দশ দেশ মিলে শুরু হওয়া দেড় মাসের ক্রিকেট যুদ্ধের আজ শেষ দিন। ভারত কিংবা অস্ট্রেলিয়ার যে কোনো একদলের আজ শিরোপা উৎসব দিয়ে পর্দা নামবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এক লাখ ৩২ হাজার দর্শকের সামনে হওয়া টসে হেরে ব্যাটিংয়ে নেমেছে তৃতীয় বিশ্বকাপের আশায় থাকা টিম ইন্ডিয়া। তবে টস হেরে কিন্তু অখুশি নন ভারত দলপতি রোহিত শর্মা।
প্যাট কামিন্স টস জিতে বোলিং নেওয়ার পর তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ আমি টস জিতলে আগে ব্যাটিং করতাম। আহমেদাবাদের পিচ দেখতে ভালো, এটি বড় খেলা, আমাদের কাজ স্কোর বোর্ডে রান লাগানো। এটা আসলেই আশ্চর্যজনক একটি উপলক্ষ হতে যাচ্ছে, যখনই আমরা এই মাঠে খেলি, প্রচুর পরিমাণে আমাদের সমর্থন বেরিয়ে আসে। আসলে এটি ক্রিকেট ইভেন্টের সবচেয়ে বড় উপলক্ষ। আমাদের পুরো ম্যাচজুড়ে সুন্দর এবং শান্ত থাকতে হবে। ফাইনালে ভারত দলকে অধিনায়কত্ব করার আমার যে স্বপ্ন ছিল তা পূরণ হয়েছে। আমি জানি আমাদের সামনে কি আছে। আমাদের ভালো খেলতে হবে এবং ফল পেতে হবে। মাঠে আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। এটি এমন কিছু যা আমরা গত ১০টি ম্যাচে ধারাবাহিকভাবে করেছি। আমরা একই দলে খেলছি এবং আমাদের বিশ্বাস আমরা ভালো করব।’
মন্তব্য করুন