আর মাত্র আট দিন পরেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। জাতীয় এই নির্বাচনে দেশের ক্রিকেটাঙ্গন থেকে লড়ছে তিনজন। মাগুরা-১ আসন থেকে লড়ছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। নড়াইল-২ আসন থেকে লড়ছেন সাবেক অধিনায়ক মাশরাফী বিন মুর্তজা। অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন লড়ছেন তার এলাকা কিশোরগঞ্জের ভৈরব থেকে। আর সেখানেই আজ শুক্রবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলেন পাপন।
নির্বাচনী প্রচারে থাকলেও সাকিবকে দেখা গেছে সমর্থকদের সঙ্গে ক্রিকেট খেলতেও। এর মধ্যে তাদের নির্বাচনী এলাকায় সাংবাদিকদের উপস্থিতিও বেড়েছে। ক্রিকেট ক্যারিয়ারে শেষের দিকে থাকা সাকিব জানিয়েছেন, অবসর নিলেও ক্রিকেটের সঙ্গেই থাকার ইচ্ছে। তা-ই নয়, সুযোগ আসলে বিসিবি সভাপতিও হতে চান তিনি।
সাকিব ও মাশরাফী দুজনই ইচ্ছে পোষণ করেছেন বিসিবি সভাপতি হওয়ার। তবে পাপনের চোখে কে যোগ্য? বোর্ড সভাপতি হওয়ার সক্ষমতা ও পরিচালনার দক্ষতা কার মধ্যে ভালো দেখতে পান পাপন? সরাসরি এর উত্তর দিতে চাইলেন না বর্তমান বোর্ড সভাপতি। নির্বাচনের সময় এড়িয়ে গেলেন এমন জটিল প্রশ্ন। তবে আজ ভৈরবে নিজের নির্বাচনী এলাকায় বিসিবি সভাপতি এতটুকু বললেন, ‘বলা মুশকিল, এটা বলা মুশকিল, এটা বলা কঠিন, এটা এত সহজ না। এটা আসলে কঠিন। এটা এখানে বলা ঠিক হবে না।’ সম্প্রতি বোর্ড সভাপতিও বলেছিলেন, তিনি আর বেশিদিন নেই। তবে সেটি পরিষ্কার কোনো কিছু ইঙ্গিত করে না।
সাকিবের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে পাপন বললেন, ‘ওর সঙ্গে আমার যে কথা হয়েছে ও খেলবে। ২০২৫ সাল পর্যন্ত খেলার কথা, সেটাই জানি।’
মন্তব্য করুন