স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ০৫:৫২ পিএম
অনলাইন সংস্করণ

মিরাজের দুর্দান্ত বোলিংয়ের পরও সিলেটে বাংলাদেশের পরাজয়

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সিলেট টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে লজ্জাজনক হার দিয়ে শুরু করল বাংলাদেশ। ম্যাচের বেশিরভাগ সময় ছন্নছাড়া পারফরম্যান্স আর গুরুত্বপূর্ণ মুহূর্তে ব্যর্থতা—সব মিলিয়ে ঘরের মাঠে নিজেদেরই হারিয়ে খুঁজেছে টাইগাররা। এই নাটকীয় টেস্টের চতুর্থ দিনের শেষ দৃশ্যটা ছিল চরম হতাশার। রোমাঞ্চ আর উত্তেজনার রঙে রাঙানো ম্যাচে শেষ হাসি হাসল সফরকারী জিম্বাবুয়ে, যারা শেষবার টেস্ট জিতেছিল ২০২১ সালের মার্চে। আর বাংলাদেশের মাটিতে এই জয় তাদের ২০১৮ সালের পর প্রথম।

প্রথম ইনিংসেই বাংলাদেশের পতনের বীজ রোপিত হয়েছিল। ব্যাটারদের দায়িত্বজ্ঞানহীনতায় ১৯১ রানে গুটিয়ে যায় প্রথম ইনিংস। শান্ত, মমিনুল, জাকের আলী চেষ্টা করলেও একা লড়াইতে কাজ হয়নি। এরপর জিম্বাবুয়ে তাদের প্রথম ইনিংসে তোলে ২৭৩ রান, যেখানে বেনেট, উইলিয়ামস ও মায়াভোদের কার্যকর ইনিংস ম্যাচের ভিত্তি তৈরি করে।

এরপর দ্বিতীয় ইনিংসে যখন ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল, তখনও বাংলাদেশের শুরুটা ছিল নড়বড়ে। তবে শান্ত-মমিনুল জুটি কিছুটা আশা জাগায়, এরপর জাকের আলীর দারুণ হাফসেঞ্চুরি দলের রানে রঙ চড়ালেও তা যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ২৫৫ রানে অলআউট হয়ে বাংলাদেশ জিম্বাবুয়েকে দেয় ১৭৪ রানের লক্ষ্য।

লক্ষ্য তাড়া করতে নেমে সফরকারীদের শুরুটা ছিল দারুণ ঝড়ো। বেনেট-ক্যারানরা যেন আগুনে ব্যাট চালাতে থাকেন। তবে তখনই ম্যাচে নাটকীয় মোড় নেয়। একসময় উড়তে থাকা জিম্বাবুয়ে দ্রুত উইকেট হারিয়ে জিম্বাবুয়ে দাঁড়ায় সংকটে। সেখান থেকেই মাদেভেরের সাহসী ব্যাটিং, সাথে মাসাকাদজা ও নগারাভার কার্যকর ক্যামিও জিম্বাবুয়েকে এনে দেয় ৩ উইকেটের ঐতিহাসিক জয়।

এই হারে ভেঙে পড়েছে বাংলাদেশ শিবির। এই ম্যাচটিকে তারা ভাবতেই পারে ‘হারানোর টেস্ট’। কারণ, পরিসংখ্যান বলছে—ঘরের মাঠ, স্পিন সহায়ক উইকেট, প্রতিপক্ষ টেস্ট র‍্যাঙ্কিংয়ে অনেক নিচে, তারপরও এই ব্যর্থতা কোনোভাবেই মানা যাচ্ছে না।

বিশেষ করে মিরাজের মতো একজন স্পিনার যখন ১০ উইকেট শিকার করেন, মমিনুল করেন ফিফটি, শান্ত ফেরেন ফর্মে—তখন এতবড় হারের কোনো ব্যাখ্যা থাকতে পারে না। এই হার মনে করিয়ে দেয়, টেস্ট ক্রিকেট এখনও ‘সাহস, ধৈর্য আর পরিকল্পনার খেলা’। আর এই তিনটি জায়গাতেই পিছিয়ে বাংলাদেশ।

এখন সামনে চট্টগ্রাম টেস্ট। তবে প্রশ্নটা রয়ে গেল—এই লজ্জা থেকে ঘুরে দাঁড়াতে কতটা প্রস্তুত টাইগাররা? ঘরের মাঠে এমন হারের পর আত্মবিশ্লেষণের বিকল্প যে নেই!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামীর বাংলাদেশে বিএনপি-জামায়াত একক নেতৃত্ব দিতে পারবে না : সারজিস

বিসিবি প্রস্তাব দিলে অধিনায়কের দায়িত্ব নেবেন কী না, জানালেন লিটন

স্ক্রিন থেকেই অ্যান্ড্রয়েড ফোন রিস্টার্ট করার সহজ উপায়

জনগণ সচেতন থাকলে নির্বাচন সুন্দর হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা 

সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে নারী উদ্ধার, বাবা-ছেলে আটক

ট্রাম্পের উপস্থিতিতে আরেক যুদ্ধবিরতি স্বাক্ষর

এমটিবি-ইউসেপ স্কিলস ট্রেনিং ইনস্টিটিউট’র উদ্বোধন

৭ দিন পর উৎপাদনে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট

নির্বাচনকে সামনে রেখে সিমকার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত সরকারের

এবার কলকাতায় একসঙ্গে ফারিণ-চঞ্চল

১০

মেট্রোরেল চলাচল শুরু

১১

মেট্রোরেলে দুর্ঘটনায় নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা : উপদেষ্টা ফাওজুল কবির

১২

ঘাটে ফিরেছে প্রাণচাঞ্চল্য

১৩

ফেব্রুয়ারিতে দেশপ্রেমিক দলকে নির্বাচিত করতে হবে : দুদু

১৪

দুর্নীতিমুক্ত রাষ্ট্র বিনির্মাণে ধর্মীয় শিক্ষার গুরুত্ব অপরিসীম : ইআবি ভিসি

১৫

বিসিবির প্রস্তাব ফিরিয়ে দিলেন শান্ত

১৬

স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের দুই সপ্তাহের Students outbound program শুরু

১৭

ব্যস্ততার মাঝেও ওজন নিয়ন্ত্রণে রাখার ৩ সহজ কৌশল

১৮

এর আগেও খুলে গিয়েছিল মেট্রোরেলের বিয়ারিং প্যাড

১৯

১১তম আন্তঃবিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সম্মেলনে বিজয়ী ব্র্যাকইউ, ইউল্যাব ও এসএমইউসিটি

২০
X