ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:২৪ পিএম
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ফিরলেন মাহমুদউল্লাহ, সাকিবকে ছাড়াই শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণা

মাহমুদউল্লাহ রিয়াদ । ছবি : সংগৃহীত
মাহমুদউল্লাহ রিয়াদ । ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেটে দলের বর্তমান নির্বাচক কমিটির মেয়াদ আছে আর মাত্র ১৬ দিন। মার্চ মাসের প্রথম দিন থেকে নতুন প্যানেল দায়িত্ব নিবে। তবে এর আগেই শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণার তারিখ থাকায় মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমনের নির্বাচক প্যানেলকেই দল ঘোষণা করতে হচ্ছে। পুরোনো নির্বাচকদের দেওয়া শ্রীলঙ্কা সিরিজের টি-টোয়েন্টি ও প্রথম দুই ওয়ানডের জন্য দলে নেই সদ্য সাবেক হওয়া বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।

নতুন অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দলে অবশ্য ফিরেছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথম দুই ওয়ানডের জন্যও ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে।

অবশ্য সাকিব শ্রীলঙ্কা সিরিজ খেলবেন না বলেই অনুমান করা হচ্ছিল। সম্প্রতি চোখের সমস্যার কথা জানানো সাকিব চলমান বিপিএলের কয়েকটি ম্যাচে খেলেছিলেন স্পিনার হিসেবেই। চোখের চিকিৎসা করাতে দেশের বাইরেও গিয়েছিলেন তিনি। এরইমধ্যে সোমবার (১২ ফেব্রুয়ারি) তিন সংস্করণেরই অধিনায়ক ঘোষণা করা হয় নাজমুলকে, এই তিন সংস্করণেই যে দায়িত্বে আগে সাকিব ছিলেন। অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষে সাকিব কেন নেই এই ব্যাপারে বিসিবি কোন কিছু জানায়নি।

অন্যদিকে বিপিএলে ভালো ফর্মে থাকা মাহমুদউল্লাহর টি-টোয়েন্টি দলে আসা নিয়ে সম্প্রতি আলোচনা হচ্ছিল। যদিও গতকালের ঘোষিত বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে শুধু ওয়ানডেতে রাখা হয় তাঁকে। বিশ্বকাপের আগেই ওয়ানডে দলে ফেরা মাহমুদউল্লাহ নিউজিল্যান্ড সফরে ছিলেন না চোটের কারণে। শ্রীলঙ্কার বিপক্ষে এ সংস্করণেও ফিরেছেন তিনি।

ওয়ানডে দলে চোটের কারণে বাইরে থাকা তাসকিন আহমেদ এবং বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামও ফিরেছেন। তাসকিনকে রাখা হয়েছে দুই সংস্করণেই। ওয়ানডেতে তাদের জায়গা করে দিতে বাদ পড়েছেন আফিফ হোসেন, হাসান মাহমুদ ও রাকিবুল হাসান। সর্বশেষ নিউজিল্যান্ড সফরের দলে ছিলেন তাঁরা।

টি-টোয়েন্টি দলে মাহমুদউল্লাহ ও তাসকিন ছাড়াও এসেছেন এনামুল হক, মোহাম্মদ নাঈম, তাইজুল ইসলাম ও আলিস আল ইসলাম। মাহমুদউল্লাহর মতো এনামুল ও নাঈমও ২০২২ সালের এশিয়া কাপে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন। অন্যদিকে তাইজুল তার ক্যারিয়ারের ২টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন ২০১৯ সালে। আলিসের এখনো আন্তর্জাতিক অভিষেকই হয়নি।

তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে এবং দুটি টেস্ট খেলতে আগামী ১ মার্চ ঢাকায় আসবে শ্রীলঙ্কা দল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ৪ মার্চ। পরের দুটি টি-টোয়েন্টি ৬ ও ৯ মার্চ একই মাঠে।

টি-টোয়েন্টি দল-

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, মোহাম্মদ নাঈম শেখ, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, শেখ মেহেদী, মাহমুদউল্লাহ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিদ হাসান সাকিব, আলিস আল ইসলাম।

ওয়ানডে দল (প্রথম দুই ওয়ানডে) –

নাজমুল হোসেন শান্ত-(অধিনায়ক), এনামুল হক, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রশাসনের অনেকে বিশেষ দলের পক্ষে কাজ করছে : এটিএম আজহার

জাতীয় নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিতে ইসিকে সরকারের চিঠি

বিয়ে করলেন অভিনেত্রী মম

প্রথম রূপায়ণ আর্মড ফোর্সেস গলফ টুর্নামেন্টের উদ্বোধন

অসহায়দের জন্য বিনামূল্যে গাড়ি সেবা চালু করলেন সেই রায়হান

পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

সেদিন রাতে ডিবি কার্যালয়ে খাবার মেন্যু কী ছিল, জানালেন সাংবাদিক সোহেল

বরিশালে ডেঙ্গুতে শিশুসহ দুজনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল ২০ হাজারে

বিএনপির রাজনীতিতে হোন্ডা র‍্যালি নাই-গুন্ডা র‍্যালি নাই : এ্যানি

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে অদম্য কালবেলা

১০

রাজধানীর বিজয় সরণিতে মিনিস্টার গ্যালারির যাত্রা শুরু

১১

মার্কিন চাপে নতি স্বীকার ভারতের

১২

শীতে ফ্যাশনের নতুন ধরন নিয়ে এলো ভারগো

১৩

অ্যান্টিবায়োটিক বিক্রি নিয়ন্ত্রণে ঔষধ প্রশাসনের নতুন নির্দেশনা

১৪

মানুষ পুলিশের ক্ষমতা নয়, দায়িত্ব পালন দেখতে চায় : ঢাকা মহানগর দায়রা জজ  

১৫

নায়ক সোহেল রানা ও রুবেলের ভাই প্রযোজক কামাল পারভেজ আর নেই

১৬

পাওনা টাকার জেরে কৃষকের গরু নিয়ে গেলেন জামায়াত নেতা

১৭

অ্যাশেজ সিরিজ : হেডের বিশ্বরেকর্ড, দুদিনেই পার্থ টেস্ট অজিদের

১৮

থানায় হানা দিয়ে পুলিশের কুকুরের ঘাড় কামড়ে নিয়ে গেল চিতাবাঘ

১৯

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

২০
X