ভারতে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে গত দুই আসরের রানার্সআপ নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিং করবে টাইগাররা। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় খেলাটি শুরু হবে।
ধর্মশালায় ইংল্যান্ডের বিপক্ষে শোচনীয় পরাজয়ের একাদশ থেকে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ দল। আগের ম্যাচে বেশ ভালো বোলিং করলেও মেহেদী হাসানকে আজ খেলাচ্ছে না বাংলাদেশ। তার জায়গায় দলে ফেরানো হয়েছে মাহমুদউল্লাহকে।
অন্যদিকে ইংল্যান্ড ও নেদারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে দুর্দান্ত সূচনা করা নিউজিল্যান্ডও এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে। দলে ফেরা অধিনায়ক কেন উইলিয়ামসনকে জায়গা করে দিয়েছেন উইল ইয়াং। মজার ব্যাপার হলো, ঠিক আগের ম্যাচেই ৭০ রানের ইনিংস খেলেছিলেন ইয়াং। উইলিয়ামসন ফেরায় আজ ওপেন করতে পারেন রাচিন রবীন্দ্র।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ।
নিউজিল্যান্ড একাদশ:ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেইন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।
মন্তব্য করুন