স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫৯ পিএম
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২০ পিএম
অনলাইন সংস্করণ

ম্যাক্সওয়েলের রেকর্ড, সহজ জয়ে সিরিজ অস্ট্রেলিয়ার

৩৪ রানে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। ছবি : সংগৃহীত
৩৪ রানে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। ছবি : সংগৃহীত

ক্রিকেটীয় শক্তিমত্তার দিক বিবেচনায় দুই দলের মধ্যে পার্থক্য অনেক। তবে এত পার্থক্য থাকা সত্ত্বেও অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজেই কেবল যা একটু প্রতিদ্বন্দ্বিতা করেছে ওয়েস্ট ইন্ডিজ। সাদা পোশাকের সিরিজে ১-১ এ ড্র করাই অবশ্য এই সিরিজ থেকে তাদের সর্বোচ্চ সাফল্য এরপর হওয়া ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে। এবার টি-টোয়েন্টি সিরিজও খোয়ালো পাওয়েল-রাসেলরা। তবে বড় স্কোরের ম্যাচে দ্রুত উইকেট পতন হলেও ক্যারিবীয়রা দুইশ পেরোয়। তবে গ্লেন ম্যাক্সওয়েলের রেকর্ডগড়া সেঞ্চুরিতে ম্যাচটি অজিরা সহজেই জিতে নিয়েছে ৩৪ রানে।

অ্যাডিলেডে রোববার (১১ ফেব্রুয়ারি) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাট করতে নেমে স্বাগতিক অস্ট্রেলিয়া ম্যাক্সওয়েলের বিধ্বংসী সেঞ্চুরিতে ৪ উইকেটে ২৪১ রানের বিশাল স্কোর সংগ্রহ করে। জবাবে উইন্ডিজ অধিনায়ক রভম্যান পাওয়েলের ফিফটি আর আন্দ্রে রাসেল, নিকোলাস পুরান ও জেসন হোল্ডারদের ছোট্ট ক্যামিওতে সর্বসাকুল্যে ২০৭ রান করে। এতে করে এক ম্যাচ হাতে রেখেই ৩৪ রানের জয়ে সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ নিশ্চিত করল মিচেল মার্শের দল।

বড় লক্ষ্য তাড়ায় যেমন শুরু দরকার ছিল তেমনটি পায়নি ক্যারিবীয়রা। প্রথম থেকেই বড় জুটি গড়তে পারেনি তারা। নিয়মিত বিরতিতে তারা উইকেট পতনের মিছিলে শামিল হয়েছেন। দলীয় ১১ রানে প্রথম উইকেট হারানো দলটি পঞ্চম উইকেট হারিয়ে বসে ৬৩ রানে। তবে এরপর পাওয়েল, রাসেল ও হোল্ডারের ব্যাটে চড়ে সফরকারীরা বিপর্যয় সামলানোর চেষ্টা করে। কিন্তু শুরুতে দ্রুত উইকেট হারানো এবং পাহাড়সম টার্গেটই তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। ওপেনার জনসন চার্লস ১১ বলে ২৪, পুরান ১০ বলে ১৮, রাসেল ১৬ বলে ৩৭ এবং হোল্ডার ১৬ বলে ২৮ রান করেন।

শেষ পর্যন্ত লড়াই চালিয়েছেন উইন্ডিজ দলপতি পাওয়েল। অষ্টম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে তিনি ৩৬ বলে ৬৩ রান করেন ৫ চার ও ৪ ছক্কায়। প্রায় অসম্ভব জয়ের স্বপ্নও দেখিয়েছেন পাওয়েল, তবে শেষ পর্যন্ত তার দল জয় থেকে ৩৪ রানের দূরত্বে থেমে যায়। অজিদের হয়ে ৩৬ রানে সর্বোচ্চ ৩ উইকেট নেন পেস অলরাউন্ডার মার্কাস স্টয়নিস।

এর আগে অ্যাডিলেডে ওভালে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪ উইকেটে ২৪১ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। ব্যাট হাতে ৫৫ বলে ১২০ রানের ঝোড়ো ইনিংসে অপরাজিত থাকেন ম্যাড ম্যাক্সওয়েল। ব্যাট হাতে তাকে যোগ্য সঙ্গ দেন টিম ডেভিড, মার্কাস স্টয়নিস ও মিচেল মার্শ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাম্য হত্যায় গ্রেপ্তার তামিমের বাড়িতে আগুন দিল জনতা

এখন সবাই পাকিস্তানকে সম্মানের চোখে দেখছে : খাজা আসিফ

শুয়ে মরার থেকে বীর হয়ে শহীদ হওয়া অনেক গর্বের : ইরানের প্রেসিডেন্ট

সেভ দ্য চিলড্রেনে চাকরির সুযোগ

ছাত্রলীগ কর্মীকে ধরে পুলিশে দিল জনতা

রাস্তাতেই রাত কাটিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা 

কেমন কাটতে পারে আজকের দিন, জেনে নিন রাশিফলে

ভারতের ‘আরেকটি অভিযানের’ ভয় করছে পাকিস্তান

দুপুরে যেসব জেলায় ৮০ কিমি বেগে ঝড় হতে পারে

‘বিয়ে না হওয়া পর্যন্ত এ বাড়ি থেকে যাব না’

১০

পারস্য উপসাগর / ইরানের চাপে নাম পরিবর্তন থেকে সরছে যুক্তরাষ্ট্র

১১

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

১২

ইসরায়েলকে ছাড় দিয়ে ইরানকে টার্গেট করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ আরঘচির

১৩

টিভিতে আজকের খেলা

১৪

১৫ মে : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৬

১৫ মে : আজকের নামাজের সময়সূচি

১৭

সীমান্তে বজ্রপাতে বিজিবির সদস্যের মৃত্যু

১৮

সীমান্তের ভুল তথ্য দিয়ে হয়রানি, ভুয়া এনএসআই সদস্য আটক

১৯

হাসপাতাল থেকে পালালেন ছাত্রলীগ নেতা, ৪ পুলিশ ক্লোজড

২০
X