বুধবার, ২০ আগস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩, ০১:০৮ পিএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ০২:০১ পিএম
অনলাইন সংস্করণ

বোর্ডের প্রস্তাবে তিন ক্যারিবিয়ান ক্রিকেটারের ‘না’

কাইল মেয়ার্স (বাঁয়ে), নিকোলাস পুরান (মাঝে) ও জেসন হোল্ডার। ছবি : সংগৃহীত
কাইল মেয়ার্স (বাঁয়ে), নিকোলাস পুরান (মাঝে) ও জেসন হোল্ডার। ছবি : সংগৃহীত

২০২৩-২৪ ক্রিকেট মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। উইন্ডিজ বোর্ডের প্রকাশিত চুক্তির তালিকায় যোগ হয়েছে চার পুরুষ ক্রিকেটার। তবে বোর্ডের কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন জেসন হোল্ডার, নিকোলাস পুরান ও কাইল মেয়ার্স।

রোববার (১০ ডিসেম্বর) আগামী মৌসুমের জন্য পুরুষ ও নারী খেলোয়াড়দের জন্য কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। হোল্ডার, পুরান ও মায়ার্স চুক্তি স্বাক্ষরে অস্বীকার করলেও এ সময়ের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টি বিবেচিত হবেন বলে বিবৃতি দিয়েছে সিডব্লিউআই।

উইন্ডিজের কেন্দ্রীয় চুক্তিতে পুরুষ এবং মেয়ে উভয় দলের ক্রিকেটাররা রয়েছে। উভয় দলের কেন্দ্রীয় চুক্তির ক্ষেত্রে ২০২২-২০২৩ সালের পারফরম্যান্স, নির্বাচক ও বোর্ড পরিচালকদের মতামত বিবেচনায় নেওয়া হয়েছে। পুরুষদের চুক্তিতে নতুন করে জায়গা পেয়েছেন অ্যালিক অ্যাথানাজ, কিসি কার্টি, তেজনারায়ণ চন্দরপল ও গুদাকেশ মোতি।

টি-টোয়েন্টি ফরম্যাট ছাড়া ওয়ানডে ও টেস্ট ক্রিকেটে হোল্ডার, পুরান ও মেয়ার্সদের পাওয়ার বিষয় নিশ্চিত করেনি উইন্ডিজ বোর্ড। তিনজনের মধ্যে সবচেয়ে সমৃদ্ধ হোল্ডারের ক্যারিয়ার। টেস্টে ৬৪ ম্যাচ খেলে ৩৭টিতে নেতৃত্ব দিয়েছেন এই পেস অলরাউন্ডার। এ ছাড়া ১৩৮ ওয়ানডের মধ্যে ৮৬টিতে অধিনায়কের দায়িত্ব সামলিয়েছেন হোল্ডার।

ওয়েস্ট ইন্ডিজকে এখন পর্যন্ত ১৭ ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন ২৮ বছর বয়সী নিকোলাস পুরান। অন্যদিকে ক্যারিবিয়ানদের হয়ে এখন পর্যন্ত ২৮ ওয়ানডে ও ১৮ টেস্ট ম্যাচ খেলেছেন ৩১ বছর বয়সী কাইল মেয়ার্স।

বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগ ও ঠাসা সূচির কারণে বোর্ডের কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব ফেরানোর ঘটনা উইন্ডিজ বোর্ডে নতুন কিছু নয়। ২০১০ সালে প্রথমবার ক্রিস গেইল, কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভোরা ফ্রাঞ্চাইজি লিগ খেলার জন্য চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। এর মধ্যে ক্রিস গেইল তখন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ছিলেন।

উইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক ডেসমন্ড হেইনস জানিয়েছেন, ‘সামনের ব্যস্ত ক্রিকেটীয় সূচি রয়েছে। প্রধান দুই কোচের কাছে জানতে চেয়েছি তারা কোন ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চান। যারা চুক্তিতে রয়েছেন তারা ঘরের মাঠের ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের বিবেচনায় আছে। ২০২৭ সালে ওয়ানডে বিশ্বকাপের জন্য আমরা ক্রিকেটারদের তৈরি করতে চাই।’

কেন্দ্রীয় চুক্তির পুরুষ ক্রিকেটাররা: অলিক আথানাজে, ক্রেইগ ব্র্যাথওয়েট, কেসি কার্টি, ত্যাগনারায়ণ চন্দরপল, জশুয়া ডি সিলভা, শাই হোপ, আকিল হোসাইন, আলজারি জোসেফ, ব্রেন্ডন কিং, গুদাকেশ মোটি, রভম্যান পাওয়েল, কেমার রোচ, জেডন সিলস এবং রোমারিও শেফার্ড।

কেন্দ্রীয় চুক্তির নারী ক্রিকেটাররা: আলিয়াহ আলেইন, শেমাইন ক্যাম্পবেল, শামিলিয়া কনেল, আফি ফ্লেচার, চেরি-অ্যান ফ্রাসের, শাবিকা গজনবী, জ্যানিলিয়া গ্লাসগো, শেনাটা গ্রিমন্ড, চিনেল হেনরি, জাইদা জেমস, ম্যান্ডি মাংরু, হেইলি ম্যাথিউস, কারিশমা রামহারক, স্ট্যাফানি টেলর ও রাশাদা উইলিয়ামস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি কর্মচারীরা দাফনের জন্য পাবেন টাকা

দেড় যুগেও নির্মাণ হয়নি জহির রায়হান মিলনায়তন

দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, দুই উপদেষ্টাকে স্মারকলিপি

৫ অভ্যাসে বার্ধক্যেও ভালো থাকবে হৎপিণ্ড

অনশন প্রত্যাহার করল বেরোবি শিক্ষার্থীরা

‘ভুল চিকিৎসায়’ একদিনে দুই শিশুর মৃত্যু

সরকারি কর্মচারীদের জন্য সুখবর

কাভার্ডভ্যানের চাপায় মা-মেয়ের মৃত্যু

মাস্ক পরে হাসপাতালে দীপু মনি

ছাত্র সংসদের দাবিতে ‘আমরণ অনশন’ ঘিরে বিভক্ত বেরোবির শিক্ষার্থীরা

১০

বন্ধুত্ব চাইলে সীমান্ত হত্যা বন্ধ করুন : লায়ন ফারুক

১১

গাজা সীমান্তে ৪০ হাজার সেনা মোতায়েন করল মিসর

১২

জাজিরা হাসপাতালে দুদকের অভিযান, অনিয়মে জর্জরিত স্বাস্থ্যসেবা

১৩

ডেজার সভাপতি প্রকৌশলী রুহুল আলম, সম্পাদক প্রকৌশলী চুন্নু

১৪

নানা আয়োজনে গাকৃবিতে মৎস্য সপ্তাহ উদযাপন

১৫

বিপিএলের ফিক্সিং ইস্যুতে সতর্ক অবস্থানে তামিম

১৬

রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু বুধবার

১৭

এবার সিলেটের উৎমাছড়া থেকে ২ লাখ ঘনফুট পাথর জব্দ

১৮

জমি রেকর্ড সংশোধনের মামলা দায়েরের শেষ সময় সেপ্টেম্বরে

১৯

পায়ের ফাঁকে বালিশ দিয়ে ঘুমালে কী হয়, জানেন কি?

২০
X