মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে না পারলেও ঠিকই দ্বিতীয় ইনিংসে জ্বলে উঠল অধিনায়ক লিটনের ব্যাট। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের ইনজুরির কারণে এ ম্যাচে দেশের ১২তম অধিনায়ক হিসেবে অভিষেক হয় তার।
ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে নিজের প্রথম টেস্টে হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন এই উইকেটকিপার-ব্যাটার। মিরপুর শেরেবাংলায় মুশফিকুর রহিমের আউটের পর ব্যাটিংয়ে আসেন লিটন। অভিজ্ঞ মুমিনুল হককে নিয়ে গড়েন লম্বা জুটি। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে ৬০০ রানের লিড পার করে বাংলাদেশ।
দিনের তৃতীয় সেশনের শুরুতেই ৫০ রানের মাইলফলক স্পর্শ করেন লিটন। জহির খানকে প্যাডল সুইপে মারা চারে অর্ধশতক পূর্ণ করেন বাংলাদেশ অধিনায়ক। টেস্ট ক্যারিয়ারে এটি তার ১৬তম অর্ধশতক।
মন্তব্য করুন