স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ জুন ২০২৫, ১২:২৬ এএম
আপডেট : ০২ জুন ২০২৫, ১২:৫৮ এএম
অনলাইন সংস্করণ

পদ হারানোয় আইনি লড়াইয়ে ফারুক আহমেদ, হাইকোর্টে রিট

ফারুক আহমেদ । ছবি : সংগৃহীত
ফারুক আহমেদ । ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদ থেকে ফারুক আহমেদকে সরিয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। আর এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে রিট করেছেন বিসিবির সদ্য সাবেক সভাপতি ও সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। রোববার (১ জুন) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়।

ফারুকের পক্ষে রিটটি দায়ের করেন জ্যেষ্ঠ আইনজীবী মো. রুহুল কুদ্দুস। তিনি দেশের একটি গণমাধ্যমকে বলেন, ‘আমরা রিট করেছি। আগামীকাল সোমবার এ রিটের ওপর শুনানি হতে পারে।’

রিট আবেদনে বলা হয়েছে, ২৯ ও ৩০ মে জাতীয় ক্রীড়া পরিষদের নেওয়া সিদ্ধান্ত—ফারুক আহমেদের মনোনয়ন বাতিল এবং আমিনুল ইসলামকে বিসিবি পরিচালক হিসেবে নিয়োগ—আইনগত কর্তৃত্বের বাইরে। আদালতকে এ দুটি সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, সেই মর্মে রুল চাওয়া হয়েছে। পাশাপাশি রুল বিচারাধীন থাকা অবস্থায় ওই সিদ্ধান্তের কার্যকারিতা স্থগিতের আবেদনও করা হয়েছে।

রিটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং জাতীয় ক্রীড়া পরিষদের মোট পাঁচজনকে বিবাদী করা হয়েছে।

রিট দায়েরের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ফারুক আহমেদ বলেন, ‘আমি বিশ্বাস করি, অন্যায়ভাবে আমার মনোনয়ন বাতিল করা হয়েছে। বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল পর্যন্ত গড়ালে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হতো। কিন্তু আমরা এখন একটি নতুন বাংলাদেশে বাস করছি, যেখানে বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করছে। সেই আস্থা থেকেই আমি এই রিট করেছি।’

গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর, বিসিবির দুই পরিচালক জালাল ইউনুস ও সাজ্জাদুল আলমের স্থলাভিষিক্ত হন ফারুক আহমেদ ও নাজমূল আবেদীন। এরপর পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হন ফারুক।

কিন্তু চলতি বছর ২৯ মে হঠাৎ করে জাতীয় ক্রীড়া পরিষদ তার মনোনয়ন বাতিল করে। ৩০ মে নতুন করে বিসিবির পরিচালক মনোনীত করা হয় জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলামকে। এরই পরিপ্রেক্ষিতে শুরু হলো আইনি লড়াই।

এ রিটের ফলে বিসিবির নেতৃত্বে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। সদ্য দায়িত্ব পাওয়া আমিনুল ইসলাম ইতোমধ্যে ‘ট্রিপল সেঞ্চুরি’ পরিকল্পনার মাধ্যমে দেশের ক্রিকেটের কাঠামোগত উন্নয়নের ঘোষণা দিয়েছেন। অন্যদিকে, ফারুকের আইনি লড়াইয়েও ঝাঁজ রয়েছে—যা হয়তো বিসিবির ভবিষ্যৎ দিক নির্ধারণে বড় প্রভাব ফেলতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিমসহ বিসিবির নির্বাচন থেকে আরও সরে দাঁড়ালেন যারা

মো. বিল্লাল হোসেনের প্রথম গ্রন্থ ‘শৈশবের দুঃস্বপ্ন’ প্রকাশিত

ভিন্নরূপে ঐশ্বরিয়া

এই ৩ ফলের রসে স্বাভাবিকভাবে বাড়বে সন্তানের উচ্চতা

হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার অঙ্গীকার আনোয়ারুজ্জামান আনোয়ারের

বরিশালের স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহিনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ

স্বরাষ্ট্র উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান বৌদ্ধ সম্প্রদায়ের

ডাকযোগে আবেদন করুন মেট্রোরেলে

ইলিশ চুরির অভিযোগে হাত-পা বেঁধে ২ শিশুকে নির্যাতন

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর বিএনপি : আমিনুল হক

১০

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

১১

শক্তিশালী বৃষ্টিবলয়ের প্রভাব কয়দিন থাকবে, জানা গেল

১২

সরকারি চাকরিজীবীরা কবে থেকে পে-স্কেল পাবেন, জানালেন অর্থ উপদেষ্টা

১৩

দুর্গম পাহাড়ে বন্দি নারী-শিশুসহ ৮ জনকে উদ্ধার

১৪

জানালা খুলে ঘুমন্ত যুবককে গুলি করে হত্যা

১৫

১৫ বছর ধরে আলাদা থাকছেন গোবিন্দ-সুনীতা

১৬

বাজেট পাসে ব্যর্থ সিনেট / যুক্তরাষ্ট্রে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন

১৭

ঢাকাসহ ৮ জেলায় ভারী বৃষ্টির শঙ্কা

১৮

খাগড়াছড়ির সেই কিশোরীর ‘ধর্ষণের আলামত পাননি’ চিকিৎসক

১৯

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

২০
X