২০১২ সালে শুরু হয়েছিল পুরুষদের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এরপর একে একে মাঠে গড়িয়েছে আরও দশটি আসর। তবে পুরুষদের ফ্র্যাঞ্চাইজি লিগ চালু থাকলেও নারীদের জন্য কোনো টুর্নামেন্ট আয়োজন করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অবশেষে বড় ধরনের সুখবর পেতে যাচ্ছে বাংলাদেশের নারীরা। নিগার-মারুফাদের জন্য নারী বিপিএল চালু করতে যাচ্ছে বিসিবি।
চলতি বছরের ডিসেম্বর বা জানুয়ারিতে মাঠে গড়াতে পারে নারীদের বিপিএল। সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল।
২০২৩ সালে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারানোর তড়তাজা স্মৃতি রয়েছে বাংলাদেশের। তিনটি শক্তিশালী দলকে হারানোর পথে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করেন নিগার সুলতানা জ্যোতি-নাহিদা আক্তাররা। টাইগ্রেসদের অসাধারণ পারফরম্যান্সে আইসিসির সেরাদের তালিকায়ও জায়গা করে নিয়েছেন মারুফারা। এমন অর্জনের কারণে বিপিএলের মতো জমজমাট টি-টোয়েন্টি লিগ আয়োজনের দাবি নিগার-নাহিদাদের।
বাংলাদেশ নারী দলকে সুখবর দিতে যাচ্ছে বিসিবি। অবশেষে টাইগ্রেসদের বহু দিনের চাওয়া আলোর মুখ দেখতে যাচ্ছে। চলতি বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতেই মাঠে গড়াতে পারে নারী বিপিএল। তবে প্রথম আসরটি হতে পরে খুবই ছোট পরিসরে।
নারী বিপিএল নিয়ে নাদেল বলেন, আমরা খুবই আশাবাদী। ভেন্যু ও সবকিছু সমন্বয় করতে পারলে চলতি বছরই আয়োজন করতে পারব। অন্তত চারটা দল নিয়ে হলেও অল্প সময়ের মধ্যে আমরা সেটা করে ফেলতে পারব। যারা (দল নিতে) আগ্রহী, তাদের ক্রিকেটীয় ব্যাকগ্রাউন্ডটা দেখা হবে।
মন্তব্য করুন