স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ০৯:৪৮ পিএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ০৯:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে আরও একটি হতাশার রাত

হতাশার বিশ্বকাপে সবার আগে বিদায় সাকিবদের। ছবি: সংগৃহীত
হতাশার বিশ্বকাপে সবার আগে বিদায় সাকিবদের। ছবি: সংগৃহীত

ভারতে হওয়া বিশ্বকাপের ১৩তম আসরে বাংলাদেশ ক্রিকেট দলের স্বপ্ন ছিল শিরোপা না হলেও অন্তত সেমিফাইনাল যাতে খেলতে পারে। সেই লক্ষ্যে ভারতে পা রাখলেও টানা পাঁচ হারে সেই স্বপ্ন শেষ হয়েছে আগেই। হতাশার এই বিশ্বকাপে সাকিব আল হাসানের দলের লক্ষ্য ছিল শেষের ম্যাচগুলো জিতে বিশ্বকাপের শেষটুকু রাঙ্গানো তবে সেই লক্ষ্যেও বিফল বাংলাদেশ। পাকিস্তানের কাছে আজকের হারে এই বিশ্বকাপে আরও একটি হতাশার রাত উপহার পেল বাংলাদেশ।

কলকাতার ‍বিখ্যাত ইডেন গার্ডেন্সে মঙ্গলবার (৩১ অক্টোবর) ভারত বিশ্বকাপের ৩১তম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানের পেসারদের তোপে ৪৫.১ ওভারে মাত্র ২০৪ রানে গুটিয়ে যায় টাইগারদের ইনিংস। জবাব দিতে নেমে মাত্র ৩ উইকেট হারিয়ে বাংলাদেশি বোলারদের পাড়ার বোলার বানিয়ে ১০৫ বল হাতে রেখেই জয় তুলে নিয়েছে পাকিস্তান। এই পরাজয়ে সবার আগে বিশ্বকাপ থেকে ছিটকে গেল বাংলাদেশ।

সহজ লক্ষ্য তাড়ায় এদিন শুরু থেকেই তাসকিন-শরীফুলদের ওপর চড়াও হন দুই পাক ওপেনার আব্দুল্লাহ শফিক ও ফখর জামান। ২১ ওভারের মধ্যে তারা দলকে এনে দেন ১২৮ রান। ২২তম ওভারের প্রথম বলে গিয়ে উইকেটের দেখা পায় বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজকে সুইপ খেলতে গিয়ে এলবিডব্লিউ হন আব্দুল্লাহ শফিক। আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেও লাভ হয়নি। ৬৯ বলে ৯ চার ও ২ ছক্কায় ৬৮ রানে থামে তার ইনিংস। দলীয় ১৬০ রানে দ্বিতীয় উইকেট হারায় পাকিস্তান। ক্রিজে নেমে সুবিধা করতে পারেননি অধিনায়ক বাবর আজম। ১৬ বলে ৯ রান করে মিরাজকে ছক্কা হাঁকাতে গিয়ে লং অনে মাহমুদউল্লাহ রিয়াদের হাতে ধরা পড়েন তিনি। অন্যদিকে পাঁচ ম্যাচ পর ফেরা ফখর ফেরেন ব্যক্তিগত ৮১ রানের ইনিংস খেলে। ৭৪ বলে ৭ ছক্কা ও ৩ চারে সাজানো ছিল তার ইনিংসটি। শেষদিকে মোহাম্মদ রিজওয়ানের ২১ বলে ২৬ ও ইফতিখার আহমেদের ১৫ বলে ১৭ রানের অপরাজিত ইনিংসে ভর করে ৩২.৩ ওভারে জয় নিশ্চিত করে পাকিস্তান। ৯ ওভার বল করে ৬০ রান খরচায় ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সফলতম বোলার মিরাজ। টানা চার হারের পর চলতি বিশ্বকাপে জয়ের মুখ দেখলো পাকিস্তান। কিন্তু ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারল না বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে আসর শুরুর পর টানা ষষ্ঠ হার দেখলো টাইগাররা। বিশ্বকাপ ইতিহাসে একটানা এত ম্যাচ এর আগে কখনো হারেনি বাংলাদেশ।

এর আগে বিখ্যাত এই স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমেই প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। ইনিংসের পঞ্চম বলে তানজিদ তামিমকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন শাহিন আফ্রিদি। টুর্নামেন্টজুড়ে ব্যর্থ জুনিয়র তামিম ফিরেছেন শূন্য রানে, বাংলাদেশও প্রথম উইকেট হারায় কোনো রান না তুলতেই। তানজিদকে ফিরিয়ে ওডিআইতে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করেছেন আফ্রিদি।

খারাপ সময়ে থাকা শান্তও টেকেননি। শাহিন পরের ওভারে বল করতে এসেই ফেরান ৪ রান করা শান্তকে। শর্ট মিডউইকেটে উসামা মীর ডানদিকে ঝুঁকে দারুণ ক্যাচ তালুবন্দী করেছেন। তৃতীয় ওভার শেষে স্কোরবোর্ডে ৬ রান তুলতেই দ্বিতীয় উইকেট হারিয়েছে বাংলাদেশ।

