কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৪, ০৫:৫১ পিএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ০৫:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

মারামারি করে নিষিদ্ধ তিন নারী ক্রিকেটার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ও দ্বিপাক্ষিক সিরিজে ব্যস্ত পুরো ক্রিকেট বিশ্ব। এ সময়ে পাকিস্তানে চলছে জাতীয় নারী ক্রিকেট চ্যাম্পিয়নশিপ। আর সেখানে ঘটেছে অপ্রীতিকর ঘটনা। টুর্নামেন্ট চলাকালে মারামারিতে জড়িয়ে পড়েন দেশটির তিন নারী ক্রিকেটার। অভিযোগ উঠেছে দুজন মিলে একজনকে পেটানোর।

বিষয়টি নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড-পিসিবির কাছে অভিযোগ করেন এক নারী ক্রিকেটার। এ ঘটনায় তিনজনকেই সাময়িকভাবে নিষিদ্ধ করেছে পিসিবি। নিষিদ্ধ হওয়া তিন ক্রিকেটার হচ্ছেন--সাদাফ শামস, ইয়ুসরা আমির ও আয়েশা বিলাল।

মারামারির ঘটনা এবং নিষিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের গণমাধ্যম জিও সুপার। তারা জানায়, প্রথমে সাদাফ ও ইয়ুসরার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন আয়েশা। পরে দুই সতীর্থ মিলে হামলে পড়ে আয়েশার ওপর। এতে তার নাক দিয়ে রক্তও ঝরে।

প্রতিবেদনে আরও বলা হয়, ঘটনার দুদিন পার হয়ে গেলেও বিষয়টি অজানা ছিল পিসিবির। পরে আয়েশা বোর্ডের কাছে লিখিত অভিযোগ করে। এতে অনির্দিষ্টকালের জন্য তিনজনকেই নিষিদ্ধ করেছে দেশটির ক্রিকেট বোর্ড। ফলে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নারী চ্যাম্পিয়নশিপের আর কোনো ম্যাচে অংশ নিতে পারবেন না ওই তিন ক্রিকেটার।

পাকিস্তানের গণমাধ্যম জানায়, ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে নারী চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলো। নিষিদ্ধ হওয়া ক্রিকেটাররা বর্তমানে রাওয়ালপিন্ডিতে অবস্থান করছেন। ঘটনার বিস্তারিত তথ্য জানতে সেখানে যাবেন পাকিস্তান নারী ক্রিকেটের প্রধান তানিয়া মালিক।

পুরো বিষয়টি তদন্ত করবেন তিনি। এবারের নারী চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে ৬টি রাজ্য- করাচি, লাহোর, মুলতান, পেশাওয়ার, কোয়েটা ও রাওয়ালপিন্ডি। ১৭ দিনের এই টুর্নামেন্টে প্রতিটি দল ১০টি করে ম্যাচ খেলবে। যেখান শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। এই টুর্নামেন্ট ক্রিকেটারদের প্রতিভা প্রমাণে বেশ ভালো একটি সুযোগ। এতে পাকিস্তান জাতীয় দলে জায়গা করে নেওয়া সহজ হয়।

টুর্নামেন্টের বিজয়ী দল পাবে ১০ লাখ টাকা, রানার্সআপ পাবে ৫ লাখ টাকা। টুর্নামেন্টের সেরা ক্রিকেটার ৫০ হাজার এবং প্রতিটি ম্যাচ সেরা ক্রিকেটারকে ২০ হাজার টাকা করে পুরস্কৃত করা হবে।

এ ছাড়া টুর্নামেন্টের সেরা পারফর্মার- সেরা ব্যাটার, সেরা বোলার এবং সেরা উইকেটরকিপার পাবেন ২৫ হাজার টাকা। প্রসঙ্গত, চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশে বসছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর জন্য ঘরোয়া এই টুর্নামেন্ট দিয়ে উপযুক্ত ক্রিকেটার বাছাইয়ের প্রক্রিয়া চালাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড-পিসিবি। কিন্তু এতে ঝরল রক্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির বিদ্রোহী প্রার্থীদের প্রতি নজরুল ইসলামের সতর্কতা

বগুড়ার জিয়াবাড়ি সাজছে নতুন রূপে

‘মুস্তাফিজের জায়গায় লিটন বা সৌম্য হলে কি একই সিদ্ধান্ত নিত বিসিসিআই?’

তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত : মির্জা ফখরুল

প্রিয় মাতৃভূমির বদনখানি মলিন হতে দেব না : শিক্ষা সচিব

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান 

বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক চলছে

গণঅধিকার থেকে নুরুকে বহিষ্কারের তথ্যটি ভুয়া

এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন

পতিত স্বৈরাচার নির্বাচন বানচাল করতে চায় : সালাহউদ্দিন আহমদ

১০

হ্যাটট্রিক করে বিপিএলে মৃত্যুঞ্জয়ের অনন্য কীর্তি

১১

রেকর্ড দরপতনে ইরানের রিয়াল, ডলার ছাড়াল ১৪ লাখ ৭০ হাজার

১২

বিপিএল ছাড়ার হুমকি ঢাকা ক্যাপিটালসের

১৩

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই : জামায়াত

১৪

প্রিমিয়ার লিগ জয়ের জন্য শক্তি বাড়াল ম্যানসিটি

১৫

যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ-পাকিস্তান আলোচনা, নিবিড় পর্যবেক্ষণে ভারত

১৬

আলজাজিরার এক্সপ্লেইনার / কেন বাংলাদেশে জেএফ-১৭ যুদ্ধবিমান বিক্রি করতে চাইছে পাকিস্তান

১৭

খালেদা জিয়া জনগণের মুক্তির দূত হিসেবে আবির্ভূত হয়েছিলেন : কবীর ভূঁইয়া

১৮

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জেডআরএফের দোয়া মাহফিল

১৯

মাঠেই মৃত্যুর কোলে ঢোলে পড়লেন ক্রিকেটার

২০
X