ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:২৪ পিএম
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ফিরলেন মাহমুদউল্লাহ, সাকিবকে ছাড়াই শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণা

মাহমুদউল্লাহ রিয়াদ । ছবি : সংগৃহীত
মাহমুদউল্লাহ রিয়াদ । ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেটে দলের বর্তমান নির্বাচক কমিটির মেয়াদ আছে আর মাত্র ১৬ দিন। মার্চ মাসের প্রথম দিন থেকে নতুন প্যানেল দায়িত্ব নিবে। তবে এর আগেই শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণার তারিখ থাকায় মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমনের নির্বাচক প্যানেলকেই দল ঘোষণা করতে হচ্ছে। পুরোনো নির্বাচকদের দেওয়া শ্রীলঙ্কা সিরিজের টি-টোয়েন্টি ও প্রথম দুই ওয়ানডের জন্য দলে নেই সদ্য সাবেক হওয়া বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।

নতুন অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দলে অবশ্য ফিরেছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথম দুই ওয়ানডের জন্যও ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে।

অবশ্য সাকিব শ্রীলঙ্কা সিরিজ খেলবেন না বলেই অনুমান করা হচ্ছিল। সম্প্রতি চোখের সমস্যার কথা জানানো সাকিব চলমান বিপিএলের কয়েকটি ম্যাচে খেলেছিলেন স্পিনার হিসেবেই। চোখের চিকিৎসা করাতে দেশের বাইরেও গিয়েছিলেন তিনি। এরইমধ্যে সোমবার (১২ ফেব্রুয়ারি) তিন সংস্করণেরই অধিনায়ক ঘোষণা করা হয় নাজমুলকে, এই তিন সংস্করণেই যে দায়িত্বে আগে সাকিব ছিলেন। অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষে সাকিব কেন নেই এই ব্যাপারে বিসিবি কোন কিছু জানায়নি।

অন্যদিকে বিপিএলে ভালো ফর্মে থাকা মাহমুদউল্লাহর টি-টোয়েন্টি দলে আসা নিয়ে সম্প্রতি আলোচনা হচ্ছিল। যদিও গতকালের ঘোষিত বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে শুধু ওয়ানডেতে রাখা হয় তাঁকে। বিশ্বকাপের আগেই ওয়ানডে দলে ফেরা মাহমুদউল্লাহ নিউজিল্যান্ড সফরে ছিলেন না চোটের কারণে। শ্রীলঙ্কার বিপক্ষে এ সংস্করণেও ফিরেছেন তিনি।

ওয়ানডে দলে চোটের কারণে বাইরে থাকা তাসকিন আহমেদ এবং বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামও ফিরেছেন। তাসকিনকে রাখা হয়েছে দুই সংস্করণেই। ওয়ানডেতে তাদের জায়গা করে দিতে বাদ পড়েছেন আফিফ হোসেন, হাসান মাহমুদ ও রাকিবুল হাসান। সর্বশেষ নিউজিল্যান্ড সফরের দলে ছিলেন তাঁরা।

টি-টোয়েন্টি দলে মাহমুদউল্লাহ ও তাসকিন ছাড়াও এসেছেন এনামুল হক, মোহাম্মদ নাঈম, তাইজুল ইসলাম ও আলিস আল ইসলাম। মাহমুদউল্লাহর মতো এনামুল ও নাঈমও ২০২২ সালের এশিয়া কাপে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন। অন্যদিকে তাইজুল তার ক্যারিয়ারের ২টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন ২০১৯ সালে। আলিসের এখনো আন্তর্জাতিক অভিষেকই হয়নি।

তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে এবং দুটি টেস্ট খেলতে আগামী ১ মার্চ ঢাকায় আসবে শ্রীলঙ্কা দল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ৪ মার্চ। পরের দুটি টি-টোয়েন্টি ৬ ও ৯ মার্চ একই মাঠে।

টি-টোয়েন্টি দল-

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, মোহাম্মদ নাঈম শেখ, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, শেখ মেহেদী, মাহমুদউল্লাহ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিদ হাসান সাকিব, আলিস আল ইসলাম।

ওয়ানডে দল (প্রথম দুই ওয়ানডে) –

নাজমুল হোসেন শান্ত-(অধিনায়ক), এনামুল হক, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলের ১ ইউনিটের কমিটি স্থগিত

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনে নেবে ১ হাজার ১৫২ জন

এরিয়া সেলস ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে ট্রান্সকম ইলেকট্রনিক্স

বাংলাদেশ সি-সুইট অ্যাওয়ার্ডসের ‘সিইও অব দ্য ইয়ার ২০২৫’ সিটি ব্যাংকের মাসরুর আরেফিন

ইসরায়েলসহ মিত্রদের হয়ে গুপ্তচরবৃত্তি, ১৭ জনের মৃত্যুদণ্ড

জাতীয় ইমাম-খতিব সম্মেলনে চরমোনাই পীর / আলেমদেরকে ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহারের কোনো সুযোগ দেওয়া যাবে না

ইপিআই টিকাকেন্দ্রে আগুন

কৃষি ব্যাংক স্টাফ কলেজে বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ের শঙ্কা

বগুড়ায় হৃদরোগীর চিকিৎসায় সহায়তা দিলেন তারেক রহমান

১০

৪৭তম বিসিএসের সময় পেছানোর দাবিতে খুলনায় রেলপথ অবরোধ

১১

২৪ শীর্ষ নির্বাহী পেলেন চতুর্থ বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস

১২

ভূমিকম্প / জবি ক্যাম্পাস বন্ধ ঘোষণা, হল ছাড়ছেন শিক্ষার্থীরা

১৩

ইবির ব্যবসায় প্রশাসন অনুষদের নতুন ডিন ড. আব্দুস শাহীদ

১৪

সামুদ্রিক নিরাপত্তা নিয়ে চীন-যুক্তরাষ্ট্রের বৈঠক

১৫

সাংবাদিকদের ওপর হঠাৎ কেন ক্ষুব্ধ সোহেল রানা

১৬

‘তৌহিদি জনতার’ সঙ্গে বাউল শিল্পীদের ধাওয়া-পাল্টাধাওয়া, আহত ৪

১৭

ভূমিকম্প ঝুঁকি / গ্যাস কূপ খনন কার্যক্রম বন্ধ

১৮

তরুণদের নিয়ে প্লাস্টিকমুক্ত ভবিষ্যৎ গড়ার অভিযানে ‘তারুণ্যের উৎসব ২০২৫’

১৯

না ফেরার দেশে সাবেক খেলোয়াড় ও আম্পায়ার

২০
X