শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ১২:১৭ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৫, ১২:২০ পিএম
অনলাইন সংস্করণ

টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট দল । ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দল । ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কা সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজে পরাজয়ের পর এবার টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ানোর মিশনে নামছে বাংলাদেশ দল। তিন ম্যাচের এই সিরিজের প্রথমটি মাঠে গড়াবে আজ পাল্লেকেলেতে। আর এই ম্যাচ দিয়েই নতুন করে শুরু করতে চায় লাল-সবুজের প্রতিনিধিরা।

সফরের প্রথম দুটি সিরিজে জয় না পাওয়ায় মানসিকভাবে কিছুটা চাপে থাকলেও দলীয়ভাবে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ। টি-টোয়েন্টি ক্রিকেটের চ্যালেঞ্জ আলাদা, আর এখানেই নিজেদের নতুন করে প্রমাণ করতে চান লিটন দাসরা।

টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্বে থাকা লিটন দাস আশাবাদী। তার মতে, প্রতিটি ফরম্যাটের চাহিদা আলাদা।

‘টেস্ট ও ওয়ানডে ভিন্ন, টি-টোয়েন্টি একেবারেই আলাদা সংস্করণ। আমরা জানি, কীভাবে এই ফরম্যাটে খেলতে হয়। সেভাবেই চেষ্টা করব আমরা।’

তবে মাঠের বাস্তবতা বলছে ভিন্ন কথা। আগের দুটি সিরিজে দল হারায় আত্মবিশ্বাসে ভাটা পড়েছে। লিটন নিজেও ওয়ানডে সিরিজে ছিলেন সাইড বেঞ্চে। এবার অধিনায়ক হিসেবেই সামনে থেকে নেতৃত্ব দিতে হবে তাকে।

টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে অতীত পরিসংখ্যান বাংলাদেশের জন্য খুব একটা সুখকর নয়। দুই দলের ১৭ ম্যাচে জয় মাত্র ৬টি বাংলাদেশের, বাকি ১১টি জয় শ্রীলঙ্কার। আইসিসি র‍্যাঙ্কিংয়েও এগিয়ে লঙ্কানরা—বাংলাদেশ যেখানে ১০ নম্বরে, সেখানে শ্রীলঙ্কা অবস্থান করছে ৭ নম্বরে।

ওয়ানডে সিরিজে বাংলাদেশের ব্যাটারদের সবচেয়ে বেশি ভোগানো নামটি ছিল ওয়ানিন্দু হাসারাঙ্গা। তবে এই লেগস্পিনার হ্যামস্ট্রিং চোটে ছিটকে গেছেন টি-টোয়েন্টি সিরিজ থেকে। এটি বাংলাদেশের জন্য বড় স্বস্তির খবর হলেও শ্রীলঙ্কার জন্য বড় ধাক্কা।

লঙ্কান অধিনায়ক চারিত আসালাঙ্কা বলেন, ‘হাসারাঙ্গার না থাকা আমাদের জন্য হতাশাজনক। তবে আমাদের দলে তরুণ ও প্রতিভাবান খেলোয়াড় আছে, যারা ঘুরে দাঁড়ানোর সামর্থ্য রাখে।’

তবে বাংলাদেশ দল নিয়েও সতর্ক আসালাঙ্কা। তার ভাষায়, ‘বাংলাদেশ তরুণদের দল, মেধাবী খেলোয়াড়ে ভরা। কঠিন সিরিজ হবে এটা নিশ্চিত।’

ভেন্যু ও ম্যাচসূচি

টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ হবে তিনটি ভিন্ন ভেন্যুতে।

  • ১ম ম্যাচ : ১০ জুলাই, পাল্লেকেলে
  • ২য় ম্যাচ : ১৩ জুলাই, ডাম্বুলা
  • ৩য় ম্যাচ : ১৬ জুলাই, কলম্বো

সব ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে , সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাত কলেজের শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা

রাজধানী থেকে বগুড়া শহর আ. লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছে :  এ্যানি

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবি প্রশাসনের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ

ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া

দেশের ৪০ শতাংশ নারী থাইরয়েডে আক্রান্ত!

‘এই পচা চালের ভাত কীভাবে খাব’

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন ওসি হাবিবুল্লাহ

ভেনেজুয়েলার বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে আর্জেন্টিনা

১০

গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে একমাত্র পথ সুষ্ঠু নির্বাচন : নীরব

১১

যশোরের ৪ মহাসড়কে মহাদুর্ভোগ

১২

সুদের টাকা না পেয়ে ঘরের টিন কাঠ খুঁটি খুলে নিলেন ইমাম

১৩

সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক

১৪

কিউইদের কাছে বিশ্বকাপে বাংলাদেশের শোচনীয় পরাজয়

১৫

বিএনপি আইনের শাসনে বিশ্বাসী : ব্যারিস্টার অসীম

১৬

প্রত্যেক উপদেষ্টা বিদেশি নাগরিক : রুমিন ফারহানা

১৭

বিশ্বকাপ দলে ডাক পেলেন ঢাবি ছাত্রদল নেতা

১৮

ইতিহাসের সেরা নির্বাচন হতে যাচ্ছে : প্রেস সচিব

১৯

ছুটির দিনেও জমজমাট চাকসুর নির্বাচনী প্রচার

২০
X