শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪৯ পিএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ভেস্তে যেতে পারে ভারত-পাকিস্তান মহারণ!

আর মাত্র এক দিন তারপরই মাঠে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। রোহিত শর্মা ও বাবর আজমদের লড়াই দেখতে উদগ্রীব ক্রিকেটভক্তরা। তবে ভক্তদের এই ম্যাচ ঘিরে উত্তেজনায় বাধ সাধতে পারে বৃষ্টি। কারণ ম্যাচের দিন শ্রীলঙ্কার ক্যান্ডিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৯০ শতাংশ।

শনিবার ক্যান্ডির পাল্লেকেলে ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ভারত ও পাকিস্তানের মধ্যকার এশিয়া কাপের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচে বৃষ্টির বড় হুমকি রয়েছে। শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলে আগামী কয়েকদিনে ভারী বৃষ্টিপাত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এসিসি) এ সম্পর্কে আগেই জানিয়েছিল শ্রীলংকার ক্রিকেট বোর্ড এবং যার ফলস্বরূপ ডাম্বুলাকে ক্যান্ডির জায়গায় বিকল্প ভেন্যু হিসেবে প্রস্তাব করা হয়েছিল।

তবে, ভারত তা মেনে না নেওয়ায় পরবর্তী কয়েকটি ম্যাচ পাকিস্তান এবং নেপালের বিরুদ্ধে শনিবার এবং সোমবার ক্যান্ডিতে অনুষ্ঠিত হবে। যুক্তরাজ্যভিত্তিক আবহাওয়া অফিসের মতে ভারত বনাম পাকিস্তানের মধ্যকার মহারণে ক্যান্ডিতে বৃষ্টির সম্ভাবনা বর্তমানে প্রায় ৯০ শতাংশ। বৃষ্টি ৩টায় (ম্যাচ শুরুর আধা ঘণ্টা আগে) আসবে বলে আশা করা হচ্ছে যা টস এবং শেষ পর্যন্ত ম্যাচটিকেও বিলম্বিত করতে পারে।

শনিবার সন্ধ্যা ৬টা নাগাদ যদিও বৃষ্টিপাতের সম্ভাবনা ৬০ শতাংশে নেমে আসবে বলে ধারণা করা হচ্ছে তবুও ম্যাচটি পরে মাঠে গড়াবে কি না সেই সম্পর্কে সন্দেহ থেকেই যাচ্ছে। শ্রীলঙ্কার আবহাওয়া বিভাগও আগামী কয়েক দিন দেশের বিভিন্ন প্রদেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। যেখানে ম্যাচটি অনুষ্ঠিত হবে অর্থাৎ ক্যান্ডি সেন্ট্রাল প্রদেশের অধীনে আসবে, সেখানে শুক্র ও শনিবার ভারী বৃষ্টি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

পশ্চিম, সাবারাগামুওয়া, মধ্য ও উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ এবং গালে এবং মাতারা জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত হবে, আবহাওয়া বিভাগ বুধবার শ্রীলঙ্কার সংবাদমাধ্যমগুলোর জন্য বুলেটিনে বলেছে। পশ্চিম এবং সাবারাগামুওয়া প্রদেশের কিছু জায়গায় এবং গালে এবং মাতারা জেলায় ৭৫ মিমির উপরে মোটামুটি ভারী বর্ষণ আশা করা যেতে পারে।

ভারত এবং পাকিস্তান এই পর্যন্ত ১৩২টি একদিনের ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে যেখানে ভারত ৫৫টি ম্যাচ জিতেছে এবং পাকিস্তান ৭৩টি ম্যাচ জিতেছে। এসব ম্যাচের মধ্যে এখন পর্যন্ত মাত্র ৪টি ম্যাচ ফলাফলবিহীন শেষ হয়েছে। তবে ভাগ্য খারাপ হলে আগামীকালের ম্যাচ হতে পারে পঞ্চম ফলাফলবিহীন ম্যাচ।

এরই মধ্যে এবারের আসরে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার উদ্বোধনী দিনে ‘এ’ গ্রুপের ম্যাচে নেপালকে ২৩৮ রানে হারায় পাকিস্তান। বৃহস্পতিবার ‘বি’ গ্রুপের খেলায় বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিটার্নিং কর্মকর্তার কাছে বিএনপি নেতার আবেদন

এশিয়ার সর্বপ্রথম মেডিকেল অ্যানাটমি লার্নিং অ্যাপ ভার্চুকেয়ারের উদ্বোধন করলেন সাকিফ শামীম

ছাত্রদল ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির আঁতুড়ঘর : মান্নান

মনোনয়নপত্র নিয়ে যে বার্তা দিলেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল

গাইবান্ধায় ১৪৪ ধারা জারি

খালেদা জিয়া কখনো জোর করে ক্ষমতায় থাকেননি : খায়রুল কবির

জামায়াতের প্রার্থীকে শোকজ

সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে : সেলিমুজ্জামান

নির্বাচন সুষ্ঠু হবে কি না, সন্দেহ রয়ে গেছে : মঞ্জু

ঢাবির ৪ শিক্ষককে স্থায়ী বহিষ্কারের জন্য চার্জ গঠন

১০

নবম পে-স্কেলে সর্বোচ্চ বেতন নিয়ে যা জানাল কমিশন

১১

ইউজিসি কর্মচারী ইউনিয়নের নতুন কমিটির অভিষেক

১২

গ্যাস যেন সোনার হরিণ, এলপিজি সংকটে নাভিশ্বাস

১৩

খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের বহ্নিশিখা : কবীর ভূঁইয়া

১৪

মুসাব্বির হত্যা নিয়ে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া

১৫

ছাত্রলীগ পুনর্বাসিত হচ্ছে শিবিরের দ্বারা : ডা. আউয়াল

১৬

আইসিসিকে পাঠানোর বিসিবির নতুন চিঠিতে যা আছে

১৭

জবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার

১৮

মুদ্রা ছাপাতে প্রতি বছর ব্যয় ২০ হাজার কোটি টাকা : গভর্নর

১৯

পাকিস্তান থেকে জেএফ-১৭ কিনছে সৌদি আরব

২০
X