স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৪০ পিএম
অনলাইন সংস্করণ

যুব এশিয়া কাপে টানা দ্বিতীয় জয়ে সেমির পথে বাংলাদেশ

জাওয়াদ আবরার। ছবি : সংগৃহীত
জাওয়াদ আবরার। ছবি : সংগৃহীত

নেপালের বিপক্ষে ম্যাচটি ছিল কাগজে-কলমে সহজ, কিন্তু যুব এশিয়া কাপে এমন ম্যাচই অনেক সময় ফাঁদ হয়ে দাঁড়ায়। সেই ফাঁদে পা না দিয়ে দায়িত্বশীল ক্রিকেট খেলেই টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল। ব্যাটে-বলে নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ৭ উইকেটের জয় এনে দিলেন ওপেনার জাওয়াদ আবরার, যাঁর ব্যাট থেকেই এসেছে ম্যাচের সবচেয়ে বড় গল্প।

দুবাইয়ের সেভেনস স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশ আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। শুরু থেকেই নেপালের ব্যাটিংয়ে চেপে ধরে যুব টাইগারদের বোলাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে হারাতে ৩১.১ ওভারে মাত্র ১৩০ রানে অলআউট হয়ে যায় নেপাল অনূর্ধ্ব–১৯ দল। অভিষেক তিওয়ারির ৩০ রানই ছিল তাদের সর্বোচ্চ সংগ্রহ।

বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন মোহাম্মদ সবুজ। ৩ উইকেট নিয়ে নেপালের ইনিংসে বড় ধাক্কা দেন তিনি। সাদ ইসলাম, শাহরিয়ার আহমেদ ও আজিজুল হাকিম তামিম নেন ২টি করে উইকেট, আর একটি শিকার করেন শাহরিয়া আল–আমিন। সম্মিলিত বোলিং প্রচেষ্টায় নেপালকে চাপে রেখে ম্যাচের নিয়ন্ত্রণ আগেই নিজেদের হাতে নেয় বাংলাদেশ।

লক্ষ্য তাড়ায় নামার পর শুরুটা অবশ্য একেবারে মসৃণ ছিল না। চতুর্থ ওভারের মধ্যেই দুই উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। রিফাত বেগ ৫ রান করে এবং আজিজুল হাকিম তামিম ১ রান করে ফিরে যান। তবে এক প্রান্ত আগলে রেখে ইনিংস গুছিয়ে নেন জাওয়াদ আবরার।

জাওয়াদের সঙ্গে ধীরে কিন্তু নিশ্চিতভাবে ইনিংস এগিয়ে নেন কালাম সিদ্দিকী অলিন। ঝুঁকি না নিয়ে পরিস্থিতি বুঝে খেলার ফলেই বড় জুটির ভিত গড়ে ওঠে। আগের ম্যাচের মতো এবারও ফিফটির দেখা পান জাওয়াদ। ৬৮ বলে ৭০ রানের অপরাজিত ইনিংসে ছিল পরিপক্বতার ছাপ। কালাম ৬৬ বলে ৩৪ রান করে আউট হলেও ততক্ষণে জয় অনেকটাই নিশ্চিত।

শেষ দিকে রিজান হোসেন ৮ বলে ১২ রান করে দ্রুত কাজ সেরে দেন। ২৪.৫ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ, হাতে থাকে ৭ উইকেট ও ১৫১ বল। এই জয়ে গ্রুপ পর্বে টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল যুব টাইগাররা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩/  / রাষ্ট্রীয় সম্মান ফিরিয়ে দিলেন নিয়ামুল মুক্তা

দেশজুড়ে সপ্তাহব্যাপী যৌথবাহিনীর অভিযান, গ্রেপ্তার ৫০৪

নির্বাচনের সার্বিক পরিবেশ ভালো : ইসি সানাউল্লাহ

১ হাজার ইউক্রেনীয় সেনার মৃতদেহ ফেরত দিল রাশিয়া

বিয়ের আগে শারীরিক সম্পর্ক, প্রেমিক-প্রেমিকাকে ১৪০ বেত্রাঘাত

ডায়াবেটিসে পুরো ফল না ফলের রস, কোনটি বেশি উপকারী

রিকশার গণজোয়ার দেখে অনেকের মাথা খারাপ হতে পারে : মামুনুল হক

পুনরায় গাজাবাসীর জন্য রাফাহ সীমান্ত খুলে দিচ্ছে ইসরায়েল

শবেবরাতে বিশেষ পদ্ধতির কোনো নামাজ আছে? জেনে নিন

আরও ২ নেতাকে বহিষ্কার করল বিএনপি

১০

পেটের পরজীবী কী এবং কেন এটি একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা

১১

একমাত্র আমরাই শরিয়ার পক্ষে লড়াই করে যাচ্ছি : চরমোনাই পীর

১২

নবম পে-স্কেল আদায়ে যে আলটিমেটাম দিলেন সরকারি কর্মচারীরা

১৩

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

১৪

মোবাইল ফোন বা ওয়াই-ফাই কি ক্যানসারের কারণ

১৫

মার্কিন হামলায় কেন এবার ভিন্ন প্রতিক্রিয়া দেখাবে ইরান

১৬

জাতিসংঘ শান্তি কমিশনের ভাইস চেয়ারম্যান নির্বাচিত বাংলাদেশ

১৭

মিছিল-স্লোগানে মিলছে জনস্রোত, লোকারণ্য কালেক্টরেট মাঠ

১৮

চ্যাম্পিয়নস লিগ প্লে-অফে আবার মুখোমুখি রিয়াল ও বেনফিকা

১৯

বাসের ধাক্কায় নৌবাহিনীর সদস্য নিহত

২০
X