ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০২ জুলাই ২০২৩, ০৬:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

নগদের উদ্যোগে অন্ধ হাফেজের স্বপ্ন পূরণে মুশফিক

মিজানুরের ‍স্বপ্নপূরণে নগদ এবং মুশফিকের উদ্যোগ। ছবি : সংগৃহীত
মিজানুরের ‍স্বপ্নপূরণে নগদ এবং মুশফিকের উদ্যোগ। ছবি : সংগৃহীত

আর দশটা মানুষের মতো চোখের আলো নেই তার। শৈশবেই টাইফয়েড রোগে আক্রান্ত হয়ে হারিয়েছেন দৃষ্টিশক্তি। মুন্সীগঞ্জের গজারিয়ার হাফেজ মিজানুর রহমানের জীবনে চোখের আলো না থাকলেও আছে কোরআনের আলো।

দৃষ্টিশক্তিহীন মিজানুর রহমানের কণ্ঠের জাদুতে হাজারো শিশু পবিত্র কোরআনের আলোয় আলোকিত হচ্ছেন। এই হাফেজ মিজানুর রহমানের জীবনে তেমন চাওয়া-পাওয়ার কিছু নেই। তবে একটা স্বপ্ন আছে। জীবনে একবার অন্তত মক্কা মদিনা সফরে যেতে চান, করতে চান ওমরাহ হজ।

হাফেজ মিজানুর তার মনের কথা জানিয়েছিলেন একজন কন্টেন্ট ক্রিয়েটরকে। তিনি এই কন্টেন্ট ট্যাগ করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমকে। আর মুশফিক মনে করেন, এই কাজটায় হাফেজের পাশে দাঁড়াতে পারবে একমাত্র নগদ।

গল্পের বাকি অংশটা মিজানুরের কাছেও স্বপ্নের মতো। কারণ মুশফিকুর রহিমের সঙ্গে মিজানুরের স্বপ্ন পূরণে পাশে দাঁড়ায় নগদ। মুশফিক বলছিলেন, এই মানুষটার স্বপ্নপূরণে পাশে থাকাটা তার জন্য অসামান্য একটা অভিজ্ঞতা ছিল, ‘এই জার্নিটা আমার জন্য নতুন একটা অভিজ্ঞতা ছিল। মিজান সাহেব একজন অন্ধ মানুষ। তিনি নিজে দেখতে পান না। কিন্তু এখন তিনি কী করে বাচ্চাদের হাফেজ হওয়া যায়, সেটা শেখাচ্ছেন। তার স্বপ্ন ছিল, তিনি যেন একবার হলেও মক্কা ভ্রমণ করতে পারেন, আল্লাহর ঘর যেন তিনি অনুভব করতে পারেন। নগদ সবসময় এ রকম মানুষগুলোর স্বপ্ন পূরণ করে থাকে। এটা হাফেজ মিজান সাহেবের বড় একটা স্বপ্ন ছিল। সেটা নগদের মাধ্যমে পূরণ হতে যাচ্ছে ইনশাল্লাহ।’

হাফেজ মিজানুর রহমান জন্মে বাবাকে পাননি। মাকেও হারিয়েছেন অল্প বয়সে। মামাদের কাছে মানুষ হয়েছে। দুই চোখ জন্মের পরই হারানোর ফলে তার ভবিষ্যৎ নিয়ে ছিল সংশয়। কিন্তু মিজানুর রহমান নিজে কেবল কোরআনের আলোয় আলোকিত হয়েছেন, তাই নয়। নিজে এখন একটা মাদ্রাসা চালাচ্ছেন। শত শত শিশুর মধ্যে ছড়িয়ে দিচ্ছেন কুরআনের আলো।

