বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২
ক্রীড়া প্রতিবেদক, কলম্বো থেকে
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ০৫:০২ পিএম
অনলাইন সংস্করণ

‘এমন না এখানে চাকরি করতেই হবে’

মোহাম্মদ সালাহউদ্দিন। ছবি : সংগৃহীত
মোহাম্মদ সালাহউদ্দিন। ছবি : সংগৃহীত

১২ মিনিট পর্যন্ত বাংলাদেশের ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনের সবকিছু স্বাভাবিকই ছিল। কিন্তু শেষের প্রশ্নের উত্তরে যেন পরিস্থিতি বদলে গেল মুহূর্তেই। রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে জাতীয় দলের সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিনকে তখন আর স্বাভাবিক মনে হয়নি। তার কণ্ঠ থেকে যেন জমে থাকা কিছু রাগ-ক্ষোভ বেরিয়ে এলো। সম্প্রতি তার বিরুদ্ধে গণমাধ্যমে আসা অভিযোগের প্রেক্ষিতে প্রমাণ উপস্থাপনের দাবিও তুললেন তিনি। বিসিবির চাকরি নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেন দেশের অভিজ্ঞ এই কোচ। চাকরি করতেই হবে—এমনটা ভাবছেন না বলেও জানান সালাহউদ্দিন।

গত বছরের নভেম্বরে জাতীয় দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন সালাহউদ্দিন। এরপর থেকেই দলের ভালো মন্দের সঙ্গে মিশে গেছে তার নাম। আলাদা ব্যাটিং কোচ না থাকায় লিটন দাস, তাওহীদ হৃদয়দের শান দেওয়ার কাজটাও তার দায়িত্বের মধ্যেই পড়ে। তবে তার মেয়াদে দলের পারফরম্যান্স এখনও স্বস্তিদায়ক নয়। একের পর এক সিরিজে ব্যর্থতার সঙ্গে ফুটে উঠেছে ব্যাটারদের দুর্বলতাও। সবকিছু মিলিয়ে প্রচণ্ড চাপের মধ্যে দিয়ে যেতে হচ্ছে ক্রিকেটার থেকে শুরু করে কোচদেরও। এরই মধ্যে সালাহউদ্দিনের বিরুদ্ধেও নানা অভিযোগের তথ্য প্রকাশ পায় গণমাধ্যমের রিপোর্টে। সেসবের বিষয়ে এবার মুখ খুললেন সালাহউদ্দিন নিজেই। জানালেন, সুনির্দিষ্ট অভিযোগগুলো তুলে ধরে তার স্বপক্ষে প্রমাণ দেওয়ার, ‘আপনারা যেমন বলেন যে, টিমে অনেক অভিযোগ! কিন্তু অভিযোগগুলো আপনারা যদি লিখে দিতেন ভালো হতো। আপনাকে তো প্রমাণ দিতে হবে। ঠিক না? আপনি প্রমাণ দিলে সেটা ওই কোচের জন্যও ভালো হতো যে, না আমি যদি ভুল করে থাকি আমি ওই জায়গাটা শুধরাবো। কিন্তু আপনি একটু (প্রমাণ ছাড়া) লিখে দিতে পারেন না! আমি জানি আমি কি, আমি আমার জায়গায় শতভাগ সৎ কিনা।’

দেশের অন্যতম সেরা কোচ হিসেবে পরিচিত সালাহউদ্দিন। সাকিব আল হাসান, তামিম ইকবাল থেকে শুরু করে লিটনদেরও প্রিয় কোচের তালিকায় তার নাম। সেসব বিবেচনায় জাতীয় দলের কোচ করা হয়েছিল সালাহউদ্দিনকে। কিন্তু এখন পর্যন্ত তার যোগদান দলকে খুব বেশি লাভবান করেনি। অন্তত পারফরম্যান্স সেকথাই বলে। কিন্তু নিজের কাজের প্রতি সৎ জানিয়ে সালাহউদ্দিন বলেন, ‘আমি হয়তো ভালো কোচ নাও হতে পারি—ঠিক আছে। আমি যদি ভালো না হই, তাহলে আমাকে বোর্ড সরায়ে দিবে, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি কখনো কাউকে কোনো কিছু বিচার-বিবেচনা না করে যদি লেখেন, এটা আসলে ঠিক না।’

