স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫১ এএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ পিএম
অনলাইন সংস্করণ

আবুধাবিতে কেমন হবে বাংলাদেশের ম্যাচের উইকেট?

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়াম। ছবি : সংগৃহীত
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়াম। ছবি : সংগৃহীত

এশিয়া কাপের ‘বি’ গ্রুপের ম্যাচে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। লিটন দাসের নেতৃত্বে টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়েই টুর্নামেন্ট শুরু করছে টাইগাররা। পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর এবার মহাদেশীয় মঞ্চে সেই ধারাবাহিকতা ধরে রাখাই তাদের মূল লক্ষ্য।

ব্যাটিং অর্ডারে ওপেনিংয়ে থাকছেন আক্রমণাত্মক তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমন। মাঝ ও নিচের সারিতে জাকের আলী ও শামীম হোসেনের মতো পাওয়ার হিটাররা যোগ করবেন বাড়তি জোর। বোলিংয়ে নতুন বলের দায়িত্বে থাকবেন তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব, আর ডেথ ওভারে ভরসা বরাবরের মতো মুস্তাফিজুর রহমান। সব মিলিয়ে ব্যাট-বলের ভারসাম্যপূর্ণ এক দল নিয়েই নামছে বাংলাদেশ।

অন্যদিকে, হংকং টুর্নামেন্টের প্রথম ম্যাচেই আফগানিস্তানের কাছে বড় হারে শুরু করেছে। তাদের সবচেয়ে বড় ভরসা অভিজ্ঞ ব্যাটার বাবর হায়াত, যিনি বাংলাদেশের বিপক্ষে ২০১৪ সালের বিশ্বকাপে আলোচনায় এসেছিলেন। তবে বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাতে হলে তাদের স্পিনারদের আবুধাবির কন্ডিশন কাজে লাগাতেই হবে।

শেখ জায়েদ স্টেডিয়ামের পিচ রিপোর্ট

আবুধাবির উইকেটে সাধারণত ব্যাট-বলের মধ্যে সমান লড়াই হয়। ম্যাচের শুরুতে নতুন বলে পেসাররা বাড়তি সুইং ও বাউন্স পেতে পারেন, ফলে পাওয়ারপ্লেতে ব্যাটসম্যানদের সতর্ক থাকতে হবে। তবে একবার সেট হয়ে গেলে উইকেটের বাউন্স নির্ভরযোগ্য, আর দ্রুত আউটফিল্ড ব্যাটারদের রান তুলতে সাহায্য করবে।

মাঝ ওভারে স্পিনাররা কিছুটা সাহায্য পেলেও রাতের ম্যাচে শিশিরের কারণে তাদের কার্যকারিতা কমে যায়। ফলে দ্বিতীয় ইনিংসে রান তোলা তুলনামূলক সহজ হয়ে দাঁড়ায়। তাই টস জিতলে দলগুলো সাধারণত প্রথমে বোলিং করার দিকেই ঝোঁক দেখায়।

শেখ জায়েদ স্টেডিয়ামের টি-টোয়েন্টি পরিসংখ্যান

  • মোট ম্যাচ: ৯১
  • আগে ব্যাট করে জয়: ৪২
  • পরে ব্যাট করে জয়: ৪৯
  • গড় প্রথম ইনিংস স্কোর: ১৩৬
  • গড় দ্বিতীয় ইনিংস স্কোর: ১২৩
  • সর্বোচ্চ সংগ্রহ: আয়ারল্যান্ড ২২৫/৭ বনাম আফগানিস্তান
  • সর্বনিম্ন সংগ্রহ: যুক্তরাষ্ট্র নারী ৫৪ বনাম থাইল্যান্ড নারী
  • সর্বোচ্চ রান তাড়া: দক্ষিণ আফ্রিকা ১৭৪/২ বনাম আয়ারল্যান্ড
  • সর্বনিম্ন রান রক্ষা: থাইল্যান্ড নারী ৯৩/৮ বনাম পিএনজি নারী

সব মিলিয়ে শেখ জায়েদ স্টেডিয়ামের পরিসংখ্যান বলছে, দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করাই লাভজনক। তাই টসের ফল ম্যাচের ভাগ্যে বড় প্রভাব ফেলতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ বছর পালিয়েও শেষ রক্ষা হলো না মফিজের

খতিব মহিবুল্লাহ নিখোঁজের ঘটনাটি সাজানো নাটক

বিপুলসংখ্যক জামিন / তিন বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি

প্রভিডেন্ট ফান্ডসহ আকিজ বশির গ্রুপে চাকরির সুযোগ

বরফযুক্ত ইলিশে বাজার সয়লাব, টাটকাগুলো গেল কই?

লালবাগে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩

তুরস্কে শক্তিশালী ভূমিকম্প, একাধিক ভবনধস

মায়ের হত্যাকারীদের ফাঁসির দাবিতে রাস্তায় ছোট্ট আরাফাত

বিপিএলে ফরচুন বরিশাল থাকছে কি না, জানা গেল চূড়ান্ত সিদ্ধান্ত

রুপার বাজারেও বড় পতন, আজ কত দামে বিক্রি হবে 

১০

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে 

১১

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে মোন্থা, গতিপথ কোনদিকে?

১২

শক্তি সঞ্চয় করছে ঘূর্ণিঝড় ‘মোন্থা’, স্কুল-কলেজ বন্ধ ঘোষণা

১৩

আফগানিস্তানের কাছে হেরে ফাইনাল খেলা হলো না বাংলাদেশের

১৪

ভালো চোখটি দিয়ে তারেক রহমানকে দেখার আকুতি সোহেলের

১৫

দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রদল কর্মী নিহত

১৬

অপহরণের পর নির্যাতন / ৭ দিন মৃত্যুর সঙ্গে লড়ে হার মানলেন তুহিন

১৭

বাংলাদেশ কেন হারল, কারণ জানালেন সাকিব

১৮

আঘাত হানতে চলেছে ঘূর্ণিঝড় মেলিসা, বাতাসের গতিবেগ ২৮২ কিমি

১৯

উপকূলের কাছে ঘূর্ণিঝড় ‘মোন্থা’, রাতেই আঘাত হানতে পারে যেসব এলাকায় 

২০
X