বিপিএলের প্রথম কোয়ালিফায়ার জিতে ইতিমধ্যেই ফাইনালে পা রেখেছে কুমিল্লা। ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের টক্কর দিতে দ্বিতীয় কোয়ালিফায়ারের লড়াইয়ে মুখোমুখি রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। অবশ্য দলীয় এই লড়াই ছাপিয়ে সবার চোখ দেশের ক্রিকেটের বড় দুই তারকা সাকিব ও তামিমের ব্যক্তিগত দ্বৈরথে। দুই দলের জন্য মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে টস ভাগ্য সহায় হয়েছে বরিশাল অধিনায়ক তামিমের। টস জিতে বোলিং বেছে নিয়েছেন তিনি।
বুধবারে (২৮ ফেব্রুয়ারি) মিরপুরে হোম অব ক্রিকেট খ্যাত শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ালিফায়ারে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। দুই দলের একাদশে এদিন কোনো পরিবর্তন আসেনি। শেষ ম্যাচের একাদশ নিয়েই লড়ছে দুই দল।
মিরপুরে দুই দলের প্রথম দেখায় তামিমের বরিশাল জিতেছিল ৫ উইকেটে। চট্টগ্রামে দ্বিতীয় দেখায় অবশ্য রংপুরের জয় ১ উইকেটে। আজকের ম্যাচটিতে যারা জিতবে তারা চলে যাবে ফাইনালে। দুই দলের মুখোমুখি লড়াইয়ে জয় এসেছে পরে ব্যাট করা দলের।
রংপুরের ব্যাটে-বলে দাপুটে পারফরম্যান্সে এখন আসরের অন্যতম সেরা পারফর্মার সাকিব। এখনও পর্যন্ত ব্যাট হাতে ১২ ম্যাচে ২৫৪ রানের পাশাপাশি বল হাতে শিকার করেছেন ১৭ উইকেট।
অন্যদিকে, বরিশালকে সামনে থেকে নেতৃত্ব দেবেন তামিম ইকবাল। অভিজ্ঞ এই ওপেনার ব্যাট হাতে দলের সেরা পারফর্মার তো বটেই আসরের সেরা রান সংগ্রাহকের তালিকায়ও আছেন শীর্ষ দুইয়ে। ১৩ ইনিংসে প্রায় ৩৭ গড়ে করছেন ৪৪৩ রান। ফাইনালে ওঠার মূল লড়াইয়ে এই দুজনের দিকে থাকবে বাড়তি নজর।
ফরচুন বরিশাল একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, কাইল মেয়ার্স, ডেভিড মিলার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, জেমস ফুলার, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, ওবেদ ম্যাককয় ও তাইজুল ইসলাম।
রংপুর রাইডার্স একাদশ: রনি তালুকদার, শামীম হোসেন, সাকিব আল হাসান, শেখ মেহেদী, জেমস নিশাম, নিকোলাস পুরান, নুরুল হাসান সোহান (অধিনায়ক), মোহাম্মদ নবি, আবু হায়দার রনি, হাসান মাহমুদ ও ফজল হক ফারুকি।
মন্তব্য করুন