বিসিবিতে চাকরি না করলেও সমস্যা হবে না জানিয়ে তিনি বলেন, ‘আমার এমন না যে, এখানে চাকরি করতেই হবে। আমার অনেক কিছু করার আছে। এখানে আমি নিজের ইচ্ছায়ও আসি নাই যে; আমি চাইছি আমাকে চাকরি দেন, আমি এখানে চাকরি করবো—এমন তো কিছু না! দলের ভালোর জন্য আমার যেটা মনে হয়, দলের সেরা যেটা মনে হবে; সেটা যদি সামান্য পরিমাণও কিছু পরিবর্তন করা যায়; তাহলে পরিবর্তন করার চেষ্টা করবো।’

শুধু জাতীয় দলই নয়, বিসিবি চাইলে সবচেয়ে নিচের স্তরেও কাজ করতে আপত্তি নেই সালাহউদ্দিনের, ‘দেখুন আমি কোচ। আমাকে যদি আপনি কালকে বলেন যে, সালাহউদ্দিন তুমি অনূর্ধ্ব-১৩ তে গিয়ে কোচিং করাও, আমি কিছু মনে করব না। আমার এখানে ট্যাগ লেখা নেই যে, আমি কোচ শুধু জাতীয় দলেরই। সুতরাং এটা নিয়ে আমার কখনোই ইগো সমস্যা নেই, কোনো কিছু্ও নেই।’

কাজের প্রতি সততাকেই গুরুত্ব দিতে চান দেশের অভিজ্ঞ এই কোচ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিছু ষড়যন্ত্রকারী দেশের স্থিতিশীলতা ব্যাহত করতে চায় : এনডিপি

চীন সফর শেষে দেশে ফিরেছেন জামায়াতের আমির

বাঙলা কলেজ ছাত্রশিবিরের সভাপতি আবির ও সেক্রেটারি সাকিব

উপুড় হয়ে ঘুমানোর অভ্যাস, ডেকে আনছেন যেসব ক্ষতি

পাল্টা শুল্ক নিয়ে তৃতীয় ধাপের প্রস্তুতি নিচ্ছে সরকার

পুলিশ সদর দপ্তরের পর্যালোচনা / ছয় মাসে ২৭ হত্যার কোনোটিই সাম্প্রদায়িক সহিংসতায় নয়

‘আঙুল তোলার আগে আয়নায় নিজেদের চেহারা দেখুন’

কিডনির সমস্যা আছে কি না জানবেন যেভাবে

৩ দলকে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি

আসিফ মাহমুদের প্রশ্ন / ‘নৌকা’ মার্কাটা কোন বিবেচনায় শিডিউলভুক্ত করতে পাঠালেন

১০

হাসপাতালে ঢুকে রোগীকে মারধর, চিকিৎসককে তুলে নেওয়ার হুমকি

১১

ফিল হিন্দাল শারক্বীয়ার প্রধান নেতা ৫ দিনের রিমান্ডে

১২

ছাত্রদলের দুই নেতাকে ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা 

১৩

এনসিপির সাড়া দেখে বাধা সৃষ্টির চেষ্টা চলছে : হান্নান মাসউদ

১৪

জবিতে প্রশাসনিক ভবনে তালা দিলেন শিক্ষার্থীরা

১৫

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

১৬

কেন ইমাম হুসাইনের জন্য প্রাণ দিয়েছিলেন হিন্দুরা?

১৭

লিজের জমি ‘দখল’ নিতে মানববন্ধন

১৮

বৈষম্যহীন সমাজ গড়তে জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করতে হবে : রুয়েট উপাচার্য

১৯

নখ-দন্তহীন উচ্চকক্ষ কোনো কাজে আসবে না : এবি পার্টি

২০
X