ডারউইনে অনুষ্ঠিত টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান শাহিনসের (‘এ’ দল) কাছে ৭৯ রানে হেরে আসর শুরু করেছে বাংলাদেশ ‘এ’ দল। ২২৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে গিয়ে মাত্র ১৪৮ রানে গুটিয়ে যায় নুরুল হাসান সোহানের দল, ম্যাচ শেষ হয় ১৯ বল বাকি থাকতেই।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারিয়ে হতাশ করেন মোহাম্মদ নাঈম শেখ। প্রথম ওভারেই বোল্ড হয়ে গেলে দলের ওপর চাপ বেড়ে যায়। তবে দ্বিতীয় উইকেটে ঝড় তোলেন জিসান আলম ও সাইফ হাসান। মাত্র ৩৮ বলে ৮৬ রানের ঝোড়ো জুটি গড়ে দেন তারা। ৪ ওভারে জুটিতে ৫০ রান পার করে বাংলাদেশ, পাওয়ার প্লের শেষে যোগ হয় ৭৪ রান।
অষ্টম ওভারে জিসান ১৭ বলে ৩৩ রান করে আউট হলে, সাইফ হাসান ৩২ বলে ৫৭ রান করে দলের আশা জাগিয়ে রাখেন। কিন্তু পরবর্তী ব্যাটসম্যানরা পারলেন না কিছু করতে। সোহান ১৬ বলে ২২ রানের ইনিংস ছাড়া কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। শেষ পর্যন্ত মাত্র ৮ রানে ৫ উইকেট হারিয়ে দেড়শর আগেই গুটিয়ে যায় বাংলাদেশ।
পাকিস্তানের পক্ষে বল হাতে সফল ছিলেন ফয়সাল আকরাম ও সাদ মাসুদ, যারা ৩টি করে উইকেট নেন।
পাকিস্তান শাহিনসের ব্যাটিংও ছিল ঝোড়ো। ওপেনার খাওয়াজা নাফে ৩১ বলে ৬১ রান, ইয়াসির খান ৪০ বলে ৬২ রান করে দলের রানের ধারা চালিয়ে যান। তিন নম্বরে নামা সৈয়দ আব্দুল সামাদ শেষ পর্যন্ত অপরাজিত ৫৬ রান করে। প্রথম ওভারেই দলীয় উদ্বোধনী জুটি ৬৯ রানের যোগান দেয়।
বাংলাদেশ ‘এ’ দলের পেসারদের মধ্যে সবচেয়ে কৃপণ ছিলেন হাসান মাহমুদ, ৪ ওভারে মাত্র ৩৪ রান খরচ করেন। এছাড়া রিপন ৪ ওভারে ৪৫, রকিবুল ৪ ওভারে ৪৩, মৃত্যুঞ্জয় ৪ ওভারে ৩৯, মাহফুজুর রাব্বি ৩ ওভারে ৩৯ এবং সাইফ হাসান ১ ওভারে ২৬ রান খরচ করেন।
দলীয় পারফরম্যান্সের মধ্যে জিসান ও সাইফের ব্যাটিংই ছিল উজ্জ্বল দিক, তবে পুরো দল লক্ষ্য পূরণে ব্যর্থ হয়ে বড় হারের মুখে পড়ে। আগামী ম্যাচে দলকে কৌশলগত পরিবর্তন ও ধারাবাহিকতা আনার প্রয়োজনীয়তা আরও স্পষ্ট হয়ে উঠেছে।
মন্তব্য করুন