এবারের বিপিএলের প্রথম দুই দিনেই মাঠে নেমেছিল চট্টগ্রামের ফ্রাঞ্চাইজি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। জয় দিয়ে শুরু হলেও গতকালের ম্যাচ হারতে হয়েছে তাদের। এই দুই ম্যাচেই চট্টগ্রাম দলের সঙ্গে ছিলেন পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ হারিস। ছিলেন চট্টগ্রামের অতিথি হয়ে। বোর্ড থেকে অনাপত্তিপত্র না পাওয়ায় হারিসকে খেলাতে পারেনি তারা। অনাপত্তিপত্রের আশায় থাকা হারিসের জন্য অবশ্য দুঃসংবাদ পিসিবি অনাপত্তিপত্র দেয়নি হারিসকে। অগত্যা দুদিনের বাংলাদেশ সফর শেষ করে বিপিএল না খেলেই পাকিস্তানের বিমান ধরতে হলো হারিসকে।
হারিসের মতো একই ভাগ্যবরণ করতে হয়েছে ফখর জামান, ইফতিখার আহমেদ, নাসিম শাহ ও মোহাম্মদ হাসনাইনকে। বিপিএলের এ আসরে ফরচুন বরিশালের হয়ে খেলার কথা ছিল ফখরের। ইফতিখার ও নাসিম শাহ ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ানস স্কোয়াডে।
তবে তারা না পেলেও বিপিএল খেলতে অনাপত্তিপত্র দেওয়া হয়েছে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের খেলোয়াড়দের ৩টির বেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনুমতি দেয় না। হারিস পিএসএলের বাইরে এরই মধ্যে দুটি বিদেশি লিগ খেলে ফেলেছেন। এ ছাড়া অনাপত্তিপত্র না দেওয়ার পেছনে কাজ করেছে আসন্ন পাকিস্তান সুপার লিগ ও জুন থেকে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামীকাল নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
মন্তব্য করুন