স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ১০:১৬ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ১০:২৫ পিএম
অনলাইন সংস্করণ

রাজনৈতিক চাপ সত্ত্বেও এশিয়া কাপে খেলবে ভারত, নিশ্চিত করল বিসিসিআই

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই জানিয়েছে, চলমান রাজনৈতিক চাপ ও বিতর্ক সত্ত্বেও তারা আসন্ন এশিয়া কাপে অংশ নেবে। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বোর্ড এই সিদ্ধান্ত থেকে একটুও সরছে না এবং অংশগ্রহণ নিশ্চিত করেছে আগেই নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী।

রাজনৈতিক মহল থেকে বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে খেলাকে ঘিরে চাপ থাকলেও, বিসিসিআই রাজনৈতিক নেতাদের পরিষ্কারভাবে জানিয়েছে, এশিয়া কাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে নেওয়া হয়নি। বরং দুই মাসব্যাপী আলোচনা ও পর্যালোচনার ফলেই এসেছে এই সিদ্ধান্ত।

বোর্ডের যুক্তি, এমন কোনো বহুজাতিক টুর্নামেন্ট থেকে সরে যাওয়া আন্তর্জাতিক ক্রীড়ানীতির লঙ্ঘন হবে এবং ভবিষ্যতে ভারতের ক্রীড়া আয়োজক হিসেবে সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। অলিম্পিক ২০৩৬, কমনওয়েলথ গেমস ২০৩০ ও ইয়ুথ অলিম্পিক ২০৩২-এসব বৈশ্বিক ইভেন্টে আয়োজক হতে চাওয়া ভারতের প্রচেষ্টাও বাধাগ্রস্ত হতে পারে।

বিসিসিআই বলেছে, দ্বিপাক্ষিক সিরিজের সিদ্ধান্ত দুই দেশের মধ্যে হলেও, বহুজাতিক ইভেন্টে অংশগ্রহণ থেকে সরে আসা এত সহজ নয় এবং সেটি আন্তর্জাতিক ক্রীড়া মানদণ্ডের পরিপন্থি।

অন্যদিকে, ভারতের রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনা চলছে। শিবসেনা সংসদ সদস্য প্রিয়াঙ্কা চতুর্বেদী সামাজিক যোগাযোগমাধ্যমে বিসিসিআই ও সরকারের সমালোচনা করে লিখেছেন, ‘যেখানে পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধ, সেখানে ক্রিকেট কীভাবে চালু রাখা হচ্ছে?’

তিনি আরও বলেন, ‘যারা এই ম্যাচ থেকে অর্থ আয় করতে চায়- প্রতিটি স্পনসর, সম্প্রচারকারী ও স্ট্রিমিং অ্যাপকে চিহ্নিত করুন এবং লজ্জা দিন। যেহেতু বিসিসিআই ও সরকার নির্লজ্জভাবে ম্যাচ আয়োজন করতে যাচ্ছে, তাই সাধারণ নাগরিক হিসেবে আমাদের আওয়াজ তুলতে হবে।’

২০২৫ সালের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে, যা ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজক হতে যাচ্ছে সেই বিশ্বকাপের, যা অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারিতে।

এবারের এশিয়া কাপে আটটি দল অংশ নিচ্ছে। দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে তারা। গ্রুপ ‘এ’-তে আছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। আর গ্রুপ ‘বি’-তে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন কর্নেল অলি

১১ আগস্ট : আজকের রাশিফলে কী আছে জেনে নিন

রোমে আটকা বিমানের ড্রিমলাইনার, ২৬২ যাত্রী হোটেলে

চানখাঁরপুলে ৬ হত্যা: ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্য শুরু আজ

স্পেনের দৃষ্টিনন্দন মসজিদ ক্যাথেড্রাল উন্মুক্ত

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ

১৬ বছর অনুপস্থিত সেই ৩ শিক্ষক ফের নিয়োগ পাচ্ছেন

দুই কিশোরকে হাত বেঁধে পেটানোর ভিডিও ভাইরাল

তুরস্কে শক্তিশালী ভূমিকম্প, ধসে পড়েছে ভবন

স্বপ্নে টাকা দেখা কীসের ইঙ্গিত

১০

র‍্যাগিংয়ের দায়ে জবির ৭ শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা

১১

দুই সাংবাদিকসহ আলজাজিরার ৫ জনকে হত্যা করেছে ইসরায়েল

১২

‘হাওরের সুলতান-৪’ হাউসবোটের বিরুদ্ধে মামলা, তিন শর্তে সমঝোতা

১৩

খাওয়ার সময় সালাম দেওয়া বা নেওয়া যাবে কি?

১৪

সেনাবাহিনীকে দ্রুত গাজা সিটি দখলের নির্দেশ নেতানিয়াহুর

১৫

সাংবাদিক তুহিন হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি সিইউজের

১৬

প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরির সুযোগ, আবেদন করুন আজই

১৭

ঢাকার তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস 

১৮

১১ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

২০
X