শ্রীলঙ্কা সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজে পরাজয়ের পর এবার টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ানোর মিশনে নামছে বাংলাদেশ দল। তিন ম্যাচের এই সিরিজের প্রথমটি মাঠে গড়াবে আজ পাল্লেকেলেতে। আর এই ম্যাচ দিয়েই নতুন করে শুরু করতে চায় লাল-সবুজের প্রতিনিধিরা।
সফরের প্রথম দুটি সিরিজে জয় না পাওয়ায় মানসিকভাবে কিছুটা চাপে থাকলেও দলীয়ভাবে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ। টি-টোয়েন্টি ক্রিকেটের চ্যালেঞ্জ আলাদা, আর এখানেই নিজেদের নতুন করে প্রমাণ করতে চান লিটন দাসরা।
টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্বে থাকা লিটন দাস আশাবাদী। তার মতে, প্রতিটি ফরম্যাটের চাহিদা আলাদা।
‘টেস্ট ও ওয়ানডে ভিন্ন, টি-টোয়েন্টি একেবারেই আলাদা সংস্করণ। আমরা জানি, কীভাবে এই ফরম্যাটে খেলতে হয়। সেভাবেই চেষ্টা করব আমরা।’
তবে মাঠের বাস্তবতা বলছে ভিন্ন কথা। আগের দুটি সিরিজে দল হারায় আত্মবিশ্বাসে ভাটা পড়েছে। লিটন নিজেও ওয়ানডে সিরিজে ছিলেন সাইড বেঞ্চে। এবার অধিনায়ক হিসেবেই সামনে থেকে নেতৃত্ব দিতে হবে তাকে।
টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে অতীত পরিসংখ্যান বাংলাদেশের জন্য খুব একটা সুখকর নয়। দুই দলের ১৭ ম্যাচে জয় মাত্র ৬টি বাংলাদেশের, বাকি ১১টি জয় শ্রীলঙ্কার। আইসিসি র্যাঙ্কিংয়েও এগিয়ে লঙ্কানরা—বাংলাদেশ যেখানে ১০ নম্বরে, সেখানে শ্রীলঙ্কা অবস্থান করছে ৭ নম্বরে।
ওয়ানডে সিরিজে বাংলাদেশের ব্যাটারদের সবচেয়ে বেশি ভোগানো নামটি ছিল ওয়ানিন্দু হাসারাঙ্গা। তবে এই লেগস্পিনার হ্যামস্ট্রিং চোটে ছিটকে গেছেন টি-টোয়েন্টি সিরিজ থেকে। এটি বাংলাদেশের জন্য বড় স্বস্তির খবর হলেও শ্রীলঙ্কার জন্য বড় ধাক্কা।
লঙ্কান অধিনায়ক চারিত আসালাঙ্কা বলেন, ‘হাসারাঙ্গার না থাকা আমাদের জন্য হতাশাজনক। তবে আমাদের দলে তরুণ ও প্রতিভাবান খেলোয়াড় আছে, যারা ঘুরে দাঁড়ানোর সামর্থ্য রাখে।’
তবে বাংলাদেশ দল নিয়েও সতর্ক আসালাঙ্কা। তার ভাষায়, ‘বাংলাদেশ তরুণদের দল, মেধাবী খেলোয়াড়ে ভরা। কঠিন সিরিজ হবে এটা নিশ্চিত।’
ভেন্যু ও ম্যাচসূচি
টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ হবে তিনটি ভিন্ন ভেন্যুতে।
সব ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে , সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।
মন্তব্য করুন