআর ভাগ হলে ভয়ংকর পরিস্থিতি হবে

১৫

হঠাৎ ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য থেকে রাষ্ট্রদূতদের ডেকে পাঠালো ইরান

১৬

গণতান্ত্রিক শক্তি এক না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে : তারেক রহমান

১৭

কোটিপতি হওয়ায় রাগ করে নিজের কোম্পানি দান করে দেন উদ্যোক্তা!

১৮

মাসুমা রহমান নাবিলা ও ভিট বাংলাদেশের মধ্যে চুক্তি স্বাক্ষর

১৯

ইয়াবা বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে বন্ধুর হাতে খুন 

২০
X