শিগগিরই ওমরাহ করতে যাবেন হাফেজ মিজানুর রহমান। যার সব দায়িত্ব নিয়েছে নগদ। হাফেজ মিজানের পাসপোর্ট ছিল না। কালবেলা জানতে পেরেছে, ইতিমধ্যে নগদের চেষ্টায় সেই পাসপোর্টও করা হয়েছে। এ কারণে হাফেজ মিজানুরের কৃতজ্ঞতার শেষ নেই। তিনি বলছিলেন, ‘নগদের তানভীর ভাই এবং ক্রিকেটার মুশফিকুর রহিম আমাকে যে সম্মানটা দিয়েছেন, তাতে আমি কী বলে যে মনের ভাব প্রকাশ করব, সে ভাষাটা আমি হারিয়ে ফেলেছি। টাকা-পয়সাটা বড় ব্যাপার নয়। ওনারা আমাকে যে সম্মানটা দিয়েছেন, সেটাই বড় ব্যাপার। তানভীর ভাই যে ওয়াদা করেছেন, আমাকে ওমরাহ করাবেন, সেটাই আমার বড় প্রাপ্তি।’

নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক জানান, গতানুগতিক প্রাতিষ্ঠানিক ধারণার বাইরে গিয়ে নগদ এর থেকে বেশিকিছু করার চেষ্টা অব্যাহত রেখেছে। চোখের আলো হারিয়েও মক্কা-মদিনার পবিত্র মাটি স্পর্শ করার স্বপ্ন ছাড়েননি হাফেজ মিজানুর। প্রাণের ধর্মের ডাকে সাড়া দিয়ে নগদ আরও একবার নিজেদের সাধারণ মানুষের প্রতিষ্ঠান বলে প্রমাণ করল, ‘নগদ শুধু একটা লেনদেনের ব্র্যান্ড না। নগদ শুরু থেকেই চিন্তা করে যে, কীভাবে তারা একজন মানুষের জীবনে ইম্প্যাক্ট ফেলতে পারে। মুশফিক ভাই যখন প্রথম এই হাফেজ মিজান সাহেবের কথা বলল, আমার মনে হলো এই মানুষটার পাশে দাঁড়ানো উচিত আমাদের।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত-পাকিস্তান ম্যাচে পোকামাকড়ের উপদ্রব!

৫৮ বছরে সন্তানের বাবা হলেন আরবাজ খান

শান্তি-শৃঙ্খলা রক্ষায় ১১০ ধারা প্রয়োগ করা হবে : ঢাকা জেলা প্রশাসক

একতা থাকলে ক্লিন গ্রিন হেলদি সিটি গড়া সম্ভব : চসিক মেয়র

ধানমন্ডিতে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১০

এমপিওভুক্ত প্রতিষ্ঠানে অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে শিক্ষা উপদেষ্টার বার্তা

ছুটি শেষে রাকসুর প্রচার শুরু, রয়ে গেছে শঙ্কা

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৬৮ কোটি ডলার

অনেক উপদেষ্টা সেফ এক্সিটের কথা ভেবে রেখেছেন : নাহিদ

নতুন সংকট তৈরি হলে আরও একটা গণঅভ্যুত্থান হবে : মঞ্জু

১০

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রদল নেতা বহিষ্কার

১১

তাহিরপুরে বালু মহালের জায়গা নির্ধারণ করে দিল প্রশাসন

১২

সমালোচনায় আমার কিছু যায় আসে না : বাঁধন

১৩

চট্টগ্রামে দুই সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা ভাঙচুর

১৪

সনদ বাস্তবায়নে গণভোটের ব্যাপারে রাজনৈতিক দলগুলো একমত : আলী রীয়াজ

১৫

স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠার দাবি শিক্ষকদের

১৬

পে-কমিশনের সভায় দাবি উত্থাপিত না হওয়ায় বিচার বিভাগীয় কর্মচারীদের ক্ষোভ

১৭

জাল টাকায় ফোন কিনে যুবকের ১৪ বছরের কারাদণ্ড

১৮

কোরআন অবমাননা ইস্যুতে হেফাজতের লংমার্চের হুঁশিয়ারি

১৯

দেশে আনুষ্ঠানিকভাবে উন্মোচন হলো টেকনোর পোভা ফাইভজি সিরিজ

২০
X