এশিয়ার ক্রিকেট শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়া কাপের সুপার ফোর পর্বের খেলা চলছে। ইতোমধ্যেই ফাইনালে জায়গা করে নিয়েছে আসরের রেকর্ড শিরোপাজয়ী দল ভারত। এবার রোহিত শর্মার দলের সাথে ফাইনাল খেলার লড়াইয়ে মুখোমুখি দুই সহআয়োজক শ্রীলঙ্কা ও পাকিস্তান। অঘোষিত এই সেমিফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সাড়ে তিনটায় ম্যাচ শুরুর কথা থাকলেও বৃষ্টির কারণে দুই ঘণ্টারও বেশি দেরিতে টস অনুষ্ঠিত হয়েছে। তবে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। বৃষ্টির কারণে ম্যাচটি কমে ৪৫ ওভারে অনুষ্ঠিত হবে।
খেলায় ইনজুরি এবং ভারতের কাছে রেকর্ড ব্যবধানে হারার পর পাঁচ পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাবর আজমের দল। অন্যদিকে ভারতের কাছে জয়ের নিকটে যেয়েও হারা শ্রীলঙ্কা দল দুইটি পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে। ওপেনার দিমুথ করুণারত্নের জায়গায় কুশাল পেরেরা ও পেসার কাসুন রাজিথার বদলে প্রমদ মধূসন একাদশে ঢুকেছেন।
পাকিস্তান একাদশ : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহঅধিনায়ক), মোহাম্মদ হারিস, ফখর জামান, আব্দুল্লাহ শফিক, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিন শাহ আফ্রিদি ও জামান খান
শ্রীলঙ্কার একাদশ : পাথুম নিশাঙ্কা, কুশাল পেরেরা, কুশাল মেন্ডিস, সেদিরা সামিরাবিক্রমা, চারিথ আশালঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দাসুন সানাকা (অধিনায়ক), দুনিথ ওয়াল্লাগে, মাহেশ থিকসেনা, মাহেশা পাথিরানা ও প্রমদ মধূসন।
মন্তব্য করুন