শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ০৬:৩২ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৫, ০৭:৩২ পিএম
অনলাইন সংস্করণ

র‌্যাঙ্কিংয়ে রিশাদের বড় লাফ

রিশাদ হোসেন। ছবি : সংগৃহীত
রিশাদ হোসেন। ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন রিশাদ হোসেন। আইসিসির হালনাগাদ টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৭তম স্থানে, যা তার ক্যারিয়ারের সেরা অবস্থান। আগেও একবার ওয়েস্ট ইন্ডিজ সফরের পর এ অবস্থানে উঠেছিলেন তিনি, তবে এবার সে জায়গায় ফিরেছেন আরও ধারাবাহিক ও পরিণত বোলার হিসেবে।

ডাম্বুলায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩.২ ওভারে ৩ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন রিশাদ। বাংলাদেশের ৮৩ রানের বড় জয়ে তিনি ছিলেন মূল কারিগর। সিরিজের প্রথম ম্যাচেও নিয়েছিলেন একটি উইকেট।

শুধু রিশাদ নন, আরও কয়েকজন ক্রিকেটার তাদের পারফরম্যান্সে র‌্যাঙ্কিংয়ে বড় অগ্রগতি দেখিয়েছেন। দ্বিতীয় ম্যাচ দিয়ে একাদশে ফেরা বাঁহাতি পেসার শরিফুল ইসলাম ১২ রানে ২ উইকেট নিয়ে এগিয়েছেন ২০ ধাপ, উঠে এসেছেন ৫৭ নম্বরে। মুস্তাফিজুর রহমান রয়েছেন আগের মতো ২৬তম স্থানে। তবে শেখ মেহেদী হাসান ও তাসকিন আহমেদ ৪ ধাপ করে পিছিয়ে যথাক্রমে ২৫ ও ২৯ নম্বরে নেমে গেছেন। শ্রীলঙ্কার পেসার নুয়ান তুষারা ৯ ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৬তম স্থানে। আর বাঁহাতি পেসার বিনুরা ফার্নান্ডো ২২ ধাপ লাফিয়ে ৪৮তম স্থানে।

ব্যাটসম্যানদের তালিকায়ও উন্নতি হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের। দ্বিতীয় ম্যাচে ৭৬ রানের ঝলমলে ইনিংস খেলা লিটন দাস উঠে এসেছেন ৪৫তম স্থানে (৭ ধাপ অগ্রগতি)। তরুণ ওপেনার পারভেজ হোসেন ১২ ধাপ এগিয়ে এখন ৮৫তম। শ্রীলঙ্কার কুশল মেন্ডিসও এগিয়েছেন ৩ ধাপ, অবস্থান এখন ১৫তম।

অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে বাংলাদেশের। দুটি ম্যাচেই ব্যাটে-বলে অবদান রাখা মেহেদী হাসান মিরাজ ২১ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩৯তম স্থানে।

এদিকে, টেস্ট র‌্যাঙ্কিংয়েও এসেছে বড় পরিবর্তন। লর্ডসে ভারতের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করে আবারও টেস্ট ব্যাটসম্যানদের শীর্ষে উঠেছেন ইংল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার জো রুট। জাতীয় দলের সতীর্থ হ্যারি ব্রুক নেমে গেছেন দুই নম্বরে। ৩৪ বছর বয়সী রুট এ নিয়ে অষ্টমবারের মতো শীর্ষে উঠলেন, ২০১৪ সালে সাঙ্গাকারার পর সবচেয়ে বয়সী ব্যাটসম্যান হিসেবে শীর্ষস্থান পুনরুদ্ধার করলেন তিনি।

টেস্ট বোলারদের তালিকায় আলো ছড়াচ্ছেন অস্ট্রেলিয়ানরা। কিংস্টন টেস্টে হ্যাটট্রিকসহ ৬ উইকেট নেওয়া স্কট বোল্যান্ড ৬ ধাপ এগিয়ে উঠে এসেছেন ষষ্ঠ স্থানে- এটাই তার ক্যারিয়ারের সেরা অবস্থান। সতীর্থ মিচেল স্টার্ক ১০ নম্বরে অবস্থান করছেন আগের মতোই। বোলারদের শীর্ষ দশে অস্ট্রেলিয়ারই জায়গা করে নিয়েছে পাঁচজন, যা আবারও প্রমাণ করে টেস্ট বোলিংয়ে এই মুহূর্তে কতটা প্রভাবশালী তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা কমাচ্ছে যুক্তরাষ্ট্র   

আন্দোলনে নেতৃত্ব দেওয়া ৪২ জনকে স্ট্যান্ড রিলিজ

 ব্রাহ্মণবাড়িয়ায় ‘তুই’ বলায় তুমুল সংঘর্ষ, শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন

আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের বিকল্প নেই : গণতন্ত্র মঞ্চ 

চার দেশে বন্যায় ১৫০০ মৃত্যুর পর নতুন আতঙ্ক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের ‘কমপ্লিট শাটডাউন’ স্থগিত

শাহজালালে ‘এয়ারপোর্ট মিনি ফায়ার এক্সারসাইজ-২০২৫’ সম্পন্ন

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম

ইউএনও হলেন লাক্স সুন্দরী সোহানিয়া

তারেক রহমানের ৩১ দফায় বদলে যাবে শরীয়তপুর : নুরুদ্দিন আহাম্মেদ অপু

১০

এরশাদ-হাসিনা কারও সঙ্গেই আপস করেননি খালেদা জিয়া : মিল্লাত

১১

মান্নাকে ইসলামী ব্যাংকের চূড়ান্ত নোটিশ, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

১২

সব দল ইসলামের পতাকাতলে সমবেত হবে ইনশাআল্লাহ : অধ্যাপক মুজিবুর

১৩

মনোনয়নের খবর শুনে উচ্ছ্বাস, কিছুক্ষণ পর বিএনপি নেতার মৃত্যু

১৪

জুলাই গণঅভ্যুত্থানে হত্যা / সাবেক বিচারপতি-হুইপসহ ১৫৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট

১৫

ইসলামের বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ধর্ম উপদেষ্টা

১৬

ববি উপাচার্য দপ্তরে ‘মুলা’ ঝুলিয়ে প্রতীকী প্রতিবাদ

১৭

ধেয়ে আসছে তীব্র শীত, দফায় দফায় শৈত্যপ্রবাহ

১৮

‘বাকসু’ নিজেদের রাখতে বিএম কলেজ শিক্ষার্থীদের হুঁশিয়ারি

১৯

নিবন্ধন পেতে যাচ্ছে ২ রাজনৈতিক দল

২০
X