হাসপাতালের আইসিইউতে ভর্তি ভারতের জাতীয় দলের ওপেনার মায়াঙ্ক আগারওয়াল। আগরতলা থেকে বিমানে করে সুরাটে যাওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তাকে নেওয়া হয় হাসপাতালে।
হঠাৎ কীভাবে অসুস্থ হলেন এ ক্রিকেটার, সেটি নিয়ে প্রশ্ন উঠেছে। আগরতলার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩২ বছরের এ ক্রিকেটার।
বিমানে উঠে একটি বোতল থেকে পানি খাওয়ার পর হঠাৎ মুখ এবং গলায় অস্বস্তির কথা জানান মায়াঙ্ক। সঙ্গে সঙ্গে তাকে বিমান থেকে নামিয়ে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। যদিও হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে আপাতত মায়াঙ্ক বিপদমুক্ত।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মায়াঙ্ক যে বোলতের পানি খেয়েছেন তাতে বিষাক্ত কিছু ছিল। ঠিক কী ছিল, তা নিশ্চিতভাবে জানা যাবে সেই বোতলের পানি পরীক্ষা করার পর।
ভারতের হয়ে ২১টি টেস্ট এবং ৫টি এক দিনের ম্যাচ খেলা মায়াঙ্ক আগারওয়াল এখন জাতীয় দলের বাইরে রয়েছেন। রঞ্জি ট্রফিতে তিনি নেতৃত্ব দিচ্ছেন কর্নাটককে। ভারতের ঘরোয়া মৌসুমে এ পর্যন্ত দুটি শতক ও একটি অর্ধশতক করেছেন তিনি। ৪ ম্যাচে এ পর্যন্ত ২ জয় এবং ১টি করে হার ও ড্র নিয়ে ‘সি’ গ্রুপে দ্বিতীয় কর্নাটক।
মন্তব্য করুন