একদিন বিরতির পর আবারও মাঠে গড়াচ্ছে বিপিএল। দুপুর দেড়টায় মাঠে নামছে দুর্দান্ত ঢাকা ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। জয় দিয়ে দুই দলের যাত্রা শুরু হলেও এক ম্যাচ বেশি খেলা চট্টগ্রাম হেরেছে খুলনা টাইগার্সের বিপক্ষে। ঢাকার বিপক্ষে আবারও জয়ের ধারায় ফিরতে চায় দলটি। সেই লক্ষ্যে টস জিতে ঢাকাকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে চট্টগ্রাম।
সোমবার (২২ জানুয়ারি) দুপুর ১টায় মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসের জন্য মাঠে নামেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক শুভাগত হোম ও দুর্দান্ত ঢাকার মোসাদ্দেক হোসেন সৈকত। ম্যাচটিতে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রাম অধিনায়ক শুভাগত হোম।
দুর্দান্ত ঢাকা একাদশ দানুশকা গুনাথিলাকা, মোহাম্মদ নাঈম, ইরফান শুকুর, অ্যালেক্স রস, সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), চতুরাঙ্গা ডি সিলভা, তাসকিন আহমেদ, আরাফাত সানি, শরিফুল ইসলাম ও উসমান কাদির।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ আবিষ্কা ফার্নান্দো, তানজিদ হাসান তামিম, ইমরান উজ্জামান, শাহাদাত হোসেন, নাজিবুল্লাহ জাদরান, শুভাগত হোম (অধিনায়ক), কার্টিস ক্যাম্পার, শহিদুল ইসলাম, নিহাদুজ্জামান, বিলাল খান ও আল-আমিন হোসেন।
মন্তব্য করুন