বিশ্বকাপের পরপরই নিজের জীবনের দ্বিতীয় ইনিংসের সূচনা করেছেন পাকিস্তানের ওপেনার ইমাম-উল-হক। নরওয়ে প্রবাসী আনমল মেহমুদকে বিয়ে করেছেন বাঁহাতি ব্যাটার।
শনিবার (২৫ নভেম্বর) লাহোরে জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ইমাম-মেহমুদ জুটি। এর আগে বৃহস্পতিবার কাওয়ালি সন্ধার মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল।
পাকিস্তানের সামা টিভির তথ্যানুসারে, বিয়ের কনে মেহমুদের ইমামের দূরসম্পর্কের আত্মীয়। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলার সময় তাদের মধ্যে ভালোলাগার সম্পর্ক শুরু হয়।
সামাজিক যোগযোগমাধ্যমে ইমামের বিয়ের ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরালকৃত ছবি ও ভিডিওতে দেখা যায় সেখানে উপস্থিত ছিলেন তার চাচা ইনজামাম উল হক, বাবর আজম, সরফরাজ আহমেদ, উসমান কাদির, আজহার আলীসহ আরও পাক তারকারা।
মন্তব্য করুন