স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৫, ১২:৪৯ পিএম
আপডেট : ১৮ জুন ২০২৫, ১২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

গলে মুশফিক-লিটনের ব্যাটে বড় সংগ্রহের পথে টাইগাররা

শট খেলার পথে মুশফিক। ছবি : সংগৃহীত
শট খেলার পথে মুশফিক। ছবি : সংগৃহীত

গল টেস্টের প্রথম দিনের মতো দ্বিতীয় দিনের প্রথম সেশনেও একচেটিয়া আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ। আগের দিন যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই যেন শুরু করলেন মুশফিকুর রহিম। এবার সঙ্গে ছিলেন লিটন দাস। এই দুজনের ৭৪ রানের অপরাজিত জুটিতে লাঞ্চ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৮৩ রান, উইকেট হাতে এখনো ৬টি।

দিনের শুরুটা যদিও একটু ধাক্কা দিয়ে হয়। ব্যক্তিগত ১৪৮ রানে থেমে যান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ধৈর্য আর ধীর্ঘস্থায়ী ইনিংস খেলার পর এক অফ-স্পিড বলে মিড-অফে এই ম্যাচ দিয়ে অবসর নেওয়া ম্যাথুসকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তবে এরপর উইকেটে এসে সাবলীল ব্যাটিংয়ে রান বাড়ানোর কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছেন লিটন দাস।

মুশফিক শুরু থেকেই ছিলেন অনবদ্য। প্রথম দিনে দুর্দান্ত সেঞ্চুরির পর আজ সকালে এগিয়ে যাচ্ছেন দ্বিশতকের পথে। লাঞ্চের সময় তিনি অপরাজিত ১৪১ রানে। তার ২৭২ বলের ইনিংসে রয়েছে ৭টি চারের মার। অন্যদিকে লিটন খেলছেন ৪৩ রানে, খেলেছেন ৫৭ বল, হাঁকিয়েছেন চারটি চার এবং একটি ছয়।

এই জুটির শুরুটা কিন্তু খুব একটা সহজ ছিল না। মাত্র ৮ রানে লিটনের রানআউট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল একটি ভুল বোঝাবুঝিতে, কিন্তু থ্রো যাওয়া উচিত ছিল উইকেটকিপারের প্রান্তে, সেটি যায় উল্টো প্রান্তে। এরপর আবার ১৪ রানে থাকতে থারিন্দুর বলে মিডউইকেটে সহজ ক্যাচ ফেলেন পাথুম নিসাঙ্কা। সেই ওভারেই পরপর তিনটি বাউন্ডারি মেরে চাপ কমিয়ে নেন লিটন।

লঙ্কান বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন থারিন্দু রত্নায়েকে। ৩৯.২ ওভারে ১৫৮ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। একই উইকেট সংখ্যা আসিথা ফার্নান্দোরও, যিনি শান্ত ও এনামুল হককে ফিরিয়ে দেন। তবে স্পিনারদের তেমন সহায়তা দেয়নি উইকেট। প্রভাত জয়সুরিয়া ৪২ ওভার বল করে উইকেটহীন ১২৫ রান দিয়েছেন।

যদিও এই টেস্টে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ছিল নড়বড়ে। ৪৫ রানে ৩ উইকেট হারানো দলটি এখন ৩৮৩ রানে ৪ উইকেটে! শান্ত ও মুশফিকের ২৫০ রানের জুটি টেস্ট ইতিহাসে বাংলাদেশের অন্যতম বড় জুটি হিসেবে জায়গা করে নিচ্ছে।

যদিও বড় লিডের পথে এগোচ্ছে বাংলাদেশ, তবে আজকের সকালের সেশনেই লঙ্কানরা তৈরি করেছিল কিছু সুযোগ। সেই সুযোগগুলো কাজে লাগাতে না পারায় এখন চাপে পড়ছে স্বাগতিকরা। স্পিনারদের উইকেট থেকে সহায়তা না পাওয়ায় ব্যাটারদের জন্য কাজটা অনেক সহজ হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমির খানের গোপন সন্তান থাকার অভিযোগ ভাই ফয়সালের

জিপিএ-৫ পেয়েও কলেজ পায়নি ৫৭৬৫ জন

শিল্পাকে বিয়ে করতে কঠিন শর্ত মানেন রাজ

ভুটানকে হারিয়ে সাফে শুভ সূচনা বাংলাদেশের

৩১ দফার সমর্থনে বিএনপি নেতা ফয়সাল আলীমের গণসংযোগ ও পথসভা

ভারতে আ.লীগের রাজনৈতিক অফিস চালু নিয়ে কড়া অবস্থানে সরকার

সাতক্ষীরায় জেল পলাতক ১১ মামলার আসামি গ্রেপ্তার

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষিকাকে পুড়িয়ে মারার চেষ্টা স্কুলছাত্রের

শিল্টনের বিশ্বরেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন ব্রাজিলিয়ান গোলকিপার

ফিল্ম স্টাইলে ব্যবসায়ীর বসতঘরে গুলি

১০

জানা গেল দিল্লির মুখ্যমন্ত্রীকে চুলের মুঠি ধরে চড় মারার কারণ

১১

ঘরের ভেতর জামাকাপড় শুকাচ্ছেন? হতে পারে যেসব বিপদ

১২

ডিএমপির সাবেক এডিসি নাজমুল বরখাস্ত

১৩

বৈদেশিক কর্মসংস্থানের নতুন প্ল্যাটফর্ম উদ্বোধন

১৪

পাথরকাণ্ডে দুদকের তালিকায় সেই মোকাররিম

১৫

একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, দেখবেন যেভাবে

১৬

‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’ প্যানেলে সেই মাহিন সরকারসহ প্রার্থী হলেন যারা

১৭

জানা গেল আইসিসি র‍্যাঙ্কিং থেকে রোহিত-কোহলির নাম মুছে যাওয়ার কারণ

১৮

অনুমতি ছাড়া ছবি-ভিডিও ব্যবহার নিয়ে ক্ষুব্ধ প্রভা

১৯

অভিজ্ঞতা ছাড়াই অর্ধলাখের বেশি বেতনে চাকরির সুযোগ

২০
X