স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫৯ পিএম
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২০ পিএম
অনলাইন সংস্করণ

ম্যাক্সওয়েলের রেকর্ড, সহজ জয়ে সিরিজ অস্ট্রেলিয়ার

৩৪ রানে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। ছবি : সংগৃহীত
৩৪ রানে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। ছবি : সংগৃহীত

ক্রিকেটীয় শক্তিমত্তার দিক বিবেচনায় দুই দলের মধ্যে পার্থক্য অনেক। তবে এত পার্থক্য থাকা সত্ত্বেও অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজেই কেবল যা একটু প্রতিদ্বন্দ্বিতা করেছে ওয়েস্ট ইন্ডিজ। সাদা পোশাকের সিরিজে ১-১ এ ড্র করাই অবশ্য এই সিরিজ থেকে তাদের সর্বোচ্চ সাফল্য এরপর হওয়া ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে। এবার টি-টোয়েন্টি সিরিজও খোয়ালো পাওয়েল-রাসেলরা। তবে বড় স্কোরের ম্যাচে দ্রুত উইকেট পতন হলেও ক্যারিবীয়রা দুইশ পেরোয়। তবে গ্লেন ম্যাক্সওয়েলের রেকর্ডগড়া সেঞ্চুরিতে ম্যাচটি অজিরা সহজেই জিতে নিয়েছে ৩৪ রানে।

অ্যাডিলেডে রোববার (১১ ফেব্রুয়ারি) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাট করতে নেমে স্বাগতিক অস্ট্রেলিয়া ম্যাক্সওয়েলের বিধ্বংসী সেঞ্চুরিতে ৪ উইকেটে ২৪১ রানের বিশাল স্কোর সংগ্রহ করে। জবাবে উইন্ডিজ অধিনায়ক রভম্যান পাওয়েলের ফিফটি আর আন্দ্রে রাসেল, নিকোলাস পুরান ও জেসন হোল্ডারদের ছোট্ট ক্যামিওতে সর্বসাকুল্যে ২০৭ রান করে। এতে করে এক ম্যাচ হাতে রেখেই ৩৪ রানের জয়ে সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ নিশ্চিত করল মিচেল মার্শের দল।

বড় লক্ষ্য তাড়ায় যেমন শুরু দরকার ছিল তেমনটি পায়নি ক্যারিবীয়রা। প্রথম থেকেই বড় জুটি গড়তে পারেনি তারা। নিয়মিত বিরতিতে তারা উইকেট পতনের মিছিলে শামিল হয়েছেন। দলীয় ১১ রানে প্রথম উইকেট হারানো দলটি পঞ্চম উইকেট হারিয়ে বসে ৬৩ রানে। তবে এরপর পাওয়েল, রাসেল ও হোল্ডারের ব্যাটে চড়ে সফরকারীরা বিপর্যয় সামলানোর চেষ্টা করে। কিন্তু শুরুতে দ্রুত উইকেট হারানো এবং পাহাড়সম টার্গেটই তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। ওপেনার জনসন চার্লস ১১ বলে ২৪, পুরান ১০ বলে ১৮, রাসেল ১৬ বলে ৩৭ এবং হোল্ডার ১৬ বলে ২৮ রান করেন।

শেষ পর্যন্ত লড়াই চালিয়েছেন উইন্ডিজ দলপতি পাওয়েল। অষ্টম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে তিনি ৩৬ বলে ৬৩ রান করেন ৫ চার ও ৪ ছক্কায়। প্রায় অসম্ভব জয়ের স্বপ্নও দেখিয়েছেন পাওয়েল, তবে শেষ পর্যন্ত তার দল জয় থেকে ৩৪ রানের দূরত্বে থেমে যায়। অজিদের হয়ে ৩৬ রানে সর্বোচ্চ ৩ উইকেট নেন পেস অলরাউন্ডার মার্কাস স্টয়নিস।

এর আগে অ্যাডিলেডে ওভালে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪ উইকেটে ২৪১ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। ব্যাট হাতে ৫৫ বলে ১২০ রানের ঝোড়ো ইনিংসে অপরাজিত থাকেন ম্যাড ম্যাক্সওয়েল। ব্যাট হাতে তাকে যোগ্য সঙ্গ দেন টিম ডেভিড, মার্কাস স্টয়নিস ও মিচেল মার্শ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শততম টেস্ট খেলতে নেমে সংবর্ধনা পেলেন মুশফিক

কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় সিলভার অ্যাওয়ার্ড পেল ঔড়ব আজাদ

সৌদি আরবকে বন্ধু ঘোষণা করলেন ট্রাম্প

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

১৪ ডিগ্রির ঘরে তেঁতুলিয়ার তাপমাত্রা, আসছে শৈত্যপ্রবাহ 

ডায়েট সোডা কি সত্যিই নিরাপদ? গবেষণার ফল যা জানাচ্ছে

পর্দায় নরেন্দ্র মোদির ‘মা’ হচ্ছেন রাবিনা ট্যান্ডন

‘খুদে মেসি’ সোহান এখন স্বপ্ন পূরণের দোরগোড়ায়

নির্বাচনে আ.লীগের অংশগ্রহণ নিয়ে ডাচ মন্ত্রীকে যা বললেন প্রধান উপদেষ্টা

মুশফিকের শততম টেস্টে সাকিবের আবেগঘন বার্তা

১০

পেনাল্টি মিসে বছরের শেষ ম্যাচ জিততে পারল না ব্রাজিল

১১

এটা তোমার জয় নয়, অভিশপ্ত জীবনের শুরু: জিতু কামাল

১২

মুশফিকের শততম টেস্টে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

১৩

বয়সে ছোট নায়িকার সঙ্গে রোমান্স নিয়ে কড়া জবাব রণবীরের

১৪

পরকীয়ার জেরে ভগ্নিপতি ও ভাবির হাতে খুন গরু ব্যবসায়ী

১৫

এফ-৩৫ নিয়ে সৌদি আরব কী করবে

১৬

বিএনপিসহ ১২ দলের সঙ্গে ইসির বৈঠক আজ

১৭

রাউটারের মাসিক বিদ্যুৎ খরচ জেনে নিন

১৮

শীতে গরম পানি পানের ৭ উপকারিতা

১৯

ভয়াবহ বায়ুদূষণের কবলে দিল্লি, ঢাকার খবর কী

২০
X