ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৪৭ পিএম
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০৪ পিএম
অনলাইন সংস্করণ

বড় জয়ে ফাইনালের আশা টিকিয়ে রাখল বরিশাল

তামিমেম অর্ধশতকে সহজেই জয় পায় বরিশাল।
তামিমেম অর্ধশতকে সহজেই জয় পায় বরিশাল। ছবি : সংগৃহীত

বিপিএলের এলিমিনেটর ম্যাচের ফলাফল চট্টগ্রামের স্বল্প রানের ইনিংসের পরেই অনুমিত হয়ে গিয়েছিল। এলিমিনেটরে বলিশালকে হারাতে হলে অবিশ্বাস্য কিছুই করে দেখাতে হতো চট্টগ্রামের বোলারদের। সেই লক্ষ্যে অল্পতেই সৌম্যকে ফিরিয়ে তারা এগোচ্ছিলও সেদিকে তবে পরে ১ রানে থাকা তামিমের ক্যাচ ফেলার পর আর ম্যাচে ঘুরে দাঁড়াতে পারেনি চট্টগ্রাম ফলে এলিমিনেটরেই চট্টগ্রামকে বিদায় করে কোয়ালিফায়ারে নাম লেখাল তামিমের বরিশাল।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিপিএলের এলিমিনেটরে টস জিতে চট্টগ্রামকে নির্ধারিত ২০ ওভারে ১৩৫ রানের বেশি করতে দেয়নি বরিশাল। জবাবে অধিনায়ক তামিম ও কাইল মায়ার্সের অর্ধশতকে ৭ উইকেটের সহজ জয় তুলে নেয় বরিশাল।

সহজ লক্ষ্য তাড়ায় শুরু থেকে তাই নির্ভার হয়ে খেলতে দেখা যায় তামিমদের। যদিও ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ব্যর্থ হন সৌম্য সরকার। ২ বল খেলে রানের খাতা খোলার আগেই শুভাগত হোমের বলে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। পরের ওভারে ১ রান করে ফিরতে পারতেন তামিম ইকবালও তবে সৈকত আলী তার সহজ ক্যাচ তালুবন্দী করতে পারেননি।

শুরুর ধাক্কায় চাপ না নিয়ে ওয়ান ডাউনে নেমে ঝড় তুলতে থাকেন মায়ার্স। তার সঙ্গে যোগ দেন তামিম। চট্টগ্রামের বোলারদের তুলোধুনো করে ৯ ওভারের মধ্যে তারা দলকে এনে দেন ৯৮ রান। পাওয়ার প্লেতেই বরিশাল তোলে ৭৩ রান।

মায়ার্স ও তামিমের মধ্যকার ৯৮ রানের জুটি ভাঙ্গে বিলাল খানের বলে ২৬ বলে ৫ ছক্কা ও ৩ চারে ৫০ রান করা মায়ার্স কট বিহাইন্ড হন। এরপর মিলার নেমে ১৩ বলে ১৭ রানের ইনিংস খেলে রোমারিও শেফার্ডের শিকার হন। অপরপ্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নেন অধিনায়ক তামিম। শেষ পর্যন্ত ৪৩ বলে ৯ চারের মারে ৫২ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। শেষদিকে নেমে ৫ বলে ৬ রানে অপরাজিত থাকেন মুশফিক।

আর এতে ৭ উইকেটের বড় জয়ে বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করে বরিশাল। আর দশম আসরে যাত্রা শেষ হলো চট্টগ্রামের। সন্ধ্যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্সের মধ্যকার লড়াইয়ে যে দল হারবে, তাদের প্রতিপক্ষ হিসেবে পাবে তামিমরা। ২৮ ফেব্রুয়ারি হবে দ্বিতীয় কোয়ালিফায়ারের লড়াই। দুই কোয়ালিফায়ারের জয়ী দল শিরোপার লড়াইয়ে নামবে আগামী ১ মার্চ।

এদিন টস হেরে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি চট্টগ্রাম। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করে শুভাগত হোমের দল। আসরে দুর্দান্ত ফর্মে থাকা তানজিদ তামিম এদিন ৩ বলে ২ রান করে আউট হন। দুই বিদেশি জশ ব্রাউন ও টম ব্রুস জ্বলে ওঠার বার্তা দিলেও ক্রিজে স্থায়ী হতে পারেননি। ব্রাউন ২২ বলে ৩৪ আর ব্রুস ১১ বলে ১৭ রান করে আউট হন। অধিনায়ক শুভাগতও দলের হয়ে কার্যকরী ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন। ১৬ বলে ২৪ রান আসে তার ব্যাট থেকে। বরিশালের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন, কাইল মায়ার্স ও ওবেদ ম্যাক’কয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: বিপিএল ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখন পরনির্ভর হয়ে আছি, আমাদের স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

দুদকের মামলায় সাবেক এমপি বদির বিরুদ্ধে আরও দুজনের সাক্ষ্যগ্রহণ

শহিদুল আলমদের জাহাজসহ ফ্রিডম ফ্লোটিলার সব নৌযান আটক

বানরের আক্রমণে শতাধিক ছাত্রী আহত

মুখ খুললেন রাশমিকা মান্দানা

গুমের শিকার বিশেষ বন্দিদের ‘মোনালিসা’ নামে ডাকা হতো

রাজশাহীতে হাজার ছাড়িয়েছে সাপে কাটা রোগী, মৃত্যু ৩৮

মানসিক স্বাস্থ্য বৃদ্ধি করে যে ১০ খাবার

চট্টগ্রামের সিকো অ্যারেনাতে ১০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন রবি এলিট গ্রাহকরা

বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া সেই ডেপুটি গভর্নর এবার যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন

১০

প্রথম ফুটবলার হিসেবে নতুন ইতিহাস গড়লেন রোনালদো

১১

বাংলাদেশি শাড়ির জাদুতে মুগ্ধ তুরস্ক

১২

কতদিন পর পর তোয়ালে ধুচ্ছেন? সঠিক সময় ও পদ্ধতি জেনে নিন

১৩

বজ্রপাতে প্রাণ হারানো রাসেদকে ‘চিরঞ্জীব সভাপতি’ ঘোষণা

১৪

ইতালি সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

১৫

ফিলিস্তিনি শরণার্থী পরিবারে জন্ম নেওয়া ওমর পেলেন নোবেল

১৬

ডোবায় মিলল অজ্ঞাত যুবকের মরদেহ

১৭

চাকসু নির্বাচনে ছাত্রদল ও শিবিরের ইশতেহার ঘোষণা

১৮

বাবর ও তানভীরের সঙ্গে মাউন্ট মানাসলুর শীর্ষে অ্যাডহেসিভ ব্র্যান্ড স্যাম-বন্ড

১৯

শুভেচ্ছা সফরে বাংলাদেশে মার্কিন যুদ্ধজাহাজ

২০
X