ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:২৪ পিএম
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ফিরলেন মাহমুদউল্লাহ, সাকিবকে ছাড়াই শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণা

মাহমুদউল্লাহ রিয়াদ । ছবি : সংগৃহীত
মাহমুদউল্লাহ রিয়াদ । ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেটে দলের বর্তমান নির্বাচক কমিটির মেয়াদ আছে আর মাত্র ১৬ দিন। মার্চ মাসের প্রথম দিন থেকে নতুন প্যানেল দায়িত্ব নিবে। তবে এর আগেই শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণার তারিখ থাকায় মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমনের নির্বাচক প্যানেলকেই দল ঘোষণা করতে হচ্ছে। পুরোনো নির্বাচকদের দেওয়া শ্রীলঙ্কা সিরিজের টি-টোয়েন্টি ও প্রথম দুই ওয়ানডের জন্য দলে নেই সদ্য সাবেক হওয়া বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।

নতুন অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দলে অবশ্য ফিরেছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথম দুই ওয়ানডের জন্যও ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে।

অবশ্য সাকিব শ্রীলঙ্কা সিরিজ খেলবেন না বলেই অনুমান করা হচ্ছিল। সম্প্রতি চোখের সমস্যার কথা জানানো সাকিব চলমান বিপিএলের কয়েকটি ম্যাচে খেলেছিলেন স্পিনার হিসেবেই। চোখের চিকিৎসা করাতে দেশের বাইরেও গিয়েছিলেন তিনি। এরইমধ্যে সোমবার (১২ ফেব্রুয়ারি) তিন সংস্করণেরই অধিনায়ক ঘোষণা করা হয় নাজমুলকে, এই তিন সংস্করণেই যে দায়িত্বে আগে সাকিব ছিলেন। অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষে সাকিব কেন নেই এই ব্যাপারে বিসিবি কোন কিছু জানায়নি।

অন্যদিকে বিপিএলে ভালো ফর্মে থাকা মাহমুদউল্লাহর টি-টোয়েন্টি দলে আসা নিয়ে সম্প্রতি আলোচনা হচ্ছিল। যদিও গতকালের ঘোষিত বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে শুধু ওয়ানডেতে রাখা হয় তাঁকে। বিশ্বকাপের আগেই ওয়ানডে দলে ফেরা মাহমুদউল্লাহ নিউজিল্যান্ড সফরে ছিলেন না চোটের কারণে। শ্রীলঙ্কার বিপক্ষে এ সংস্করণেও ফিরেছেন তিনি।

ওয়ানডে দলে চোটের কারণে বাইরে থাকা তাসকিন আহমেদ এবং বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামও ফিরেছেন। তাসকিনকে রাখা হয়েছে দুই সংস্করণেই। ওয়ানডেতে তাদের জায়গা করে দিতে বাদ পড়েছেন আফিফ হোসেন, হাসান মাহমুদ ও রাকিবুল হাসান। সর্বশেষ নিউজিল্যান্ড সফরের দলে ছিলেন তাঁরা।

টি-টোয়েন্টি দলে মাহমুদউল্লাহ ও তাসকিন ছাড়াও এসেছেন এনামুল হক, মোহাম্মদ নাঈম, তাইজুল ইসলাম ও আলিস আল ইসলাম। মাহমুদউল্লাহর মতো এনামুল ও নাঈমও ২০২২ সালের এশিয়া কাপে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন। অন্যদিকে তাইজুল তার ক্যারিয়ারের ২টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন ২০১৯ সালে। আলিসের এখনো আন্তর্জাতিক অভিষেকই হয়নি।

তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে এবং দুটি টেস্ট খেলতে আগামী ১ মার্চ ঢাকায় আসবে শ্রীলঙ্কা দল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ৪ মার্চ। পরের দুটি টি-টোয়েন্টি ৬ ও ৯ মার্চ একই মাঠে।

টি-টোয়েন্টি দল-

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, মোহাম্মদ নাঈম শেখ, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, শেখ মেহেদী, মাহমুদউল্লাহ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিদ হাসান সাকিব, আলিস আল ইসলাম।

ওয়ানডে দল (প্রথম দুই ওয়ানডে) –

নাজমুল হোসেন শান্ত-(অধিনায়ক), এনামুল হক, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উত্তরা ইউনিভার্সিটিতে শিক্ষকদের সম্মাননা প্রদান

সিরিয়ায় সরকারি বাহিনী ও এসডিএফের মধ্যে যুদ্ধবিরতি

‘আবরারের গল্প আমাদের প্রজন্মের সাহসের গল্প’

পড়ে রয়েছে বিছানা-পড়ার টেবিল, নেই শুধু আবরার

ফুটপাতে জন্ম, নবজাতক রেখে চলে গেলেন মা

প্রজনন মৌসুমে ইলিশ শিকার : দুই জেলের কারাদণ্ড

বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল ইংল্যান্ড, দেখে নিন একাদশ

জবির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্যান্টিন স্টাফদের ছাত্রদল নেতা শাহরিয়ারের জার্সি উপহার 

স্ত্রী-সন্তানসহ সাবেক এমপি সামছুল আলমের বিদেশ গমনে নিষেধাজ্ঞা 

বাথরুমে একদম খোলামেলা গোসল করেন? হতে পারে যে ৩ বিপদ

১০

শোবিতাকে ছাড়া বাঁচতে পারি না : নাগা চৈতন্য

১১

চাঁদাবাজবিরোধী অভিযানে গিয়ে আহত ৩ পুলিশ সদস্য

১২

হেলিকপ্টারে এসে প্রার্থিতা ঘোষণা করলেন প্রবাসী

১৩

ইসফাকের জায়গায় বিসিবি পরিচালক হলেন রুবাবা দৌলা

১৪

আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর

১৫

শ্বশুরবাড়িতে গাছে ঝুলছিল জামাইয়ের মরদেহ 

১৬

হিসাবরক্ষণ পদে নিয়োগ দিচ্ছে আড়ং

১৭

ইরানের হাতে আসছে ‍রুশ অস্ত্র, মধ্যপ্রাচ্যে কী হতে যাচ্ছে?

১৮

নারী বিশ্বকাপের জন্য ২১ সদস্যের দল ঘোষণা ব্রাজিলের

১৯

‘সহজক্যাশে’ লেনদেনে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

২০
X