স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ১২:১৭ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৫, ১২:২০ পিএম
অনলাইন সংস্করণ

টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট দল । ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দল । ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কা সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজে পরাজয়ের পর এবার টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ানোর মিশনে নামছে বাংলাদেশ দল। তিন ম্যাচের এই সিরিজের প্রথমটি মাঠে গড়াবে আজ পাল্লেকেলেতে। আর এই ম্যাচ দিয়েই নতুন করে শুরু করতে চায় লাল-সবুজের প্রতিনিধিরা।

সফরের প্রথম দুটি সিরিজে জয় না পাওয়ায় মানসিকভাবে কিছুটা চাপে থাকলেও দলীয়ভাবে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ। টি-টোয়েন্টি ক্রিকেটের চ্যালেঞ্জ আলাদা, আর এখানেই নিজেদের নতুন করে প্রমাণ করতে চান লিটন দাসরা।

টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্বে থাকা লিটন দাস আশাবাদী। তার মতে, প্রতিটি ফরম্যাটের চাহিদা আলাদা।

‘টেস্ট ও ওয়ানডে ভিন্ন, টি-টোয়েন্টি একেবারেই আলাদা সংস্করণ। আমরা জানি, কীভাবে এই ফরম্যাটে খেলতে হয়। সেভাবেই চেষ্টা করব আমরা।’

তবে মাঠের বাস্তবতা বলছে ভিন্ন কথা। আগের দুটি সিরিজে দল হারায় আত্মবিশ্বাসে ভাটা পড়েছে। লিটন নিজেও ওয়ানডে সিরিজে ছিলেন সাইড বেঞ্চে। এবার অধিনায়ক হিসেবেই সামনে থেকে নেতৃত্ব দিতে হবে তাকে।

টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে অতীত পরিসংখ্যান বাংলাদেশের জন্য খুব একটা সুখকর নয়। দুই দলের ১৭ ম্যাচে জয় মাত্র ৬টি বাংলাদেশের, বাকি ১১টি জয় শ্রীলঙ্কার। আইসিসি র‍্যাঙ্কিংয়েও এগিয়ে লঙ্কানরা—বাংলাদেশ যেখানে ১০ নম্বরে, সেখানে শ্রীলঙ্কা অবস্থান করছে ৭ নম্বরে।

ওয়ানডে সিরিজে বাংলাদেশের ব্যাটারদের সবচেয়ে বেশি ভোগানো নামটি ছিল ওয়ানিন্দু হাসারাঙ্গা। তবে এই লেগস্পিনার হ্যামস্ট্রিং চোটে ছিটকে গেছেন টি-টোয়েন্টি সিরিজ থেকে। এটি বাংলাদেশের জন্য বড় স্বস্তির খবর হলেও শ্রীলঙ্কার জন্য বড় ধাক্কা।

লঙ্কান অধিনায়ক চারিত আসালাঙ্কা বলেন, ‘হাসারাঙ্গার না থাকা আমাদের জন্য হতাশাজনক। তবে আমাদের দলে তরুণ ও প্রতিভাবান খেলোয়াড় আছে, যারা ঘুরে দাঁড়ানোর সামর্থ্য রাখে।’

তবে বাংলাদেশ দল নিয়েও সতর্ক আসালাঙ্কা। তার ভাষায়, ‘বাংলাদেশ তরুণদের দল, মেধাবী খেলোয়াড়ে ভরা। কঠিন সিরিজ হবে এটা নিশ্চিত।’

ভেন্যু ও ম্যাচসূচি

টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ হবে তিনটি ভিন্ন ভেন্যুতে।

  • ১ম ম্যাচ : ১০ জুলাই, পাল্লেকেলে
  • ২য় ম্যাচ : ১৩ জুলাই, ডাম্বুলা
  • ৩য় ম্যাচ : ১৬ জুলাই, কলম্বো

সব ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে , সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অমিত শাহর মুখে হঠাৎ অবসরের কথা, জানালেন পরিকল্পনা

জবির সহকারী প্রক্টরসহ বাগছাসের ৩ নেতার ওপর ছাত্রদলের হামলা

‘আলী’ ভাইবোনের ভালোবাসার এক মানবিক আখ্যান

উপকূলের মানুষের অধিকার আন্দোলন আরসিপির যাত্রা শুরু

১৩ সেবা পেতে লাগবে না আয়কর রিটার্ন জমার প্রমাণ

বাবার গুলিতে টেনিস খেলোয়াড় নিহত

ভুয়া বিজ্ঞপ্তি ছড়ালে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি পিএসসির

মাধবপুরে শিক্ষার্থীর আত্মহত্যা

ইরানের ওপর নতুন চাপ জার্মানির, বোঝাপড়া করার হুঁশিয়ারি

ভারতের আপত্তি উপেক্ষা করে ঢাকাতেই হবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভা!

১০

ফল জালিয়াতি / ১০ বছর পর রাজশাহীর শিক্ষা কর্মকর্তা বরখাস্ত

১১

রেজাল্ট খারাপ হওয়ার চেয়েও অনেক খারাপ কিছু হয় জীবনে: খায়রুল বাসার

১২

ইসরায়েলের সঙ্গে যুদ্ধে নিহত সাংবাদিকের সংখ্যা জানাল ইরান

১৩

পাল্লেকেলেতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, ফিরেছেন সাইফুদ্দিন

১৪

পাকিস্তানের প্রেসিডেন্টের পদত্যাগের গুঞ্জন, স্পষ্ট করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

ভিসা নীতিতে বড় পরিবর্তন চীনের

১৬

সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ ডাকার নিয়ম বাতিল

১৭

কুমিল্লায় এসএসসি পরীক্ষায় ফেল করায় ছাত্রীর আত্মহত্যা

১৮

কোনো নির্বাচনেই আর ইভিএম ব্যবহার হবে না : ইসি 

১৯

রাডার ফাঁকি দিতে পারে এমন বিমান তৈরি করবে সৌদি

২০
X