স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ মে ২০২৫, ১১:৫১ এএম
অনলাইন সংস্করণ

ভাইরাল মন্তব্যের পর ক্ষমা চাইলেন রিশাদ

রিশাদ হোসেন। ছবি : সংগৃহীত
রিশাদ হোসেন। ছবি : সংগৃহীত

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) দিয়ে প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পা রাখেন রিশাদ হোসেন। লাহোর কালান্দার্সের জার্সিতে প্রথম মৌসুমেই বল হাতে নজর কাড়েন তিনি—মাত্র পাঁচ ম্যাচেই শিকার করেন ৯ উইকেট। তবে মাঠের সাফল্যের উল্টোচিত্র ফুটে উঠেছে তার সাম্প্রতিক এক মন্তব্যে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো সমালোচনার জন্ম দিয়েছে।

ভারত-পাকিস্তান সীমান্তে সামরিক উত্তেজনার কারণে হঠাৎ করেই বন্ধ হয়ে যায় পিএসএল। এরপর দুবাই হয়ে বাংলাদেশে ফেরেন রিশাদ। দুবাইয়ে পৌঁছেই এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে তিনি জানান, যুদ্ধ পরিস্থিতিতে বিদেশি ক্রিকেটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। উদাহরণ হিসেবে ড্যারিল মিচেল ও টম কারেনের নাম উল্লেখ করে বলেন, মিচেল নাকি তাকে জানিয়েছিলেন, আর কখনো পাকিস্তানে খেলতে আসবেন না, আর কারেন কান্নায় ভেঙে পড়েছিলেন—যাকে একাধিক সতীর্থ মিলে শান্ত করতে হয়েছিল।

এই মন্তব্য প্রকাশিত হওয়ার পর থেকেই শুরু হয় বিতর্ক। অনেকেই প্রশ্ন তোলেন, এমন সংবেদনশীল সময়ে সতীর্থদের ব্যক্তিগত প্রতিক্রিয়া এভাবে প্রকাশ করা কতটা যৌক্তিক। ব্যাপক আলোচনার পর বিষয়টি নিয়ে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন রিশাদ হোসেন।

নিজের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া বিবৃতিতে রিশাদ বলেন, ‘আমি জানতে পেরেছি আমার সাম্প্রতিক এক মন্তব্য ভুল ব্যাখ্যার জন্ম দিয়েছে এবং কিছু সংবাদমাধ্যম তা বিকৃতভাবে উপস্থাপন করেছে। দুবাই বিমানবন্দরে হঠাৎ করেই দেওয়া এক সাক্ষাৎকারে আমি আবেগপ্রবণ হয়ে কিছু কথা বলেছিলাম, যেটি পুরো প্রেক্ষাপটে না আসায় ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে।’

তিনি আরও লেখেন, ‘আমি ড্যারিল মিচেল ও টম কারেনের প্রতি গভীর শ্রদ্ধাশীল। তাদের যে ভুল বার্তা গেছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং নিঃশর্ত ক্ষমা চেয়েছি। লাহোর কালান্দার্সের পরিবার হিসেবে আমরা একে অন্যের পাশে থাকি, এটাই আমাদের শক্তি।’

যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হওয়ায় পিএসএল ফের মাঠে গড়ানোর আশা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সব কিছু ঠিক থাকলে এক সপ্তাহের মধ্যেই আবার শুরু হতে পারে টুর্নামেন্টের বাকি অংশ। রিশাদ নিজেও অপেক্ষায় আছেন ফের মাঠে নামার। তার ভাষ্য, ‘পিএসএল ফের শুরু হলে আমি আমার দলে ফিরব। মাঠে ফেরার জন্য আমি পুরোপুরি প্রস্তুত।’

আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতা বাড়ানোর এই সুযোগে রিশাদ একদিকে যেমন নজর কেড়েছেন পারফরম্যান্সে, তেমনি শিখেছেন গুরুত্বপূর্ণ একটি শিক্ষা—মাঠের বাইরের কথাও কতটা সতর্কভাবে বলতে হয়। সময়ই বলবে, বিতর্কের এই অধ্যায় পেরিয়ে ভবিষ্যতে তিনি কেমনভাবে সামলে নেন নিজের ক্রিকেটযাত্রা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-ইসরায়েল যুদ্ধ থামাতে বললেন ট্রাম্প

ব্রিটিশ গুপ্তচর জাহাজকে আটকে দিল ইরান

কিছুক্ষণের মধ্যেই ইসরায়েলে বড় হামলা চালাবে ইরান

ইরানে ১ ঘণ্টায় ইসরায়েলের ১০টি যুদ্ধবিমান ভূপাতিত

ইরানের পর পাকিস্তান : নেতানিয়াহু

ইরানের গ্যাস ফিল্ডে ইসরায়েলের হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি

ট্রাম্পের বিরুদ্ধে ‘নো কিংস’ বিক্ষোভের ব্যাপক প্রস্তুতি

ইরান-ইসরায়েল বন্ধু থেকে যেভাবে চরম শত্রু হয়ে উঠল

সকালের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

যেভাবে বাংলাদেশ থেকে বিনামূল্যে দেখা যাবে ক্লাব বিশ্বকাপের খেলা

১০

কিশোরী মেয়ের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় পিটিয়ে হত্যা

১১

‘হিংস্র ইসরায়েল মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধ শুরু করেছে’

১২

আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে ইরান, আতঙ্কে ইসরায়েল

১৩

নতুন ভূমিকায় বিসিবিতে ফিরলেন হান্নান সরকার

১৪

ইসরায়েলের পক্ষে ভারতের অবস্থানের কড়া সমালোচনা প্রিয়াঙ্কা গান্ধীর

১৫

অপ্রতিরোধ্য ইরান, ইসরায়েলের কোনো ওষুধই কাজে আসছে না

১৬

হাতিরঝিলের পানি পরিশোধনে পদক্ষেপ নেওয়ার নির্দেশ রাজউক চেয়ারম্যানের

১৭

লর্ডসে শেষ হলো হ্যাজলউডের ‘অজেয়’ ফাইনালের রেকর্ড

১৮

অবৈধ পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : পরিবেশ উপদেষ্টা

১৯

সেতু ভেঙে খালে / চরম ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে দুপাড়ের হাজারো মানুষ

২০
X