বাংলাদেশের বোলারদের মধ্যে এখন অন্যতম আলোচিত নাম বলা চলে রিশাদ হোসেনের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্রই করেছেন ইতিহাস, বাংলাদেশের হয়ে ওয়ানডেতে স্পিনারদের মধ্যে সেরা বোলিং ফিগার (৬/৩৫)। কিন্তু বাংলাদেশ দলের স্পিন পরামর্শক মুশতাক আহমেদ এই পারফরম্যান্সকে কেবল শুরু বলেই দেখছেন। তার চোখে, রিশাদের প্রকৃত ভবিষ্যৎ লুকিয়ে আছে টেস্ট ক্রিকেটে।
‘আমি শতভাগ বিশ্বাস করি, রিশাদ টেস্ট ক্রিকেটে খেলবে,’ বললেন মুশতাক।
‘বিশেষ করে অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের মতো দল যারা নিচের দিকে ব্যাটিং গভীরতা রাখে— তাদের বিপক্ষে লেগস্পিনার যারা ভালো রং’অন করতে পারে, তারা খুব মারাত্মক হতে পারে। রিশাদের উচ্চতা ও বাউন্স তাকে সেই সুবিধা দেয়। শেষ দিকের ব্যাটাররা তার রং’অন সহজে বুঝতে পারে না।’
২৩ বছর বয়সী রিশাদ এখন পর্যন্ত খেলেছেন ১২টি ওয়ানডে ও কয়েকটি টি–টোয়েন্টি। তবে লাল বলের ক্রিকেটে তার অভিজ্ঞতা কম নয়— ২১টি ফার্স্ট ক্লাস ম্যাচে ধারাবাহিক পারফরম্যান্সে নজর কেড়েছেন অনেকের। মুশতাক বিশ্বাস করেন, যদি এই ধৈর্য ও নিয়ন্ত্রণ বজায় রাখতে পারেন, তবে টেস্ট দলেও জায়গা পাওয়া সময়ের ব্যাপার।
‘রিশাদকে এখন ভালো ওভার বল করতে হবে, ধারাবাহিক হতে হবে। তাহলেই জায়গাটা নিজের করে নিতে পারবে,’ যোগ করেন তিনি।
এশিয়া কাপে আফগান লেগস্পিনার রশিদ খানের সঙ্গে একান্ত আলাপ রিশাদের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও জানান মুশতাক।
‘আমি নিজেই চেয়েছিলাম রিশাদ যেন রশিদের সঙ্গে কথা বলে। তারা নিজেদের অভিজ্ঞতা ভাগ করেছে। রিশাদ আলাদা ধরনের বোলার, তবে রশিদ বা আদিল রশিদের মতো সিনিয়রদের সঙ্গে এমন আলোচনা তরুণদের মানসিকভাবে অনেক এগিয়ে দেয়,’ বলেন মুশতাক।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগে মুশতাক আশাবাদী বাংলাদেশের ক্লিন–সুইপের ব্যাপারে।
‘ইনশা আল্লাহ, আমরা ৩–০ জিততে পারব। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিশ্বাস। আমাদের প্রতিভা আছে, এখন দরকার দৃঢ় বিশ্বাস,’ বলেন তিনি।
বাংলাদেশের স্পিন ঘরানা এতদিন ছিল বাঁহাতি বোলারদের রাজত্বে। কিন্তু রিশাদ হোসেন যেন এক নতুন দিক উন্মোচন করেছেন— আক্রমণাত্মক, আত্মবিশ্বাসী, এবং মুশতাক আহমেদের ভাষায়, “টেস্ট ক্রিকেটের জন্য একদম প্রস্তুত।”
মন্তব্য করুন