তিন সংস্করণে তিন অধিনায়কের যুগে প্রবেশ করেছে শ্রীলঙ্কা। দিমুথ করুনারত্নের পরিবর্তে ক্রিকেটের এই কুলীন সংস্করণের দায়িত্ব দেওয়া হয়েছে অলরাউন্ডর ধনঞ্জয়া ডি সিলভাকে। শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) নির্বাচক কমিটির চেয়ারম্যান উপুল থারাঙ্গা নেতৃত্ব বদলের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওয়ানডেতে কুশাল মেন্ডিস ও টি–টোয়েন্টিতে অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে অধিনায়ক ঘোষণা করেছিল এসএলসি। এবার টেস্টেও নতুন নেতৃত্ব দেওয়া হয়েছে ধনাঞ্জয়াকে। তবে দেশের মাটিতে আসন্ন জিস্বাবুয়ে সিরিজের দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। ২০১৯ সালে শ্রীলঙ্কার টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন দিমুথ করুনারত্নে। ৪ বছরে ৩০টি টেস্টে নেতৃত্ব দেন এই বাঁহাতি ওপেনার। করুনারত্নের অধীনে টেস্টে ১২ জয়, ১২ হার ও বাকি ৬ ম্যাচ ড্র করে লঙ্কানরা। তাছাড়া তার অধীনেই এশিয়ার প্রথম দল হিসেবে ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জয়ের রেকর্ড গড়েছিল শ্রীলঙ্কা। অধিনায়কের দায়িত্ব পালনকালে টেস্টে করুনারত্নের ব্যাটিং গড় ৪৯.৮৬ অথচ পুরো ক্যারিয়ারের গড় ৪০.৯৩।
শ্রীলঙ্কার নতুন অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা এখন পর্যন্ত খেলেছেন ৫১টি টেস্ট। ৩৯.৩ গড়ে ৩৩০১ রান সংগ্রহ করেছেন এই ডানহাতি ব্যাটার। ১০টি সেঞ্চুরির পাশাপাশি ১৩ ফিফটি রয়েছে তার। বিগত কয়েক বছর ধরে টেস্ট দলের অবিচ্ছেদ্য অংশ ধনাঞ্জয়ার নেতৃত্বের প্রথম অভিযান শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে। আগামী ৬ ফেব্রুয়ারি শুরু হয়ে দুদলের টেস্ট সিরিজটি।
মন্তব্য করুন