প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশের ইনিংস নিয়ে খুব একটা সন্তুষ্টির অবকাশ ছিলো না। কিন্তু দ্বিতীয় দিন বোলাররা সেই ইনিংসকেই নিউজিল্যান্ডের সামনে ‘পাহাড়’ হিসেবেই দাঁড় করিয়ে দিয়েছেন। তাইজুল ইসলামের ঘুর্ণিতে দ্বিতীয় দিন শেষে চালকের আসনে বসেছে বাংলাদেশ দল। দিন শেষে নিউজিল্যান্ড পিছিয়ে আছে ৪৪ রানে। হাতে আছে দুই উইকেট। বাংলাদেশ শিবিরে তাই লিড নেওয়ার আশা। তৃতীয় দিনে দ্রুত দুটি উইকেট তুলে নিয়ে তাই প্রতিপক্ষকে চাপে ফেলতে চাইবে বাংলাদেশ।
সিলেট টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৩১০ রানের জবাবে দ্বিতীয় দিনে বুধবার (২৯ নভেম্বর) ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৬৬ রানে দিনের খেলা শেষ করে নিউজিল্যান্ড। ইনিংসের শুরুতেই তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজের স্পিনে বিভ্রান্ত হয়ে ৪৪ রানে দুই ওপেনারের উইকেট হারায় নিউজিল্যান্ড।
দলীয় ৯৪ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে হেনরি নিকোলসকে ফেরান পেসার শরিফুল। দলীয় ১৬৪ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে তাইজুল ইসলামের দ্বিতীয় শিকার হয়ে ৪১ রানে ফেরেন ড্যারেন মিচেল। দলীয় ১৭৫ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ফেরেন টম বান্ডেল।
সেঞ্চুরির পর কেন উইলিয়ামসনকে ফেরালেন তাইজুল ইসলাম। তার তৃতীয় শিকার হয়ে সাজঘরে যান নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক। তার আগে ২০৫ বলে ১১টি বাউন্ডিারির সাহায্যে ১০৪ রান করেন উইলিয়ামসন। এটি তার ক্যারিয়ারের ২৯তম সেঞ্চুরি।
একসময় ৫ উইকেটে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ২৫৩ রান। এরপর তাইজুল ইসলামের স্পিনে বিভ্রান্ত হয়ে মাত্র ১১ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় কিইউরা। দিনশেষ নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ২৬৬ রান। বাংলাদেশ থেকে এখনও ৪৪ রানে পিছিয়ে রয়েছে নিউজিল্যান্ড।
৩০ ওভার বল করে ৮৯ রান খরচ করে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেছেন তাইজুল। এছাড়া একটি করে উইকেট নেন তিন স্পিনার মেহেদি হাসান মিরাজ, নাইম হাসান ও মুমিনুল হক। এক উইকেট নেন পেসার শরিফুল ইসলাম।
এর আগে মঙ্গলবার (২৮ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে গ্লেন ফিলিপসের অফ স্পিনে বিভ্রান্ত হয়ে ৩১০ রানে অলআউট হয় নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলটি। প্রথম দিনের করা ৩১০ রানের সাথে আর কোনো রান যোগ না করেই বুধবার শেষ উইকেট হারায় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৮৬ রান করেন ওপেনার মাহমুদুল হাসান জয়। ৩৭ রান করে করেন সাবেক অধিনায়ক মুমিনুল হক সৌরভ ও বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নিউজিল্যান্ডের হয়ে গ্লেন ফিলিপস ৪ উইকেট শিকার করেন। ২টি করে উইকেট নেন কাইল জেমিসন ও এজাজ প্যাটেল।
বাংলাদেশের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ দ্বিতীয় দিনের খেলাশেষে সংবাদ সম্মেলনে বলেন, ‘সব মিলে স্পিনাররা ভালোই করেছে। তবে আমরা আরও চাপ সৃষ্টি করতে পারতাম। আমরা ৮ উইকেট শিকার করেছি, সে হিসেবে দিনটা ভালোই। তাইজুল আমাদের লিডিং স্পিনার। অনেক দিন ধরেই সে আমাদের জন্য লড়ছে। সে চাপ সৃষ্টি করে, ভালো করতে মরিয়া হয়ে থাকে। এভাবেই আজ ৪ উইকেট পেয়েছে। উইকেট অনুযায়ী বল করে। আমি তার বোলিং নিয়ে খুশি।’
দলে ফিরেই দারুণ বোলিং করা নাঈমের প্রশংসাও করেছেন তিনি, ‘নাঈম কয়েক বছর পর খেলছে। যে খেলোয়াড় দলে ছিল না সে এসে এত ভালো করছে, এটাই গুরুত্বপূর্ণ। সে ভালো চাপ তৈরি করেছিল। ভালো লাইন লেন্থে বল করেছে, আত্মবিশ্বাসীও ছিল। সে বাংলাদেশের ক্রিকেটে ভালো এক সম্ভাবনা।’
মন্তব্য করুন