স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ০৬:৩২ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৫, ০৭:৩২ পিএম
অনলাইন সংস্করণ

র‌্যাঙ্কিংয়ে রিশাদের বড় লাফ

রিশাদ হোসেন। ছবি : সংগৃহীত
রিশাদ হোসেন। ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন রিশাদ হোসেন। আইসিসির হালনাগাদ টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৭তম স্থানে, যা তার ক্যারিয়ারের সেরা অবস্থান। আগেও একবার ওয়েস্ট ইন্ডিজ সফরের পর এ অবস্থানে উঠেছিলেন তিনি, তবে এবার সে জায়গায় ফিরেছেন আরও ধারাবাহিক ও পরিণত বোলার হিসেবে।

ডাম্বুলায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩.২ ওভারে ৩ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন রিশাদ। বাংলাদেশের ৮৩ রানের বড় জয়ে তিনি ছিলেন মূল কারিগর। সিরিজের প্রথম ম্যাচেও নিয়েছিলেন একটি উইকেট।

শুধু রিশাদ নন, আরও কয়েকজন ক্রিকেটার তাদের পারফরম্যান্সে র‌্যাঙ্কিংয়ে বড় অগ্রগতি দেখিয়েছেন। দ্বিতীয় ম্যাচ দিয়ে একাদশে ফেরা বাঁহাতি পেসার শরিফুল ইসলাম ১২ রানে ২ উইকেট নিয়ে এগিয়েছেন ২০ ধাপ, উঠে এসেছেন ৫৭ নম্বরে। মুস্তাফিজুর রহমান রয়েছেন আগের মতো ২৬তম স্থানে। তবে শেখ মেহেদী হাসান ও তাসকিন আহমেদ ৪ ধাপ করে পিছিয়ে যথাক্রমে ২৫ ও ২৯ নম্বরে নেমে গেছেন। শ্রীলঙ্কার পেসার নুয়ান তুষারা ৯ ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৬তম স্থানে। আর বাঁহাতি পেসার বিনুরা ফার্নান্ডো ২২ ধাপ লাফিয়ে ৪৮তম স্থানে।

ব্যাটসম্যানদের তালিকায়ও উন্নতি হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের। দ্বিতীয় ম্যাচে ৭৬ রানের ঝলমলে ইনিংস খেলা লিটন দাস উঠে এসেছেন ৪৫তম স্থানে (৭ ধাপ অগ্রগতি)। তরুণ ওপেনার পারভেজ হোসেন ১২ ধাপ এগিয়ে এখন ৮৫তম। শ্রীলঙ্কার কুশল মেন্ডিসও এগিয়েছেন ৩ ধাপ, অবস্থান এখন ১৫তম।

অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে বাংলাদেশের। দুটি ম্যাচেই ব্যাটে-বলে অবদান রাখা মেহেদী হাসান মিরাজ ২১ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩৯তম স্থানে।

এদিকে, টেস্ট র‌্যাঙ্কিংয়েও এসেছে বড় পরিবর্তন। লর্ডসে ভারতের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করে আবারও টেস্ট ব্যাটসম্যানদের শীর্ষে উঠেছেন ইংল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার জো রুট। জাতীয় দলের সতীর্থ হ্যারি ব্রুক নেমে গেছেন দুই নম্বরে। ৩৪ বছর বয়সী রুট এ নিয়ে অষ্টমবারের মতো শীর্ষে উঠলেন, ২০১৪ সালে সাঙ্গাকারার পর সবচেয়ে বয়সী ব্যাটসম্যান হিসেবে শীর্ষস্থান পুনরুদ্ধার করলেন তিনি।

টেস্ট বোলারদের তালিকায় আলো ছড়াচ্ছেন অস্ট্রেলিয়ানরা। কিংস্টন টেস্টে হ্যাটট্রিকসহ ৬ উইকেট নেওয়া স্কট বোল্যান্ড ৬ ধাপ এগিয়ে উঠে এসেছেন ষষ্ঠ স্থানে- এটাই তার ক্যারিয়ারের সেরা অবস্থান। সতীর্থ মিচেল স্টার্ক ১০ নম্বরে অবস্থান করছেন আগের মতোই। বোলারদের শীর্ষ দশে অস্ট্রেলিয়ারই জায়গা করে নিয়েছে পাঁচজন, যা আবারও প্রমাণ করে টেস্ট বোলিংয়ে এই মুহূর্তে কতটা প্রভাবশালী তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেরুদণ্ড সমস্যায় কর্মহীন ৬০ ভাগ রোগী

‘কৃষিজমি ও পরিবেশ নষ্ট করে বর্জ্যের প্লান্ট করা যাবে না’

‘জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে’

তিন মাসে রেকর্ড রাজস্ব আদায়

জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া

নেত্রকোনায় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী / কালবেলা মানুষের আস্থা অর্জন করেছে : পুলিশ সুপার

প্রস্রাবের রং কারণ ছাড়াই ঘোলাটে, এটা কীসের ইঙ্গিত

তদন্তের মুখে তিন দক্ষিণী অভিনেত্রী

বরগুনায় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে কৃষ্ণচূড়া ও রাধাচূড়া গাছ রোপণ

এইচএসসি পরীক্ষায় আমিরাতে বাংলাদেশি দুই প্রতিষ্ঠানের সাফল্য 

১০

পৃথিবীর সবচেয়ে দামি পালক কোন পাখির?

১১

চাঁদপুরে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উপযাপন / সমাজ বিনির্মাণে সাংবাদিকদের লেখনীর বিকল্প নেই : সলিম উল্লাহ

১২

লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলা

১৩

ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন

১৪

লালমনিরহাটে আনন্দঘন পরিবেশে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৫

কালবেলার সংবাদ পাঠকদের কাছে সহজবোধ্য ও গ্রহণযোগ্য : জেলা ম্যাজিস্ট্রেট

১৬

সংসদ ভবনে ঢুকে পড়া জুলাই যোদ্ধাদের সঙ্গে সমঝোতার চেষ্টায় পুলিশ 

১৭

বিশ্বকাপের শেষ ট্রেন ধরল আমিরাত, চূড়ান্ত ২০ দলের তালিকা প্রকাশ

১৮

সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান

১৯

যেসব জায়গায় ফোন রাখলেই ক্যানসার ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ে

২০
X