জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ব্যাটে-বলে উজ্জ্বল ছিলেন মেহেদী হাসান মিরাজ। তার পুরস্কার মিলেছে আইসিসির অলরাউন্ডার র্যাঙ্কিংয়েও। প্রথমবারের মতো ক্যারিয়ারসেরা অবস্থানে জায়গা করে নিয়েছেন বাংলাদেশ অলরাউন্ডার। এ ছাড়াও র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন সাদমান ইসলাম, তাইজুল ইসলাম ও নাঈম হাসানরা। আজ প্রকাশিত আইসিসির সপ্তাহিক র্যাঙ্কিং হালনাগাদ থেকে এ তথ্য পাওয়া যায়।
সিরিজের তিন ইনিংসে ফাইফার ও একটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন মিরাজ। এতেই ৩২৭ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট অলরাউন্ডারদের তালিকার দ্বিতীয়স্থানে জায়গা করে নেন তিনি। দক্ষিণ আফ্রিকার পেস অলরাউন্ডার মার্কো ইয়ানসেনকে পেছনে ফেলেন বাংলাদেশ অলরাউন্ডার। তবে ৪০০ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। লম্বা সময় ধরে টেস্ট না খেলেও তালিকার পঞ্চমস্থানে আছেন সাকিব আল হাসান।
ব্যাটার হিসেবেও র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন মিরাজ। এক সেঞ্চুরিতে ৬ ধাপ এগিয়ে এখন ক্যারিয়ারসেরা ৫৫তম স্থানে আছেন তিনি, আগের সেরা ছিল ৬০। চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরি পাওয়া সাদমান ১৭ ধাপ এগিয়ে আছেন ৬০তম স্থানে। এ ছাড়াও ব্যাটারদের মধ্যে এক ধাপ করে উন্নতি হয়েছে মুমিনুল হক (৪৭তম) ও নাজমুল হোসেন শান্তর (৫২তম)। বোলারদের র্যাঙ্কিংয়ে মিরাজের এখন অবস্থান ২৪তম। আর চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া তাইজুল ৭ ধাপ এগিয়ে আছেন ১৬তম স্থানে, বাংলাদেশের বোলারদের মধ্যে যা এখন সর্বোচ্চ। তিন উইকেট নেওয়া নাঈম ৬ ধাপ এগিয়ে আছেন ৫৪তম স্থানে।
মন্তব্য করুন