

৮৯তম ওভারের তৃতীয় বলে তাইজুলের বলে আউট হন হামফ্রিস। এর মধ্য দিয়ে নিজেদের প্রথম ইনিংসে ২৬৫ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। বাংলাদেশের প্রথম ইনিংস থেকে ২১১ রানে পিছিয়ে আয়ারল্যান্ড। টাইগাররা আয়ারল্যান্ডকে ফলো-অন না করিয়ে ব্যাটিংয়ে নেমেছে
৭৬ রানে ৪ উইকেট বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলামের। ২টি করে উইকেট খালেদ আহমেদ ও হাসান মুরাদের।
৫ উইকেটে ৯৮ রান নিয়ে তৃতীয় দিন সকালে ব্যাটিংয়ে নামেন লরকান টাকার ও স্টিফেন দোহেনি। তাদের দুজনের জুটিতেই ফলোঅন এড়ানোর আশা জাগায় আয়ারল্যান্ড। প্রথম ঘণ্টায় কিছু সুযোগ দিলেও বাংলাদেশের বোলারদের বেশ ভালোভাবেই সামলেছেন তারা দুজন।
তবে এক ওভারে দুই উইকেট নিয়ে জুটি ভাঙেন তাইজুল। পরবর্তীতে টাকার অপরাজিত ৭৫ ও জর্ডান নেইল ৪৯ রান করে আইরিশদের রান আড়াইশতে নিয়ে গেছেন। শেষ পর্যন্ত ২৬৫ রানে অল আউট হয়েছে সফরকারীরা। ২১১ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ।
মন্তব্য করুন