৫ ওভারে ১০ রানে দুই উইকেট হারানোর পর মুশফিকুর রহিমকে ব্যাটিং অর্ডারে প্রমোশন দিয়ে পাঠানো হয়েছিল। ব্যর্থ তিনিও। হারিস রউফের ইনসুইং তার ব্যাটে চুমু দিয়ে জমা হয়েছে উইকেটকিপার রিজওয়ানের গ্লাভসে। বাংলাদেশের স্কোর তখন ৬ ওভারে মাত্র ২৩! ৫ রানেই শেষ হয়েছে মুশফিকের ইনিংস।

চতুর্থ উইকেট জুটিতে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে জুটি গড়েন লিটন। এদিন ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে পাঁচে নেমেছেন মাহমুদউল্লাহ। আস্থার প্রতিদানও দিচ্ছেন ব্যাটে। তাদের জুটিতেই ১১তম ওভার শেষে দলীয় অর্ধশতক পূর্ণ করে টাইগাররা। এরপর ১৭তম ওভারে এই জুটি পূর্ণ করে ৫০ রান। ২১তম ওভারে শতরান পূর্ণ হয় বাংলাদেশের। কিন্তু ঠিক এর পরেই বিদায় নেন লিটন।

লিটন না পারলেও অর্ধশতক ,হাঁকিয়েছেন মাহমুদউল্লাহ। ৭০ বলে ৬ চার ও ১ ছয়ে ৫৬ রান করে শাহিনের দুর্দান্ত এক বলে বোল্ড হয়ে যান তিনি। এরপর ব্যাট করতে নেমে একটা ছক্কা মেরেই ওসামা মীরের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন তাওহিদ হৃদয়।

সাকিব-মিরাজ জুটি বেঁধে দলকে ২০০ এর দিকে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু সাকিব বিদায় নেন ১৮৫ রানে। বিশ্বকাপে এসে শর্ট বলে সংগ্রাম করতে হচ্ছে সাকিবকে। পাকিস্তানের বিপক্ষেও শর্ট বলে ঠিকঠাক খেলতে পারছিলেন না। তবে সময়ের সঙ্গে ছন্দ খুঁজে পাচ্ছিলেন টাইগার দলপতি। কিন্তু অর্ধশতকের কাছাকাছি পৌঁছে হারিস রউফের শর্ট বলটা ঠিকমতো পুল করতে পারলেন না। সোজা ক্যাচ তুলে ধরা পড়লেন আগা সালমানের হাতে। ৬৪ বলে ৪ চারে ৪৩ রান করে আউট হন টাইগার দলপতি।

৪৪ ওভারের প্রথম বলে মোহাম্মদ ওয়াসিমের দারুণ গতির বল তুলে মারতে চেয়েছিলেন মিরাজ। কিন্তু বলে-ব্যাটে হয়নি। ৩০ বলে ১ চার ও ১ ছয়ে ২৫ রান করেন মিরাজ। মিরাজের বিদায়ের পর আর বেশিক্ষণ টেকেনি বাংলাদেশ। শেষ তিন ব্যাটারকেই ফেরান মোহাম্মদ ওয়াসিম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহেরপুর সীমান্তে ৩৯ নারী-পুরুষকে হস্তান্তর বিএসএফের

সেই রইস উদ্দিনের বাড়িতে অপু বিশ্বাস

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের পদত্যাগ

পারমাণবিক অস্ত্রভাণ্ডার নিয়ে কিম জং উনের নতুন হুমকি

কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

এনবিআরের ১৭ কর্মকর্তার সম্পদের খোঁজে দুদক

১৮০ টাকার জন্য পরীক্ষা দিতে দিলেন না প্রধান শিক্ষক

৪১ হাজার শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, যেভাবে জানা যাবে

ভুলেও প্রেসার কুকারে রান্না করবেন না যে ৫ খাবার

আলো-অন্ধকারের দার্শনিক জহির রায়হানের জন্মবার্ষিকীতে গভীর অভিবাদন

১০

‘ত্রাণ নয়, রাস্তা চাই’

১১

‘ডাকসুকে ব্যবহার করে বড় নেতা হয়েছেন, শিক্ষার্থীদের উন্নয়ন হয়নি’

১২

প্রতিজ্ঞা ভেঙে হোয়াইট হাউসে স্যুট পরে হাজির জেলেনস্কি

১৩

এনসিপি থেকে বহিষ্কার হয়ে মাহিনের ‘বিস্ফোরক’ মন্তব্য

১৪

বেরোবিতে তৃতীয় দিনেও অনশন চলছে, গঠনতন্ত্র চূড়ান্তে ইউজিসির সভা বৃহস্পতিবার

১৫

মাটির নিচে মিলল পিস্তল-গুলি

১৬

জুলাই গণহত্যার আসামির জামিন বিষয়ে আইন উপদেষ্টার বক্তব্য

১৭

নামাজরত ব্যক্তির সামনে দিয়ে যাওয়া-আসা করলে কি ৪০ দিনের ইবাদত নষ্ট হয়ে যায়?

১৮

হঠাৎ অবসরে যাওয়ার ঘোষণা দিলেন মার্কিন বিমানবাহিনীর প্রধান

১৯

ইসিকে ৪০ লাখ ইউরো সহায়তা দেবে ইইউ

২০
X