রায়হান রাসেল
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ১১:৪৫ এএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ১১:৫০ এএম
অনলাইন সংস্করণ

ফাইনালের জুজু ভাঙবেন তো সাকিবরা?

সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

২০১২ থেকে ২০১৮ সাল। এই ৬ বছরে এশিয়া কাপে তিনবার ফাইনাল খেলেছে বাংলাদেশ। শিরোপা জয়ের আক্ষেপ থাকলেও মহাদেশীয় এই টুর্নামেন্টে নিজেদের শক্তিমত্তার জানান দিতে পারে লাল-সবুজের দল।

যদিও এশিয়ার শ্রেষ্ঠত্বের আসরে বাংলাদেশের প্রথম জয় পেতে সময় লেগেছিল ১৮ বছর। ১৯৮৪ সালে শুরু হয় এশিয়া কাপ। সেবার খেলা হয়নি বাংলাদেশের। তবে পরের আসরগুলোতে নিয়মিত অংশগ্রহণের মতো, হারের চিত্রটাও নিয়মিত ছিল।

প্রথম জয় পেতে বাংলাদেশকে খেলতে হয়েছে ১৬ ম্যাচ। অবশেষে ২০০৪ সালে হংকংকে হারিয়ে প্রথম জয়ের দেখা পায় টাইগাররা। সেই আসরে আরও পাঁচ ম্যাচ খেললেও জয়বঞ্চিত থাকে লাল-সবুজরা।

এরপর আবারও দীর্ঘপ্রতীক্ষা। এশিয়া কাপে দ্বিতীয় জয় পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে আরও চার বছর। ২০০৮ সালের আসরে টাইগারদের দ্বিতীয় শিকার দুর্বল দল সংযুক্ত আরব আমিরাত। অবশ্য ২০০৪ সালের মতো এবারও আর কোনো জয়ের দেখা পায়নি বাংলাদেশ।

পরের আসরেও ২০১০ সালে বাংলাদেশ ছিল জয়হীন। তবে ঘরের মাঠে ২০১২ সালে মহাদেশীয় এই আসরে মুশফিকুর রহিমের নেতৃত্বে নিজেদের নতুন করে আবিষ্কার করে বাংলাদেশ। সেবার শক্তিশালী দলগুলোতে বিপক্ষে চোখে চোখ রেখে কীভাবে লড়াই করতে হয়, তা ক্রিকেট বিশ্বকে দেখায় বাংলাদেশ।

সেবার প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারলেও গ্রুপপর্বে প্রথমে ভারত ও পরে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে খেলে বাংলাদেশ। যদিও শিরোপা জয়ের লড়াইয়ে পাকিস্তানের কাছে মাত্র দুরানে হেরে স্বপ্নভঙ্গ হয় টাইগারদের।

পরের আসরে হোঁচট খায় উড়তে থাকা বাংলাদেশ দল। সেই আসর ঘরের মাঠে হলেও এবার শতভাগ জয়বঞ্চিত ছিল মুশফিকের দল। চার ম্যাচের সবগুলো শেষ করে হারের তিক্তস্বাদ নিয়ে। গ্রুপপর্বে শেষ আবারও ফাইনালে খেলার স্বপ্ন।

পরের এশিয়া কাপের আসর হয় টি-টোয়েন্টি ফরম্যাটে। সেখানেও সবাইকে চমকে দেয় বাংলাদেশ। মাশরাফির নেতৃত্বে ২০১৬ সালের এই আসরে বাংলাদেশ প্রমাণ করে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটেও লাল-সবুজরা বেশ ভয়ংকর। তবে ফাইনালে লিখা হয়নি ভারত বধের মহাকাব্য।

পরের এশিয়া কাপের আসর বসে সংযুক্ত আরব আমিরাতে। ২০১৮ সালে মরুর বুকে এবার ঝড় তোলে লাল-সবুজেরা। মাশরাফির নেতৃত্বে আবারও ফাইনাল খেলে বাংলাদেশ। কিন্তু এবার পুড়তে হয় মাত্র ৩ উইকেটের আক্ষেপে।

২০২২ সালের এশিয়া কাপ ভুলে যেতে চাইবে বাংলাদেশ। টি-টোয়েন্টির ফরম্যাট হওয়ার এই আসর একেবারেই বাজে কাটে লাল সবুজদের। গ্রুপ পর্বে দুই ম্যাচের একটিতেও জয় পায়নি সাকিবের দল।

এবার ওয়ানডে ফরম্যাটের হবে এশিয়া কাপ। হাইব্রিড মডেলের এই আসর বসছে দুই দেশে। ৩০ আগস্ট পাকিস্তানের উদ্বোধনের পর বাংলাদেশের প্রথম ম্যাচ শ্রীলঙ্কায়। গ্রুপপর্বে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান।

দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে ওয়ানডে ফরম্যাটের নতুন অধিনায়ক সাকিব জানান ম্যাচ বাই ম্যাচ জয়ের কথা। আর পেসার তাসকিন আহমেদ স্বপ্ন দেখা, তিন ফাইনালে খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিরোপা জয়ের। এখন প্রশ্ন হচ্ছে ফাইনালে ব্যর্থতার ট্যাবু ভাঙতে পারবে তো বাংলাদেশ। নাকি আবারও শেষ পর্যন্ত হতাশই হবে সঙ্গী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটে ‘হ্যাঁ’ দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলবে : আলী রীয়াজ

‘১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে’

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ অনুমোদন

‘তারা আমাদের অভিভাবক, যেটা বলবে সেটাই করা উচিত’

মৌলভীবাজার জনসমাবেশের মঞ্চে তারেক রহমান

মাঝ আকাশে বৃদ্ধার সঙ্গে কিয়ারার দুর্ব্যবহার

পর্তুগালে রোনালদোর ভাস্কর্যে আগুন

একটি দল পাকিস্তানপন্থি হয়ে এখন বাংলাদেশ গড়তে চায় : মির্জা ফখরুল

বিএনপির থিম সং প্রকাশ অনুষ্ঠানে রোজিনা

৮ ইউএনওর বদলির আদেশ বাতিল

১০

বিএনপিতে যোগ দিলেন বৈষম্যবিরোধীর ২ শতাধিক নেতাকর্মী

১১

অবসরপ্রাপ্ত লে. কর্নেল কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দ  

১২

মৌলভীবাজারে তারেক রহমানের জনসভায় মানুষের ঢল

১৩

বিএনপি-জামায়াত সংঘর্ষ

১৪

জনগণের মতামতের ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার আমিনুলের

১৫

মানুষের অধিকার ও সেবার অঙ্গীকার করে রবিনের নির্বাচনী প্রচারণার শুরু

১৬

বাকি জীবন আপনাদের সঙ্গে থাকতে চাই : মিন্টু

১৭

মৌলভীবাজারে জনসমাবেশের উদ্দেশ্য তারেক রহমান

১৮

৩৩ যাত্রী নিয়ে উল্টে গেল বাস

১৯

পাকিস্তানি গণমাধ্যমের দাবি / বাংলাদেশ না গেলে পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করতে পারে

২০
X