ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০২ জুলাই ২০২৩, ০৬:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

নগদের উদ্যোগে অন্ধ হাফেজের স্বপ্ন পূরণে মুশফিক

মিজানুরের ‍স্বপ্নপূরণে নগদ এবং মুশফিকের উদ্যোগ। ছবি : সংগৃহীত
মিজানুরের ‍স্বপ্নপূরণে নগদ এবং মুশফিকের উদ্যোগ। ছবি : সংগৃহীত

আর দশটা মানুষের মতো চোখের আলো নেই তার। শৈশবেই টাইফয়েড রোগে আক্রান্ত হয়ে হারিয়েছেন দৃষ্টিশক্তি। মুন্সীগঞ্জের গজারিয়ার হাফেজ মিজানুর রহমানের জীবনে চোখের আলো না থাকলেও আছে কোরআনের আলো।

দৃষ্টিশক্তিহীন মিজানুর রহমানের কণ্ঠের জাদুতে হাজারো শিশু পবিত্র কোরআনের আলোয় আলোকিত হচ্ছেন। এই হাফেজ মিজানুর রহমানের জীবনে তেমন চাওয়া-পাওয়ার কিছু নেই। তবে একটা স্বপ্ন আছে। জীবনে একবার অন্তত মক্কা মদিনা সফরে যেতে চান, করতে চান ওমরাহ হজ।

হাফেজ মিজানুর তার মনের কথা জানিয়েছিলেন একজন কন্টেন্ট ক্রিয়েটরকে। তিনি এই কন্টেন্ট ট্যাগ করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমকে। আর মুশফিক মনে করেন, এই কাজটায় হাফেজের পাশে দাঁড়াতে পারবে একমাত্র নগদ।

গল্পের বাকি অংশটা মিজানুরের কাছেও স্বপ্নের মতো। কারণ মুশফিকুর রহিমের সঙ্গে মিজানুরের স্বপ্ন পূরণে পাশে দাঁড়ায় নগদ। মুশফিক বলছিলেন, এই মানুষটার স্বপ্নপূরণে পাশে থাকাটা তার জন্য অসামান্য একটা অভিজ্ঞতা ছিল, ‘এই জার্নিটা আমার জন্য নতুন একটা অভিজ্ঞতা ছিল। মিজান সাহেব একজন অন্ধ মানুষ। তিনি নিজে দেখতে পান না। কিন্তু এখন তিনি কী করে বাচ্চাদের হাফেজ হওয়া যায়, সেটা শেখাচ্ছেন। তার স্বপ্ন ছিল, তিনি যেন একবার হলেও মক্কা ভ্রমণ করতে পারেন, আল্লাহর ঘর যেন তিনি অনুভব করতে পারেন। নগদ সবসময় এ রকম মানুষগুলোর স্বপ্ন পূরণ করে থাকে। এটা হাফেজ মিজান সাহেবের বড় একটা স্বপ্ন ছিল। সেটা নগদের মাধ্যমে পূরণ হতে যাচ্ছে ইনশাল্লাহ।’

হাফেজ মিজানুর রহমান জন্মে বাবাকে পাননি। মাকেও হারিয়েছেন অল্প বয়সে। মামাদের কাছে মানুষ হয়েছে। দুই চোখ জন্মের পরই হারানোর ফলে তার ভবিষ্যৎ নিয়ে ছিল সংশয়। কিন্তু মিজানুর রহমান নিজে কেবল কোরআনের আলোয় আলোকিত হয়েছেন, তাই নয়। নিজে এখন একটা মাদ্রাসা চালাচ্ছেন। শত শত শিশুর মধ্যে ছড়িয়ে দিচ্ছেন কুরআনের আলো।

