স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫৯ পিএম
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২০ পিএম
অনলাইন সংস্করণ

ম্যাক্সওয়েলের রেকর্ড, সহজ জয়ে সিরিজ অস্ট্রেলিয়ার

৩৪ রানে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। ছবি : সংগৃহীত
৩৪ রানে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। ছবি : সংগৃহীত

ক্রিকেটীয় শক্তিমত্তার দিক বিবেচনায় দুই দলের মধ্যে পার্থক্য অনেক। তবে এত পার্থক্য থাকা সত্ত্বেও অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজেই কেবল যা একটু প্রতিদ্বন্দ্বিতা করেছে ওয়েস্ট ইন্ডিজ। সাদা পোশাকের সিরিজে ১-১ এ ড্র করাই অবশ্য এই সিরিজ থেকে তাদের সর্বোচ্চ সাফল্য এরপর হওয়া ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে। এবার টি-টোয়েন্টি সিরিজও খোয়ালো পাওয়েল-রাসেলরা। তবে বড় স্কোরের ম্যাচে দ্রুত উইকেট পতন হলেও ক্যারিবীয়রা দুইশ পেরোয়। তবে গ্লেন ম্যাক্সওয়েলের রেকর্ডগড়া সেঞ্চুরিতে ম্যাচটি অজিরা সহজেই জিতে নিয়েছে ৩৪ রানে।

অ্যাডিলেডে রোববার (১১ ফেব্রুয়ারি) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাট করতে নেমে স্বাগতিক অস্ট্রেলিয়া ম্যাক্সওয়েলের বিধ্বংসী সেঞ্চুরিতে ৪ উইকেটে ২৪১ রানের বিশাল স্কোর সংগ্রহ করে। জবাবে উইন্ডিজ অধিনায়ক রভম্যান পাওয়েলের ফিফটি আর আন্দ্রে রাসেল, নিকোলাস পুরান ও জেসন হোল্ডারদের ছোট্ট ক্যামিওতে সর্বসাকুল্যে ২০৭ রান করে। এতে করে এক ম্যাচ হাতে রেখেই ৩৪ রানের জয়ে সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ নিশ্চিত করল মিচেল মার্শের দল।

বড় লক্ষ্য তাড়ায় যেমন শুরু দরকার ছিল তেমনটি পায়নি ক্যারিবীয়রা। প্রথম থেকেই বড় জুটি গড়তে পারেনি তারা। নিয়মিত বিরতিতে তারা উইকেট পতনের মিছিলে শামিল হয়েছেন। দলীয় ১১ রানে প্রথম উইকেট হারানো দলটি পঞ্চম উইকেট হারিয়ে বসে ৬৩ রানে। তবে এরপর পাওয়েল, রাসেল ও হোল্ডারের ব্যাটে চড়ে সফরকারীরা বিপর্যয় সামলানোর চেষ্টা করে। কিন্তু শুরুতে দ্রুত উইকেট হারানো এবং পাহাড়সম টার্গেটই তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। ওপেনার জনসন চার্লস ১১ বলে ২৪, পুরান ১০ বলে ১৮, রাসেল ১৬ বলে ৩৭ এবং হোল্ডার ১৬ বলে ২৮ রান করেন।

শেষ পর্যন্ত লড়াই চালিয়েছেন উইন্ডিজ দলপতি পাওয়েল। অষ্টম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে তিনি ৩৬ বলে ৬৩ রান করেন ৫ চার ও ৪ ছক্কায়। প্রায় অসম্ভব জয়ের স্বপ্নও দেখিয়েছেন পাওয়েল, তবে শেষ পর্যন্ত তার দল জয় থেকে ৩৪ রানের দূরত্বে থেমে যায়। অজিদের হয়ে ৩৬ রানে সর্বোচ্চ ৩ উইকেট নেন পেস অলরাউন্ডার মার্কাস স্টয়নিস।

এর আগে অ্যাডিলেডে ওভালে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪ উইকেটে ২৪১ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। ব্যাট হাতে ৫৫ বলে ১২০ রানের ঝোড়ো ইনিংসে অপরাজিত থাকেন ম্যাড ম্যাক্সওয়েল। ব্যাট হাতে তাকে যোগ্য সঙ্গ দেন টিম ডেভিড, মার্কাস স্টয়নিস ও মিচেল মার্শ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চোখের ৫ লক্ষণই বলে দেবে আপনার কিডনি কোন অবস্থায় আছে

ছাত্রদলে যোগ দিলেন শিবির নেতা

যৌনকর্মীকে হোটেলে ডেকে ছিনতাই, সিঙ্গাপুরে দুই ভারতীয়র কারাদণ্ড

মাল্টিমোড গ্রুপের নতুন লোগো ও ওয়েবসাইটের আনুষ্ঠানিক উন্মোচন

হানিট্র্যাপের শিকার সরকারি কর্মকর্তা, নারীসহ চার অপহরণকারী গ্রেপ্তার

অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস এক্সপোতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সবুর খান

‘কৈফিয়ত’ দিলেন ফারুকী

নেট দুনিয়ায় কারা বেশি ছবি শেয়ার করেন, সুখী নাকি অসুখী দম্পতি?

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে : টুকু

মানবপাচারবিরোধী পদক্ষেপ জোরদার করেছে বাংলাদেশ : মার্কিন রিপোর্ট

১০

নৌকাডুবিতে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার

১১

ঘুমের মধ্যে মুখ থেকে লালা পড়া কীসের লক্ষণ?

১২

ভারত নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি

১৩

‘বাংলাদেশ-চীনের জনগণের বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে’

১৪

রাত ১টার মধ্যে ঝড়-বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৫

চাঁদাবাজদের ছাড়িয়ে নিতে অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলা

১৬

৭ অক্টোবর বছরের প্রথম সুপারমুন, বাংলাদেশ থেকে দেখা যাবে কি?

১৭

বিপিএল থেকে সরে দাঁড়াতে পারে ফরচুন বরিশাল

১৮

ইরানের হামলার ভয়ে আশ্রয়কেন্দ্রে থাকতে চান ইসরায়েলি রাজনীতিক

১৯

ইয়ারফোন কানে না দিলে কাজে মন বসে না? অজান্তেই যে ক্ষতি করছেন

২০
X