স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৩, ০৪:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ভারত বিশ্বকাপে এবার স্টেডিয়াম বিতর্ক

স্টেডিয়ামের হোর্ডিং ভেঙে বিতর্কের সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত
স্টেডিয়ামের হোর্ডিং ভেঙে বিতর্কের সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত

অক্টোবরের পাঁচ তারিখ ভারতে পর্দা উঠেছে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ত্রয়োদশ আসরের। তবে বৈশ্বিক ক্রিকেটের শ্রেষ্ঠত্বের এই আসরে শুরু থেকেই বিতর্ক পিছু নিয়েছে। প্রতিদিনই নতুন বিতর্ক এবং ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) আসরের আয়োজন নিয়ে একের পর এক সমালোচনার মধ্যে এবার নতুন করে বিশ্বকাপের স্টেডিয়াম নিয়ে বিতর্ক দেখা দিয়েছে।

এবারের বিতর্ক আসে গতকালের অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা ম্যাচের ভেন্যু লখনৌর একানা স্টেডিয়াম থেকে। শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়ার মধ্যকার সোমবারের ম্যাচে হানা দেয় বৃষ্টি। এর আগে পর্যন্ত ম্যাচ চলছিল ভালোই। তবে দমকা বাতাসসহ বৃষ্টি আবহ বদলে দেয় ম্যাচের। বাতাসের কারণে ভেঙে যায় গ্যালারির হোর্ডিং। এতে অনেক বড় বিপদ হতে পারত। তবে ভারত বিশ্বকাপের আরেকটি সমালোচনার জায়গা খালি গ্যালারি আশীর্বাদই হয়ে দেখা দেয়। না হলে বড় রকমের দুর্ঘটনা দেখত ক্রিকেট দুনিয়া।

এবারের বিশ্বকাপে শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়া সোমবারের আগে কোনো ম্যাচ জেতেনি। তাই দুই দলের কাছেই ম্যাচটি ছিল গুরুত্বপূর্ণ। সেটা বুঝেই কিছুটা দর্শক সমাগম হলো একানা স্টেডিয়ামে। কিন্তু মাঠ যদি ভর্তি থাকত তাহলে এই ম্যাচে বড় দুর্ঘটনা হতে পারত। ম্যাচের মাঝে একবার বৃষ্টি আসে। তাই বন্ধ ছিল ম্যাচ। পরে শুরু হলেও বেশ জোরে হাওয়া বইছিল। তাতেই ভেঙে যায় হোর্ডিং। অনেক দর্শককে সেই জায়গা থেকে সরে যেতে হল। শ্রীলঙ্কার ইনিংস শেষ হওয়ার পর যা আরও বেড়ে যায়। বাধ্য হয়ে মাইকের মাধ্যমে খেলা দেখতে আসা দর্শকদের সাবধান হওয়ার জন্য ঘোষণা দেওয়া হয়। সেই সময় বেশ জোরে হাওয়া বইছিল। মাঠে ঘোষণা করা হয় সবাইকে উপরের সারি থেকে নিচের সারিতে নেমে আসতে।

শেষ পর্যন্ত অবশ্য দুর্ঘটনা ছাড়াই ম্যাচ শেষ হয়েছে। ম্যাচে শ্রীলঙ্কা আগে ব্যাট করে ২০৯ রান করে। জবাবে অস্ট্রেলিয়া ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয়। শ্রীলঙ্কার দুই ওপেনার পাথুম নিশাঙ্কা (৬১) এবং কুশাল পেরেরা (৭৮) ১২৫ রানের জুটি গড়লেও পরের দিকের ব্যাটারেরা আর কেউ তেমন রান পাননি। ফলে ২০৯ রানের বেশি করতে পারেনি শ্রীলঙ্কা।

সেই রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ২৪ রানে ২ উইকেট হারায়। মিচেল মার্শ করেন ৫২ রান। এরপর মার্নাস লাবুশেন (৪০) এবং জস ইংলিসে (৫৮) ব্যাটে ভর করে ম্যাচ জেতে অজিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবেন সাংবাদিক সম্পদ

দুর্নীতিবাজদের বর্জন করুন, জনগণের ভরসা হতে চাই : শাকিল উজ্জামান

তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত

টাকা বাঁচাতে লেভানদোভস্কিকে গোল করতে মানা করেছিল বার্সা!

মুক্তিযুদ্ধকে বিএনপির মতো অন্য কোনো দল ধারণ করে না: শামা ওবায়েদ

মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা

ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ

রাজধানীতে ছিনতাইকারীদের কবলে বিচারক, খোয়ালেন মোবাইল-চশমা

চট্টগ্রামের বাঁশখালীতে ছোট কাজে বড় অনিয়ম

লালদিয়া-পানগাঁও টার্মিনাল / ১০ বছরের করমুক্ত সুবিধা পাবে দুই বিদেশি কোম্পানি

১০

রামপুরায় বাসে আগুন

১১

যুবদলের পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

১২

আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যা, যুবক গ্রেপ্তার

১৩

এবার ‘রাজসাক্ষী’ হয়ে আরেক পুলিশ সদস্যের জবানবন্দি

১৪

দুই ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের ৮ নেতাকর্মী কারাগারে

১৫

নবায়নযোগ্য জ্বালানির দাবিতে নৌবহর কর্মসূচি

১৬

সময় টিভির চেয়ারম্যান মোরশেদুল ইসলামের পদত্যাগ

১৭

ইতালি নেওয়ার লোভ দেখিয়ে লিবিয়ায় নিয়ে তিন বাংলাদেশিকে গুলি করে হত্যা

১৮

জানা গেল বিপিএল নিলামের নতুন তারিখ

১৯

রোজা শুরু হতে আর কত দিন বাকি? জেনে নিন

২০
X