শিগগিরই ওমরাহ করতে যাবেন হাফেজ মিজানুর রহমান। যার সব দায়িত্ব নিয়েছে নগদ। হাফেজ মিজানের পাসপোর্ট ছিল না। কালবেলা জানতে পেরেছে, ইতিমধ্যে নগদের চেষ্টায় সেই পাসপোর্টও করা হয়েছে। এ কারণে হাফেজ মিজানুরের কৃতজ্ঞতার শেষ নেই। তিনি বলছিলেন, ‘নগদের তানভীর ভাই এবং ক্রিকেটার মুশফিকুর রহিম আমাকে যে সম্মানটা দিয়েছেন, তাতে আমি কী বলে যে মনের ভাব প্রকাশ করব, সে ভাষাটা আমি হারিয়ে ফেলেছি। টাকা-পয়সাটা বড় ব্যাপার নয়। ওনারা আমাকে যে সম্মানটা দিয়েছেন, সেটাই বড় ব্যাপার। তানভীর ভাই যে ওয়াদা করেছেন, আমাকে ওমরাহ করাবেন, সেটাই আমার বড় প্রাপ্তি।’

নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক জানান, গতানুগতিক প্রাতিষ্ঠানিক ধারণার বাইরে গিয়ে নগদ এর থেকে বেশিকিছু করার চেষ্টা অব্যাহত রেখেছে। চোখের আলো হারিয়েও মক্কা-মদিনার পবিত্র মাটি স্পর্শ করার স্বপ্ন ছাড়েননি হাফেজ মিজানুর। প্রাণের ধর্মের ডাকে সাড়া দিয়ে নগদ আরও একবার নিজেদের সাধারণ মানুষের প্রতিষ্ঠান বলে প্রমাণ করল, ‘নগদ শুধু একটা লেনদেনের ব্র্যান্ড না। নগদ শুরু থেকেই চিন্তা করে যে, কীভাবে তারা একজন মানুষের জীবনে ইম্প্যাক্ট ফেলতে পারে। মুশফিক ভাই যখন প্রথম এই হাফেজ মিজান সাহেবের কথা বলল, আমার মনে হলো এই মানুষটার পাশে দাঁড়ানো উচিত আমাদের।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চ্যাম্পিয়নস লিগেই ঘা শুকোল রিয়ালের

নির্বাচিত সরকারই রাজনৈতিক স্থিতিশীলতার চাবিকাঠি: রবিউল

ঢাকাস্থ কূটনীতিকদের সঙ্গে বৈঠক / দেশ পরিচালনার কর্মপরিকল্পনা জানাল বিএনপি

আর্কটিক ঠান্ডায় চ্যাম্পিয়ন্স লিগে ধরাশায়ী ম্যানসিটি

বোয়ালখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান জাহিদুল ঢাকায় গ্রেপ্তার

নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারকে ফিরিয়ে নিয়েছে ভারত

অঝোরে কাঁদলেন রুমিন ফারহানা, যা বললেন

মধ্যরাতে ঢাকা-১৫ আসন নিয়ে জামায়াত আমিরের পোস্ট

চরমোনাই পীরের জন্য ভোট চেয়ে মনোনয়ন প্রত্যাহার করলেন জামায়াত প্রার্থী

ছাত্রদলের ১৫ নেতাকে অব্যাহতি

১০

স্টার নিউজের আনুষ্ঠানিক সম্প্রচার শুরু

১১

সিলেটে লাল-সবুজের বাসে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন তারেক রহমান

১২

ডিজিটাল মিডিয়া ফোরামের নতুন কমিটি ঘোষণা

১৩

আমি কোনো সাংবাদিককে থ্রেট দিতে চাই না : রাশেদ খান

১৪

ভোটারদের ‘ব্রেইন হ্যাক’ করার ডিজিটাল স্ট্র্যাটেজি

১৫

ইতালিতে ইসলামের পরিচিতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যে ‘ওপেন ডে’ পালন

১৬

কত আসনে নির্বাচন করবে জানাল ইসলামী আন্দোলন

১৭

তারেক রহমানের সিলেট সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি বিএনপির

১৮

শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করল বাংলাদেশ

১৯

নির্বাচিত সরকারই স্থিতিশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চাবিকাঠি : রবিউল

২০
X