স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৩, ০৪:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ভারত বিশ্বকাপে এবার স্টেডিয়াম বিতর্ক

স্টেডিয়ামের হোর্ডিং ভেঙে বিতর্কের সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত
স্টেডিয়ামের হোর্ডিং ভেঙে বিতর্কের সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত

অক্টোবরের পাঁচ তারিখ ভারতে পর্দা উঠেছে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ত্রয়োদশ আসরের। তবে বৈশ্বিক ক্রিকেটের শ্রেষ্ঠত্বের এই আসরে শুরু থেকেই বিতর্ক পিছু নিয়েছে। প্রতিদিনই নতুন বিতর্ক এবং ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) আসরের আয়োজন নিয়ে একের পর এক সমালোচনার মধ্যে এবার নতুন করে বিশ্বকাপের স্টেডিয়াম নিয়ে বিতর্ক দেখা দিয়েছে।

এবারের বিতর্ক আসে গতকালের অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা ম্যাচের ভেন্যু লখনৌর একানা স্টেডিয়াম থেকে। শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়ার মধ্যকার সোমবারের ম্যাচে হানা দেয় বৃষ্টি। এর আগে পর্যন্ত ম্যাচ চলছিল ভালোই। তবে দমকা বাতাসসহ বৃষ্টি আবহ বদলে দেয় ম্যাচের। বাতাসের কারণে ভেঙে যায় গ্যালারির হোর্ডিং। এতে অনেক বড় বিপদ হতে পারত। তবে ভারত বিশ্বকাপের আরেকটি সমালোচনার জায়গা খালি গ্যালারি আশীর্বাদই হয়ে দেখা দেয়। না হলে বড় রকমের দুর্ঘটনা দেখত ক্রিকেট দুনিয়া।

এবারের বিশ্বকাপে শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়া সোমবারের আগে কোনো ম্যাচ জেতেনি। তাই দুই দলের কাছেই ম্যাচটি ছিল গুরুত্বপূর্ণ। সেটা বুঝেই কিছুটা দর্শক সমাগম হলো একানা স্টেডিয়ামে। কিন্তু মাঠ যদি ভর্তি থাকত তাহলে এই ম্যাচে বড় দুর্ঘটনা হতে পারত। ম্যাচের মাঝে একবার বৃষ্টি আসে। তাই বন্ধ ছিল ম্যাচ। পরে শুরু হলেও বেশ জোরে হাওয়া বইছিল। তাতেই ভেঙে যায় হোর্ডিং। অনেক দর্শককে সেই জায়গা থেকে সরে যেতে হল। শ্রীলঙ্কার ইনিংস শেষ হওয়ার পর যা আরও বেড়ে যায়। বাধ্য হয়ে মাইকের মাধ্যমে খেলা দেখতে আসা দর্শকদের সাবধান হওয়ার জন্য ঘোষণা দেওয়া হয়। সেই সময় বেশ জোরে হাওয়া বইছিল। মাঠে ঘোষণা করা হয় সবাইকে উপরের সারি থেকে নিচের সারিতে নেমে আসতে।

শেষ পর্যন্ত অবশ্য দুর্ঘটনা ছাড়াই ম্যাচ শেষ হয়েছে। ম্যাচে শ্রীলঙ্কা আগে ব্যাট করে ২০৯ রান করে। জবাবে অস্ট্রেলিয়া ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয়। শ্রীলঙ্কার দুই ওপেনার পাথুম নিশাঙ্কা (৬১) এবং কুশাল পেরেরা (৭৮) ১২৫ রানের জুটি গড়লেও পরের দিকের ব্যাটারেরা আর কেউ তেমন রান পাননি। ফলে ২০৯ রানের বেশি করতে পারেনি শ্রীলঙ্কা।

সেই রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ২৪ রানে ২ উইকেট হারায়। মিচেল মার্শ করেন ৫২ রান। এরপর মার্নাস লাবুশেন (৪০) এবং জস ইংলিসে (৫৮) ব্যাটে ভর করে ম্যাচ জেতে অজিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভ‍্যন্তরীণ ইস্যুতে কোনো দেশের হস্তক্ষেপের বিরুদ্ধে বাংলাদেশ : দিল্লিতে নিরাপত্তা উপদেষ্টা

বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে দশমবার শপথ নিলেন নীতিশ কুমার

আখাউড়া স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য মাছ রপ্তানি বন্ধ

সাকিব আল হাসানকে দুদকে তলব

হাজিরা দিতে এসে ছাত্রদল নেতা রক্তাক্ত 

মেজর সিনহা হত্যা / ওসি প্রদীপ-লিয়াকতের মৃত্যুদণ্ড বহালের রায় প্রকাশ

আরও ১ নেতাকে ‘সুখবর’ দিল বিএনপি

সন্তানের কোন কোন আমলে মৃত মা-বাবার গোনাহ মাফ হয়? জেনে নিন

শিক্ষিকা স্ত্রীর মামলায় শিক্ষক স্বামী কারাগারে

রাঙামাটিতে শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত, হরতালও প্রত্যাহার

১০

দিনেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল, একের পর এক বিস্ফোরণ

১১

ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় কমেছে স্বর্ণের দাম

১২

যে গোনাহ একবার করার সাজা ১০ গুণেরও বেশি!

১৩

সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে পেট্রোল বোমা নিক্ষেপ

১৪

বিপিএল : বড় চমক দেখাল ঢাকা ক্যাপিটালস

১৫

তারেক রহমানের জন্মদিনে ড্যাবের দোয়া মাহফিল

১৬

ফিলিস্তিনিদের সুখবর দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

১৭

স্কুলছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, থানায় গেলেন প্রথম স্ত্রী

১৮

দুবাই এয়ারশোতে রাশিয়ার স্টেলথ ফাইটারের তাক লাগানো প্রদর্শনী

১৯

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল নিয়ে জামায়াতের প্রতিক্রিয়া

২০
X