ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটে ৬ নভেম্বরের বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ নিয়ে সম্ভবত দুই দেশের ক্রিকেট ভক্ত বাদে অন্য কারো ওইরকম আগ্রহ ছিল তবে এই গুরুত্বহীন ম্যাচই ক্রিকেট ইতিহাসতে নতুন করে লিখতে বাধ্য করল। আন্তজার্তিক ক্রিকেট ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ‘টাইমড আউট’ হলেন শ্রীলঙ্কার অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুস। ম্যাচের দুই দিন পেরিয়ে গেলেও এই নিয়ে সমালোচনা-আলোচনা থামছে না। বিষয়টি ঘিরে ‘ক্রিকেট স্পিরিট’ নিয়েও চলছে পক্ষে-বিপক্ষে নানা তর্ক-বিতর্ক। এর মধ্যেই এই ঘটনা নিয়ে অভিনব এক কাণ্ড ঘটাল দিল্লি পুলিশ।
বিষয়টি পুঁজি করে মোটরসাইকেল চালকদের প্রতি ভালো হেলমেট পরার বার্তা পৌঁছে দিল দিল্লি পুলিশ। ভালো একটি হেলমেট ব্যবহার করার গুরুত্ব সম্পর্কে সচেতন করতে তারা ম্যাথুসের ভুল হেলমেট নিয়ে ক্রিজে আসার ছবিটি নিজেদের মতো কিছুটা এডিট করে ব্যবহার করেছে।
একটি সৃজনশীল এবং ক্রিকেট-অনুপ্রাণিত টুইটে, দিল্লি পুলিশ দ্বি-চাকার গাড়ি চালানোর সময় হেলমেট পরার গুরুত্ব সম্পর্কে ভারতের রাজধানীর নাগরিকদের একটি বন্ধুত্বপূর্ণ বার্তা পাঠিয়েছে।
Delhitees! we hope now you have understood the importance of a HELMET. #SLvBAN#CWC2023#AngeloMathews#DelhiPoliceCares pic.twitter.com/bBUkXhGDw7 — Delhi Police (@DelhiPolice) November 7, 2023
দিল্লি পুলিশের টুইট, তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে (সাবেক টু্ইটার) শ্রীলঙ্কার ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথুসের ছবিসহ পোস্ট করা হয়েছে। সেখানে দিল্লি পুলিশ বলে, ‘দিল্লিবাসী! আমরা আশা করি আপনারা এখন হেলমেটের গুরুত্ব বুঝতে পেরেছেন।’
একটি ভালো হেলমেট আপনাকে সময় শেষ হওয়া থেকে রক্ষা করতে পারে। অর্থাৎ, ভালোমানের হেলমেট পরে সড়ক দুর্ঘটনায় নিজের জীবন বাঁচানো সম্ভব, এমন বার্তাটিই দিতে চেয়েছে দিল্লি পুলিশ।
ভারতের সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রনালয়ের দুর্ঘটনার বার্ষিক প্রতিবেদন অনুসারে, ২০২২ সালে, মোট ৫০,০২৯ জন ব্যক্তি হেলমেট পরিধান না করে নিহত হয়েছেন, যার মধ্যে ৩৫,৬৯২ (৭১.৩ শতাংশ) ব্যক্তি চালক এবং ১৪.৩৩৭ (২৮.৭ শতাংশ) ছিলেন আরোহী।
মন্তব্য করুন