হঠাৎ সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুর দেড়টায় চট্টগ্রামের একটি হোটেলে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন তিনি। তামিম নিজেই সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন। এর আগে জানানো হয়েছিল দুপুর ১২টায় গণমাধ্যমের মুখোমুখি হবেন তিনি।
ঠিক কী কারণে জরুরি এ সংবাদ সম্মেলন, সেটা এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে সিরিজ থেকে সরে যেতে পারেন বাঁহাতি এ ওপেনার। তার চেয়ে বড় সিদ্ধান্ত হতে পারে অধিনায়কত্বের ইতি কিংবা সংস্করণ থেকে বিদায়।
তবে এখনো কোনো কিছুই স্পষ্ট নয়। তামিম নিজেই জানাবেন তার সিদ্ধান্ত। গতকাল পর্যন্ত তাকে নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে, সেসব নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করবেন তিনি।
চোটের জন্য টানা কয়েকটি সিরিজে অনিয়মিত হয়ে পড়ছেন তামিম। এ সুস্থ তো, এ আবার ইনজুরি। তবে এসবের মাঝেও স্বস্তির খবর ছিল আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলছেন তিনি। কিন্তু ম্যাচপূর্বক সংবাদ সম্মেলনে তামিম জানালেন, চোট পুরোপুরি সেরে উঠেনি তার। তবুও ম্যাচ খেলে ফিটনেস দেখতে চান তিনি। তার এমন মন্তব্য বিসিবি থেকে শুরু করে টিম ম্যানেজমেন্টের ভেতর চাপা অসন্তোষ দেখা দিয়েছে। এসব নিয়েও আজ কথা বলতে পারেন তামিম।
মন্তব্য করুন